লেবু দিয়ে খুশকি দূর করার উপায় ৭ টি
সিম্পল ফেস ওয়াশ এর উপকারিতা, অপকারিতা, দামলেবু দিয়ে খুশকি দূর করার উপায় সম্পর্কে এ আর্টিকেলে বিস্তারিতভাবে আলোচনা করা
হয়েছে। এবং তাছাড়াও খুশকি কেন হয় সে সম্পর্কেও আলোচনা করা হয়েছে। তাই আপনি
যদি খুশকি দূর করতে চান, তাহলে এই আটিকেলটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ।
এবং তাছাড়াও এ আর্টিকেলে আরো জানতে পারবেন, কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনার মাথার
খুশকি দূর করবেন। এবং বিভিন্ন উপায়ে কিভাবে আপনার মাথার খুশকি দূর করা যায়, আর
বিস্তারিতভাবে এ আর্টিকেলে আলোচনা করা হয়েছে। এসব বিষয়ে জানতে এ আর্টিকেলটি শেষ
পর্যন্ত পড়ুন।
পেজ সূচিঃ লেবু দিয়ে খুশকি দূর করার উপায়
লেবু দিয়ে খুশকি দূর করার উপায়
লেবু দিয়ে খুশকি দূর করার উপায় সম্পর্কে অনেকেই জানতে চান। কারণ অনেকে মনে করেন
লেবুর সাথে আমলকী, দই, অ্যালোভেরা বা বিভিন্ন উপাদান মিশিয়ে খুশকি দূর করা যায়।
আর খুশকি একটি অন্যতম সমস্যা যার কারণে আপনার চুল রক্ষ হয়ে যায়। যার কারণে আপনার
মাথার ত্বকের বিভিন্ন রোগের বিস্তার ঘটতে পারে।
এবং লেবুতে কিন্তু অ্যাসিডিটি উপাদান থাকে যা খুশকি দূর করতে খুব কার্যকারী
ভূমিকা রাখে। এবং খুশকির জন্য যেসব ব্যাকটেরিয়া দায়ী সেসব ব্যাকটেরিয়াকে দূর করার
পাশাপাশি আপনার চুল মজবুত ও ঝলমলে করে কিন্তু এই লেবু। তাই এসব রোগ থেকে এবং
খুশকি থেকে দূর করতে লেবুর যে হেয়ার প্যাক রয়েছে তা নিম্নে যেনে নেওয়া যাক-
লেবু ও অ্যালোভেরাঃ-- আপনার খুশকি
দূর করতে লেবু এবং অ্যালোভেরা খুব কার্যকারী একটি উপাদান। এই হেয়ার প্যাকটি তৈরী
করতে আপনি ২ চা-চামচ লেবুর রস এবং ২ চা-চামচ অ্যালোভেরা নিয়ে ভালো করে মিশিয়ে
আপনার মাথার ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রাখবেন। এবং শেষে শ্যাম্পু দিয়ে ধয়ে ফেলবেন।
লেবু ও আমলকীঃ-- লেবু ও আমলকী ও
কিন্তু খুশকি দূর করতে কার্যকারী। এ জন্য আপনি ২ চা-চামচ লেবুর রস এবং তার সাথে ২
চা-চামচ আমলকীর রস সাথে নিয়ে ভালো করে মিশিয়ে আপনার মাথার ত্বকে ৩০ মিনিটের মতো
লাগিয়ে রাখবেন। এবং শেষে শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধউয়ে ফেলবেন।
লেবু এবং দই ও মধুঃ-- খুশকি দূর
করতে কিন্তু লেবু আর দই ও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ জন্য আপনি লেবু ১
চা-চামচ, ১ চা-চামচ মধু এবং ২ চা-চামচ দই নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আপনার মাথার
ত্বকে ২০ মিনিট লাগিয়ে রাখবেন। এবং সময় হয়ে গেলে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে
ফেলবেন।
লেবু ও আপেল সিডার ভিনেগারঃ-- আপনার
খুশকি দূর করতে লেবু এবং আপেল সিডার ভিনেগার কার্যকারী। এই প্যাকটি তৈরী করতে
আপনি ৪ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার নিবেন এবং লেবুর রস ২ টেবিল চামচ নিয়ে,
ভালো করে মিশিয়ে আপনার মাথার ত্বকে ২০ মিনিট লাগিয়ে রাখবেন। এবং শেষে শ্যাম্পু
দিয়ে ধুয়ে ফেলবেন।
লেবু ও ডিমঃ-- এই প্যাকটি তৈরী করতে
আপনি ১ ডিম ফাটিয়ে নিবেন এবং তার সাথে ১ টেবিল চামচ লেবুর রস নিয়ে ভালো করে
মিশিয়ে আপনার মাথার ত্বকে ভালো করে ৩০ মিনিট লাগিয়ে রাখবেন। এবং সময় হয়ে গেলে
শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। এটি প্যাকটি সপ্তাহে ২ বার ব্যবহার করতে পারেন আপনার
খুশকি দূর করবে ও চুল ঝলমলে করবে।
লেবু ও আমন্ড অয়েলঃ-- লেবু এবং
আমন্ড অয়েল কিন্তু খুশকি দূর করতে কার্যকারী। এ জন্য আপনি আমন্ড অয়েল ৪ টেবিল
চামচ এবং লেবু ২ টেবিল চামচ নিয়ে ভালো করে মিশিয়ে আপনার মাথার ত্বকে ভালো করে ১৫
থেকে ৩০ মিনিটের মতো লাগিয়ে রাখবেন। এবং শেষে ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ভালো করে
ধুয়ে ফেলবেন।
লেবু ও বেকিং সোডাঃ-- এই প্যাকটি
তৈরী করতে আপনি প্রথমে একটি পাত্রে নিবেন এবং সেখানে পরিমান মতো বেকিং সোডা নিবেন
এবং তার সাথে লেবুর রস পরিমান মতো নিবেন। তারপর ভালো করে মিশিয়ে আপনার মাথার
ত্বকে লাগিয়ে কিছু সময় পর তা ধয়ে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। তবে এই প্যাকটি
সতর্কতার সাথে করবেন, আপনি চাইলে এই প্যাকটি ব্যবহার নাও করতে পারেন।
খুশকি কেন হয়
খুশকি কেন হয়? এই প্রশ্ন অনেকেই করে থাকে। কারণ অনেকেই জানেনা খুশকি হওয়ার কারণ
সম্পর্কে। খুশকি কিন্তু একজন মানুষের চুলের অন্যতম সমস্যা এই জন্য অনেক মানুষ
চিন্তিত হয়ে থাকেন। তার কেন এতো খুশকি হচ্ছে, হওয়ার কারণ কি, এ থেকে কিভাবে
মুক্তি পাবে এসব বিষয় নিয়ে অনেক জায়গার আপনার খুজে থাকেন।
আরো পড়ুনঃ মুখের তৈলাক্ত ভাব দূর করার ঘরোয়া উপায়
কিন্তু আপনারা ইতিমধ্যে উপরে জেনে এসেছেন যে, লেবু দিয়ে খুশকি দূর করার উপায়
সম্পর্কে। কিন্তু কেন খুশকি হয়, কি কারণে হতে পারে তা জানতে পারেন নাই। খুশকি
কিন্তু বিভিন্ন কারনে হয়ে থাকে, এখন আপনাদেরকে এই অংশে নিম্নে জানাবো কেন খুশকি
হয় সে সম্পর্কে-
- আপনার মাথার ত্বক যদি শুষ্ক হয়ে থাকে তাহলে আপনার খুশকি হতে পারে।
- নিয়মিত যদি আপনি মাথা না আচঁড়ান, তাহলে আপনার খুশকি হতে পারে।
- এবং আপনি যদি অতিরিক্ত তেল ব্যবহার করেন সেক্ষেত্রে ও আপনার খুশকি হতে পারে।
- আপনি যদি পর্যাপ্ত পরিমানে শ্যাম্পু ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনার খুশকি হতে পারে।
- আপনি যে পানি দিয়ে গোসল করেন সে পানির যদি খারাপ হয়ে তাহলে আপনার খুশকি হতে পারে।
- শ্বেত প্রদান জাতীয় অসুস্থ্যতায় ভুগলে আপনার খুশকি হতে পারে।
- আপনার যদি সঠিক খাদ্যভাস ভালো না হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনার খুশকি হতে পারে।
- ম্যালেসেজিয়া নামক এক ধরণের ফাঙ্গাসের পরিমান যখন বেড়ে যায় তখন আপনার খুশকি হতে পারে।
চিরতরে খুশকি দূর করার উপায়
চিরতরে খুশকি দূর করার উপায় সম্পর্কে অনেকেই জানতে চান। যারা খুশকির সমস্যায়
ভুগছেন, তারা অনেকেই চিন্তিত থাকেন যে কিভাবে তাদের এই খুশকি দূর করবেন। যারা
এরকম চিন্তা করে থাকেন তাদের জন্য এই অংশে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলে দিবো যা
ব্যবহার করে আপনার খুশকি দূর করতে পারবেন।
চিরতরে দূর না হলেও আশা করি আপনার খুশকি অনেক টা দূর করবে, এবং আপনার চুল ঝলমলে ও
উজ্জ্বল হবে। এ জন্য আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে, প্রথমে আপনি একটি পাত্র
নিবেন, সেখানে ২ চা-চামচ নারিকেলের তেল এবং সাথে ২ চা-চামচ লেবুর রস মিশিয়ে নিবেন
ভালো করে।
তারপর আপনার মাথার ত্বকে ভালো করে লাগাবেন এবং সময় মতো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন
দেখবেন আপনার খুশকি দূর হতে সাহায্য করেছে।
এলোভেরা দিয়ে খুশকি দূর করার উপায়
এলোভেরা দিয়ে খুশকি দূর করার উপায় সম্পর্কে অনেকেই জানতে চাই। কারণ এলোভেরা
সাথে কিছু সাথে কিছু উপাদান মিশিয়ে মাথার ত্বকে লাগালে খুশি দূর করতে সাহায্য
করে। অ্যালোভেরার সাথে আপনি যে উপাদান নিবেন তা হচ্ছে নারিকেলের তেল।
আপনি যদি দুই চা চামচ এলোভেরা এবং সাথে এক কাপ নারিকেলের তেল মিশিয়ে একটি প্যাক
তৈরি করে নিবেন। তারপর সেই প্যাকটি আপনার মাথার ত্বকে ভালো করে লাগিয়ে এক থেকে
দুই ঘন্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন।
আরো পড়ুনঃ ঘরোয়া পদ্ধতিতে ফর্সা হওয়ার উপায়
তাছাড়া আপনি অ্যালোভেরা জেল এবং সাথে ২ চা চামচ লেবুর রস মিশে প্যাক তৈরি করে।
তা আপনার মাথার ত্বকে লাগাতে পারে ভালো ফল দিবে।
খুশকি দূর করার ঘরোয়া উপায়
খুশকি দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে অনেকেই জানতে চাই। আপনি বিভিন্ন উপায়ে
ঘরোয়া পদ্ধতিতে আপনার খুশকি দূর করতে পারবেন। তবে অল্প কিছু উপাদান সম্পর্কে বলে
দিব, যা ঘরোয়া পদ্ধতিতে ব্যবহার করে আপনি খুশকি দূর করতে পারবেন।
এজন্য আপনাকে পরিমাণ মতো নারিকেলের তেল এবং লেবুর রস নিয়ে ভালো করে মিশিয়ে
নিবেন। তারপর মাথার তালুতে হালকা করে ঘষে ঘষে লাগিয়ে দিবেন এবং কিছুক্ষণ পর তা
শুধু পানি দিয়ে ধুয়ে ফেলবে। এবং পর দিন আপনার মাথার শুরু শ্যাম্পু করে ধয়ে
ফেলবেন। দেখবেন আপনার খুশকি কমে যাবে এবং চুল ঝলমলে হবে।
মেয়েদের মাথার খুশকি দূর করার উপায়
মেয়েদের মাথার খুশকি দূর করার উপায় সম্পর্কে অনেকেই জানতে চাই। বিশেষ করে
মেয়েদের খুশকির সমস্যা বেশি দেখা দেয়। তাই মেয়েদের মাথার খুশকি কিভাবে দূর করা
যায় তার কিছুটা ধারণা এই অংশ আপনাদেরকে দিবো।
আপনার খুশকি দূর করতে আপেল সিডার ভিনেগার এবং পানি পরিমাণ মতো একটি পাত্র নিয়ে
ভালো করে মিশিয়ে আপনার মাথার ত্বকে লাগাবেন। এবং 20 মিনিট পরে শ্যাম্পু দিয়ে
মাথা ধরে ফেলবে, এবং সপ্তাহে এভাবে দুই দিন ব্যবহার করবেন ভালো ফল পাবেন।
এখন মেয়েদের খুশকি দূর করার জন্য দুই চা চামচ নারিকেলের তেল এবং 2 চা চামচ লেবুর
রস মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিবেন। তারপর আপনার মাথার তাকে ভালো করে লাগিয়ে
15-20 মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধরে ফেলবেন।
এবং আরও একটি প্যাক রয়েছে, সেটা হচ্ছে, এক কাপ গরম পানিতে দুইটি টি ব্যাগ ভিজিয়ে
রাখবেন ২০ মিনিটের মত। এবং ঠান্ডা হয়ে আসলে তখন আপনার মাথার ত্বকে ভালো করে
লাগাবেন এবং ৩০ মিনিট লাগিয়ে রাখবেন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন।
আপনার মাথার চুলের খুশকি দূর করার জন্য, নিয়মিত চিরুনি দিয়ে মাথার চুল আচঁডাবেন।
ব্রাশ দিয়ে মাথার চুল না আচঁডানো ভালো হবে।
এবং আপনার মাথার খুশকি দূর করার জন্য, নিয়মিত শ্যাম্পু ব্যবহার করবেন। আপনি যদি
নিয়মিত সপ্তাহে দুই দিন শ্যাম্পু ব্যবহার করতে পারেন, তাহলে আপনার খুশকি দূর
করতে সাহায্য করবে।
চুল পড়া ও খুশকির জন্য কোন শ্যাম্পু ভালো
চুল পড়া ও খুশকির জন্য কোন শ্যাম্পু ভালো? এ সম্পর্কে যারা জানতে আগ্রহী তাদের
জন্য এই অংশে কিছু কথা বলা হয়েছে। আপনি যদি চুল পড়া ও খুশকি দূর করতে চান তাহলে
এই অংশে শেষ পর্যন্ত পড়ুন।
আরো পড়ুনঃ মেয়েদের ঠোঁট গোলাপি করার উপায়
আপনার চুল পড়া এবং খুশকি দূর করার জন্য " বায়োটিক বায়ো কেল্প প্রোটিন
শ্যাম্পু" ভালোর মধ্যে একটি। এবং খাঁটি কেল্প, পুদিনা তেল এবং পুদিনা পাতার
নির্যাস সহ সবকিছু একত্রিত করে আপনার মাথার ত্বকে ভালো করে লাগাবেন। এবং সময় মত
ধুয়ে ফেলবেন, দেখবেন আপনার ত্বক শক্তিশালী হয়েছে চুল সব ছোট হয়েছে।
শেষ কথাঃ লেবু দিয়ে খুশকি দূর করার উপায়
লেবু দিয়ে খুশকি দূর করার উপায় সম্পর্কে আপনারা এই আর্টিকেলে বিস্তারিত ভাবে
জেনে গিয়েছেন। তাই আপনার মাথার চুলের খুশকি দূর করার জন্য, উপরের যে ঘরোয়া
পদ্ধতিগুলো রয়েছে, তা নিয়ম অনুযায়ী ব্যবহার করে আপনার খুশকি দূর করতে পারেন।
এবং তাছাড়াও আপনার খুশকি দূর করার জন্য, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন।
এবং আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনাদেরকে যদি ভালো লেগে থাকে, এবং এরকম আরো
বেশি বেশি তথ্য পেতে আমার ওয়েবসাইট ভিজিট করুন। এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের
তথ্য প্রকাশ করা হয়ে থাকে।
ট্রিক্সপ্রমোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url