ফেসবুকে ১ মিলিয়ন ভিউতে কত টাকা তার সম্পর্কে বিস্তারিত জানুন

ব্লগিং করে কত টাকা আয় করা যায়ফেসবুকে ১ মিলিয়ন ভিউতে কত টাকা আয় হয়ে থাকে, এবং ফেসবুকে কত ভিউ কত টাকা কিভাবে আয় করা যায়, তার বিস্তারিত এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে। তাই আপনি যদি ফেসবুক ভিউ থেকে আয় সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।


এবং তাছাড়াও এই আর্টিকেলে আপনারা ফেসবুক ভিউ থেকে কিভাবে আয় হয়, কত ভিউ হলে কত আয় হতে পারে, এরকম যাবতীয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাই এইসব বিষয়ে জানতে আপনি আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।

পেজ সূচিঃ ফেসবুকে ১ মিলিয়ন ভিউতে কত টাকা

ফেসবুকে ১ মিলিয়ন ভিউতে কত টাকা

ফেসবুকে ১ মিলিয়ন ভিউতে কত টাকা আয় হয়, তার একটি সঠিক ধারনা দেওয়ার চেষ্টা করবো ইন-শা-আল্লাহ। তার আগে আপনাদের কিছু বিষয় জানা উচিত সেইটা হচ্ছে, ফেসবুক একটি বিশাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিন বিভিন্ন ধরনের ভিডিও দেখিয়ে, এবং সেই ভিডিওতে বিজ্ঞাপন দিয়ে আপনি অনেক আয় করতে পারেন।

ফেসবুকে ১ মিলিয়ন ভিউতে কি পরিমান আয় হতে পারে, সেইটা নির্ভর করবে আপনার ভিডিও ধরন, আপনার দর্শকের অবস্থান, আপনার ভিডিও দৈর্ঘ্যতা এই গুলো বিষয়ের উপর বিবেচনা করে, আপনার ভিউতে কি পরিমান আয় হবে সেইটা নির্ভর করে থাকে। চলুন নিম্নে কিছু ভিউ এর বিষয়ে জেনে নেওয়া যাক-
  • আপনার দর্শকের অবস্থান যদি উন্নত দেশে হয়ে থাকে, তাহলে আপনার ভিউতে বেশি পরিমান আয় হবে।
  • এবং আপনার বিজ্ঞাপন গুলো নির্ভর করে, আপনার দর্শকের কি পরিমান আগ্রহ আছে সেইটার উপর।
  • এবং দর্শকের বয়স, শিক্ষাগত যোগ্যতা, লিঙ্গ কিন্তু আপনার আয়কে প্রভাবিত করতে পারে।
  • অনেক প্রতিষ্ঠান আছে যারা কিছু কিছু দর্শকের উপর নির্দিষ্ট করে বিজ্ঞাপন দিয়ে থাকে, এক্ষেত্রে আপনি ও যদি ওরকম দর্শকের উপর উদ্দেশ্য করে বিজ্ঞাপন দেন, তাহলে আয় কম হবে।
  • এবং আপনার যদি ভিডিও দৈর্ঘ্যতা বেশি হয়ে থাকে, তাহলে আপনার আয় বেশি হবে। তারপর আপনার যদি লাইক, কমেন্ট, শেয়ারের সংখ্যা ও ফলোয়ারের সংখ্যা বেশি হয় তাহলেও আপনার আয় বেশি হবে।
আপনারা এখন পর্যন্ত জানলেন ফেসবুকে ভিউ এর ধরন, কিভাবে ফেসবুকে ভিউ হলে আয় হয়, এরকম কিছু বিষয় সম্পর্কে। চলুন এখন আবার নিম্নে জেনে নেওয়া যাক ফেসবুকে ১ মিলিয়নে ভিউতে কি পরিমান আয় হতে পারে-
ইন-স্ট্রিম বিজ্ঞাপন এটি একটি জনপ্রিয় মাধ্যমে ফেসবুক থেকে আয় করার। এইটায় আপনার যদি ১০০০ ভিউ হয়, তাহলে আপনি $৩ থেকে $৫ আয় হতে পারে। তার মানে আপনি ১ মিলিয়ন ভিউতে $৩,০০০ থেকে $৫,০০০ আয় হতে পারে।

এবং অনেক প্রতিষ্ঠান বা কোম্পানি রয়েছে, যারা তাদের পণ্যকে দেশে ও দেশের বাহিরে প্রচার করার জন্য, আপনার পেজ বা ভিডিওতে স্পনসর করে পোষ্ট তৈরী করতে পারে। যদি এইভাবে পোষ্ট তৈরী করে, তাহলে পোষ্ট প্রতি আপনার $৫০ থেকে $২,০০০ আয় হতে পারে।

তাছাড়াও আপনি অ্যাফিলিয়েট লিংক আপনার ভিডিওতে ব্যবহার করে, বিভিন্ন কোম্পানির পণ্য প্রচার করতে পারেন। এতে করে আপনার ভিডিও এর মাধ্যমে প্রচার করে যেই পণ্য বিক্রয় হবে, তা থেকে আপনাকে কিছু কমিশন দিবে।

তবে আপনি চাইলেই ফেসবুক থেকে খুব সহজেই আয় করতে পারবেন না। ফেসবুক থেকে আয় করতে হলে আপনার অবশ্যই ধর্য থাকতে হবে। আপনি যদি ধর্য ধরে পরিশ্রম করতে পারেন তাহলে একদিন অনেক আয় করতে পারবেন।

ফেসবুক থেকে কিভাবে টাকা আয় করা যায় ও উপায় কি

ফেসবুক থেকে কিভাবে টাকা আয় করা যায় ও উপায় কি? এই গুলো সম্পর্কে অনেকেই জানতে চাই। ফেসবুকে আপনি কিভাবে আয় বাড়াবেন বা কিভাবে আয় করা যায়, এর উপায় কি? সে সম্পর্কে কিছু কথা এই অংশে বলা হয়েছে। চলুন নিম্নে তা জেনে নেওয়া যাক-


অ্যাড ব্রেকস এর মাধ্যমে আপনি ফেসবুকে আয় করতে পারবেন। আপনার ভিডিও মধ্যে যদি আপনি বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন দেখান, তাহলে সেখান থেকে আয় করতে পারবেন।

এবং স্পনসরশিপ এর মাধ্যমে আয় করা, অনেক কোম্পানি বা প্রতিষ্ঠান আছে, যারা স্পনসর করে তাদের পণ্যর প্রচারের জন্য। এখান থেকে আপনি আয় করতে পারবেন।

তারপর লাইভ স্ট্রিমিং ও ডোনেশন এর মাধ্যমে আয় করা যায়। আপনি যদি লাইভ এসে আপনার ভিডিও চলাকালীন যেগুলো আপনার ভিউয়ার আছে, তারা যদি আপনাকে গিফট করে তা গ্রহনের মাধ্যমে আয়।

ফেসবুক থেকে কত টাকা আয় করা যায়

ফেসবুক থেকে কত টাকা আয় করা যায়? এইটা সঠিক ভাবে বলা যায় না। আপনার ভিডিও, আপনার দর্শক অবস্থান এর উপর আয় নির্ভর করে থাকে। তবে পরিসংখ্যান অনুযায়ী আপনার ভিডিওতে যদি ১০ লক্ষ ভিউ হয়ে থেকে, তাহলে ২৫০ থেকে ২৬০ ডলার আয় হয়ে থাকে।

ফেসবুকে কত ভিউ কত টাকা

ফেসবুকে কত ভিউ কত টাকা আয় হয়? তা সঠিক ভাবে বলা যাবেনা। আপনার কনটেন্ট ধরন, ভিডিওর ধরন ভালো হয়ে থাকে, এবং আপনি যদি আপনার ভিডিও সবার সামনে ভালো করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে পারেন। তাহলে আপনার ভিউ বাড়বে এতে করে আপনার আয় বাড়বে।

এবং মূলত ফেসবুক থেকে বেশি আয় করতে হলে আপনাকে ভিডিও মান ভালো করতে হবে, এতে করে আপনার ভিউ বাড়বে। তারপর আপনার ভিডিও গুলো যে দর্শকরা দেখছে, তাদের অবস্থান বিবেচনা করতে হবে, তাদের অবস্থান যদি বিভিন্ন দেশে হয়ে থাকে তাহলে আপনার আয় বাড়বে।

এবং CPM, CPC ও CTR সম্পর্কে আপনাকে আগে বুঝতে হবে, তাহলে আপনার বুঝতে সহজ হবে, ফেসবুকে কত ভিউ হলে কত টাকা আয় হতে পারে।
CPM হচ্ছে, আপনাকে বিজ্ঞাপনা দাতারা কত টাকা দেয় প্রতি হাজারে সেইটা বুঝা যায়।

CPC হচ্ছে, যখন আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হবে, তখন আপনার ভিউয়ারা যদি বিজ্ঞাপনে ক্লিক করে, তখন সেই ক্লিক থেকে কত টাকা দেয় সেইটা বুঝা যায়।

CTR হচ্ছে, আপনার ভিডিও তে যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, সেই বিজ্ঞাপনে কত জন মানুষ ক্লিক করছে তা বুঝা যায়।

1000 ভিউ এর জন্য-
  • CPM, $1: $1
  • CPC, $0.1: $0.1 ( ১০ জন ক্লিক করলে)
  • CTR, 10%: $0.1 ( ১০০০ ভিউ এর মধ্যে ১০০ জন ক্লিক করলে)
  • ১০ হাজার ভিউ করলে, CPM- $10
  • ১ লক্ষ ভিউ করলে, CPM- $100
  • ১ মিলিয়ন ভিউ করলে, CPM- $1000
তবে আপনার ভিউ এর দর্শকের অবস্থান, ভিডিও ধরন অনুযায়ী কম বেশি হতে পারে, এই গুলো একটি আয়ের আনুমানিক ধারণা দেওয়া হয়েছে।

ফেসবুকে ১ লাখ ভিউতে কত টাকা

ফেসবুকে ১ লাখ ভিউতে কত টাকা হয়? অনেকেই এই প্রশ্ন করে থাকে। সাধারণত ১ লক্ষ ভিউ থেকে কত টাকা আয় হয়ে থাকে সঠিক ভাবে বলা যাবেনা। কারণ আপনার ফেসবুক ভিডিও থেকে আয় করার বিষয়টি নির্ভর করে থাকে, কিছু কিছু ফ্যাক্টরের উপরে।


ফেসবুক ভিডিও মূলত Ad Breaks প্রোগ্রামের মাধ্যমে মনিটাইজেশন করা হয়ে থাকে। আপনার মনিটাইজেশন ভালো হয়ে থাকে, এবং আপনার দর্শক, ভিডিওর ধরন, বিজ্ঞাপনের ধরন, আপনার দর্শকের অবস্থান এ গুলোর উপর আপনার আয় নির্ভর করে থাকে।

তাই আপনার যদি দর্শকের অবস্থান বিভিন্ন দেশে হয়, ভিডিওর ধরন ভালো হয়, তাহলে আপনার ভিউ বাড়বে। আর আপনার সব কিছু ভালোর জন্য যে ভিউ বাড়লো এতে করে আপনার আয় বাড়বে। তখন আপনার ১ লক্ষ ভিউ এ ১০ হাজার টাকা আয় হতে পারে।

আবার যদি এসব কিছু তেমন ভালো না হয়, ভিউ কম থাকে তাহলে আয় কম হবে, বা ৫ হাজার ও হতে পারে।

ফেসবুকে ভিডিও সাইজ কত হওয়া উচিত

ফেসবুকে ভিডিও সাইজ কত হওয়া উচিত? এরকম প্রশ্ন অনেকেই করে থাকে। কারণ ফেসবুকের জন্য শুধু শুধু ভিডিও বানালেই হবেনা, ফেসবুকের ভিডিওর জন্য সঠিক সাইজ কত হলে ভালো হয় সেইটা খেয়াল রাখতে হবে।

আপনার যদি ভিডিওর সাইজ ভালো হয়, এতে করে আপনার ভিউ বাড়বে, লাইক বাড়বে, কমেন্ট করবে, ফলোয়ার বাড়বে। আর এই সব বাড়লে আপনার আয় বাড়বে, তাই আপনি যদি ফেসবুকে আয় করতে চান তাহলে আপনারা জানা উচিত ভিডিও সাইজ কত।

তাই আপনি যদি অর্গানিক ভাবে আপনার ফেসবুকে ভিডিও শেয়ার করতে চান, তাহলে যে সুপারিশগুলো অনুসরণ করবেন, তা হচ্ছে-

ল্যান্ডস্কেপ ও প্রতিকৃতির জন্য আপনার ভিডিওর মাত্রা হতে হবে ১২৮০ X ৭২০ পিক্সেল তাহলে ভালো হয়। এবং ল্যান্ডস্কেপ আপনার অ্যাসপেক্ট রেশিও হবে 16:9 এবং পোর্ট্রেট অ্যাসপেক্ট রেশিও হবে 9:16।

শেষ কথাঃ ফেসবুকে ১ মিলিয়ন ভিউতে কত টাকা

ফেসবুকে ১ মিলিয়ন ভিউতে কত টাকা আয় হয়ে থাকে, তার সম্পর্কে আপনারা ইতিমধ্যে বিস্তারিত ভাবে জেনেছেন। তবে ফেসবুক থেকে আয় করতে হলে আপনাকে ধর্য ধরে লেগে থাকতে হবে। এবং তাই ভালো ভিডিও বানিয়ে, ভিডিও আকর্ষনীয় করে, আপনি ও ভিউ এর মাধ্যমে আয় করতে পারেন।

এবং আজকের আই আর্টিকেলটি যদি আপনাকে ভালো লেগে থাকে, এবং এরকম যদি আরো বেশি বেশি তথ্য পেতে চান। তাহলে আমার এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ট্রিক্সপ্রমোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url