ছবি এডিট করার ওয়েবসাইট - ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড apps

হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়ছবি এডিট করার ওয়েবসাইট এবং ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড apps সম্পর্কে এই আর্টিকেলে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। আপনার যদি ছবি এডিট করার প্রয়োজন হয়, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ।


তাছাড়াও এই আর্টিকেলে আপনারা জানতে পারবেন, ছবি এডিট করার বিভিন্ন উপায় সম্পর্কে। কিভাবে আপনি এডিট করবেন, কেনো ছবি এডিট করবেন, এডিট করার প্রয়োজন কি? এগুলো সব কিছু জানার জন্য আপনি আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।

পেজ সূচিঃ ছবি এডিট করার ওয়েবসাইট - ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড apps

ছবি এডিট করার ওয়েবসাইট

ছবি এডিট করার ওয়েবসাইট কোন গুলা? সে সম্পর্কে এই অংশে আপনারা বিস্তারিত জানতে পারবেন। ছবি এডিট করা যেই গুলো ওয়েবসাইট রয়েছে, এই গুলো ওয়েবসাইট ফটো এডিটিং কে অনেক অনেক সহজ করেছে। এখনকার ডিজিটাল যুগে ছবি এডিটিং কাজ খুব জনপ্রিয় হয়ে উঠেছে।

আর ছবি এডিটিং জনপ্রিয় হবেই বা না কেন, কারণ ডিজিটাল যুগে সবাই চায় তার ছবি গুলো সোশ্যাল মিডিয়া বা কোন ব্যক্তিগত কারনেই হোক না কেন, যেনো সবার কাছে তার ছবি গুলো আকর্ষনীয় হয়।

এ জন্য এখন এমন কিছু কিছু ওয়েবসাইট এবং টুলস রয়েছে যা আপনার ছবিকে এডিটিং করার মাধ্যমে আকর্ষনীয় করে তুলে। চলুন আর দেরি না করে, নিম্নে সেইগুলো ওয়েবসাইট ও টুলস সম্পর্কে বিস্তারিত জেনে নেই-

Canva

বর্তমানে অনলাইন জগতে ছবি এডিটিং করার একটি জনপ্রিয় ওয়েবসাইট গুলোর মধ্যে হচ্ছে ক্যানভা। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই বিভিন্ন ধরনের ছবি এডিটিং করে আকর্ষনীয় করতে পারবেন। ছবি এডিটিং ছাড়াও আপনি বিভিন্ন ধরনের লোগো ডিজাইন করতে পারবেন খুব সহজেই।

এবং ক্যানভাতে আপনি আপনার ওয়েবসাইট বা ইউটিউবের জন্য থাম্বনেল তৈরী করতেও পারবেন। তাছাড়াও আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে ছবিতে টেক্স যোগ করতে পারবেন খুব সহজেই, আরো পারবেন, টেক্সের টাইল, ফন্ট, রঙ ইত্যাদি পরিবর্তন করতে পারবেন।
তাই আপনি যদি ক্যানভাতে কাজ করতে চান দীর্ঘ সময়, বা ১ বছরের জন্য তাহলে আপনি ১০০ টাকার মতো খরচ করে আপনার ইমেইলে ক্যানভা যুক্ত করে কাজ করতে পারেন। তাই আপনি যদি আকর্ষনীয় মানের ফটো এডিটিং করতে চান তাহলে https//www.canva.com এই ওয়েবসাইটে গিয়ে আপনার জিমেইল যুক্ত করে প্রয়োজনীয় করতে পারেন।

Adobe Express

Adobe Express এটিও একটি ভালো টুল যার মাধ্যমে আপনি খুব সহজেই আকর্ষনীয় ভাবে ছবি এডিটিং করতে পারবেন। কিন্তু Adobe Express এর নাম আগে Adobe Spark খুব জনপ্রিয় ছিল। এই টুলসেও বিভিন্ন ধরনের ফিল্টার ও ইফেক্ট রয়েছে, যার মাধ্যমে আপনি ছবি খুব সহজেই সুন্দর করতে পারবেন।

এবং এই টুলসে প্রিসেট ডিজাইন রয়েছে যা ব্যবহার করে আপনি খুব তাড়াতাড়ি ছবি এডিটিং এর কাজ সমপূর্ণ করতে পারবেন। তাছাড়াও আপনি এই টুলসের মাধ্যমে ছবিতে টেক্স ও গ্রাফিক্স ডিজাইন খুব সহজেই করতে পারবেন।

Fotor.com

Fotor.com ও জনপ্রিয় ওয়েবসাইটের মধ্যে একটি। এটিতেও আপনি খুব সহজেই ছবি এডিটিং করতে পারবেন। ছবিতে ভিবিন্ন ধরনের টেক্স যোগ করা, গ্রাফিক্স ডিজাইন করা ইত্যাদি করতে পারবেন। আপনি যদি ছবিতে বিভিন্ন ধরনের ইমেজ কালার, লাইট, ইফেক্ট এবং বিভিন্ন ধরনের টেমপ্লেট পেতে চান তাহলে এই ওয়েবসাইট টুস ও খুব ভালো।

এই গুলোর মাধ্যমে আপনি খুব সহজেই ছবিকে এডিটিং করে, সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ব্লগারে যুক্ত করতে পারবেন। কারন এইটাতেও খুব আকর্ষনীয় ছবি এডিটিং করা হয়, এ জন্য আপনি যদি অনলাইনে ছবি এডিট করতে চান তাহলে https//www.fotor.com এই ওয়েবসাইটে যে কাজ করতে পারেন।

Visme

Visme ও একটি ছবি এডিট করার জন্য জনপ্রিয় একটি টুলস। এবং এই টুলস এর মাধ্যমে ছবি এডিটিং করার পাশাপাশি আপনি এই ওয়েবসাইটে প্রেজেন্টেশন ও ইমফোগ্রাফি তৈরি করতে পারবেন। এবং তাছাড়াও বিভিন্ন ধরনের টেমপ্লেট ও কাস্টমাইজেশন পাবেন।

এ গুলো ব্যবহার করে আপনি ছবিকে এডিটিং করে খুব আকর্ষনীয় করতে পারবেন। Visme বিভিন্ন ধরনের গ্রাফিক্স ও চার্ট থাকে যা ব্যবহার করে আপনি আপনার মন মতো ডিজাইন করতে পারবেন।

VistaCreate

VistaCreate কিন্তু আগে Crello নামে পরিচিতি ছিল, এবং এটি একটি ভালো গ্রাফিক্স ডিজাইন প্ল্যাটফর্ম। VistaCreate এর মাধ্যমে আপনি সোশ্যাল মিডিয়ার পোস্ট, ব্যানার, পোস্টার তৈরী খুব সহজেই করতে পারবেন। কারন এতে বিভিন্ন ধরনের টেমপ্লেট ও ডিজাইন টুলস রয়েছে, যার মাধ্যমে আপনি ছবি এডিট করতে পারবেন।

তাছাড়াও ফিন্টার ও ইফেক্ট রয়েছে যা ব্যবহার করে আপনি ফটোকে খুব আকর্ষনীয় করতে পারবেন। এবং এই টুলসে বিভিন্ন ধরনের গ্রাফিক্স এবং স্টিকার পাওয়া যায়, যা ব্যবহার করে আপনি ছবিতে যোগ করতে পারবেন।

photopea

photopea তে কিন্তু ফ্রি ছবি এডিট করা যায়, এই টুলস ব্যবহার করতে পারবেন, যারা পেশাদার ফটো এডিটিং করে থাকেন তারাও, কারণ এটি একটি অ্যাডভান্সড টুলস। এবং আপনি PSD, XCF, sketch এ গুলো photopea তে খুলতে এবং এডিট করতে পারবেন খুব সহজেই।

এবং তাছাড়াও বিভিন্ন ফিল্টার ও ইফেক্ট রয়েছে, যা ব্যবহার করে আপনি ছবি এডিটিং করে মানুষের কাছে খুব আকর্ষনীয় করতে পারবেন।

Befunky.com

Befunky.com একটি ফটো এডিটিং করার জন্য খুব কার্যকারী টুলস। Befunky.com তে ফটো এডিটিং ছাড়াও কোলোজ তৈরী ও গ্রাফিক্স ডিজাইন করা যায়। এটিতে আপনি ছবির উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারবেন, তার পাশাপাশি রঙ, কন্ট্রাস্ট সেটিংস ঠিক করতে পারবেন।

এবং Befunky.com তে বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন টুলস রয়েছে, যা ব্যবহার করে আপনি ছবি আরো বেশি আকর্ষনীয় করে সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোন কাজে বুবহার করতে পারবেন।

Pixlr

Pixlr এটি ও একটি ছবি এডিটিং টুল, এটি Pixlr X এবং Pixlr E দুটি ধরন রয়েছে। তার মধ্যে Pixlr X হচ্ছে সহজ ও বেসিক একটি এডিটিং টুল। আর Pixlr E হচ্ছে অনেক বেশি অ্যাডভান্সড ফিচার ও টুলস প্রদান করে থাকে। কিন্তু Pixlr এ আপনি বেসিক টুল ও অ্যাডভান্সড টুল দুটিই পাবেন।

Pixlr এ আপনি লেয়ার ও মাস্ক ব্যবহারের মাধ্যমে আপনি ছবিকে আরো জটিল ও পেশাদার করে তুলতে পারবেন। এবং বিভিন্ন ফিল্টার ও ইফেক্ট রয়েছে তা ব্যবহার করেও আপনি ছবিকে আরো আকর্ষনীয় করতে পারবেন।

PicsArt

PicsArt এটি একটি অ্যাপ, কিন্তু আপনি এটি অ্যাপ এবং ওয়েব দুই প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন। এবং এটিতেও বিভিন্ন ফিল্টার ও ইফেক্ট রয়েছে, যা ব্যবহার করে ছবিকে খুব সুন্দর করা যায়। তাছাড়াও টেক্স যোগ করতে পারবেন, এবং স্টিকার ও যোগ করতে পারবেন।
PicsArt আপনি বিভিন্ন ছবির কোলোজ তৈরী করা ছাড়াও ড্রইং টুল ব্যবহার করে আপনি আপনার মন মতো করে ছবির ডিজাইন করতে পারবেন।

PicMonkey

PicMonkey এটিও খুব ভালো একটি ছবি এডিটিং টুল। PicMonkey তে বিভিন্ন ফন্ট ও টেক্স রয়েছে, যা ব্যবহার করে আপনি ছবিতে টেক্স যোগ করতে পারবেন। তাছাড়াও ফিল্টার ও ইফেক্ট রয়েছে, যা ব্যবহারের মাধ্যমে আপনি ছবি খুব আকর্ষনীয় করতে পারবেন। এবং গ্রাফিক্স ডিজাইন ও করতে পারবেন।

ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড apps

ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড apps সম্পর্কে আপনাদেরকে এই অংশে জানানোর চেষ্টা করবো। এবং ইতিমধ্যে আপনারা উপরে জেনেছেন ছবি এডিট করার ওয়েবসাইট সম্পর্কে। এখন এই অংশে আপনাদেরকে জানাবো কয়েকটি অ্যাপ সম্পর্কে।

এখনকার ডিজিটাল যুগে সবাই চাই তার ছবি সবার কাছে আকর্ষনীয় হক। শুধু তাই নয় বিভিন্ন প্ল্যাটফর্মে ও ছবি এডিটিং করে, ব্যাকগ্রাউন্ড করে, উপস্থাপন করা হয়। আর এ জন্য বিভিন্ন ধরনের ছবি এডিটিং অ্যাপ প্রয়োজন হয়ে থাকে। নিম্নে সেরকম কয়েকটি অ্যাপ সম্পর্কে বলা হল-

Photo Editor

Photo Editor এটি খুব ভালো একটি ফটো এডিটিং অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনি খুব সহজে সবই এডিটিং করে আকর্ষণীয় করতে পারবেন। এই অ্যাপে ছবি এডিট করে, তার ব্যাকগ্রাউন্ড এর কাজ করে, সেখান থেকে আপনি সোশ্যাল মিডিয়া, ইউটিউব বা অন্য কোন প্ল্যাটফর্মে আপনি ছবি আপলোড করতে পারবেন।

এবং এই অ্যাপটিতে ৫০০ ও বেশি এডিটিং টুলস হয়েছে, যা ব্যবহার করে ছবিটা খুব আকর্ষণীয় করতে পারবেন।

Beautyplus

Beautyplus এটি একটি ছবি এডিটিং করার জনপ্রিয় অ্যাপ। এটির মাধ্যমে আপনার ছবির এডিটিং করা ছাড়াও, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সহজ বিভিন্ন কাজ করতে পারবেন। এই অ্যাপ দিয়ে আপনি সেলফি তুলতেও পারবেন, তার পাশাপাশি ছবিগুলোকে এডিটিং করতে পারবেন এই অ্যাপেই।

এই অ্যাপের মাধ্যমে আপনার ছবিতে খুব সহজে এডিট করে, সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন। আপনার ছবির কোন দাগ থাকলে, এই অ্যাপের মাধ্যমে এডিট করে তা দূর করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে আপনার চুল, ফেস, চোখ সবকিছু খুব সুন্দর করে এডিট করতে পারবেন।

Photo collage make & editor

Photo collage make & editor এটাও একটি ছবি এডিটিং ও ব্যাকগ্রাউন্ড সেট করার খুব জনপ্রিয় একটি অ্যাপ। আপনারা হয়তো কেউ জানেন, আবার হয়তো কেউ জানেন না, এই অ্যাপটি পৃথিবীতে ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১.৫ মিলিয়নেরও বেশি।

তাছাড়া ও অ্যাপটি ডাউনলোড করেছে প্রায় ১০০ মিলিয়নের ও বেশি, এটার মাধ্যমে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আসলে এই অ্যাপটি মানুষের কাছে কতটা জনপ্রিয়। এই অ্যাপের মাধ্যমে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড এর কাজ খুব সহজে করতে পারবেন। তাছাড়াও আপনার ছবি সৌন্দর্য বৃদ্ধি করতে এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

Photo Editor Lumii

Photo Editor Lumii এই অ্যাপের মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারবেন। এই অ্যাপটিতে খুব সহজেই ছবি এডিটিং ও ব্যাকগ্রাউন্ড এর কাজ করা যায় বলে অনেকের কাছে খুব জনপ্রিয়। এবং এই অ্যাপটি ব্যবহারকারীর সংখ্যা প্রায় আট হাজার মিলন।

এবং এই অ্যাপটিতে ১০০ টিরও বেশি প্রিসেন্ট ফটো ফিল্টার ও ফটো ইফেক্ট থাকে। যা ব্যবহার করে আপনি ছবির সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন। এবং আপনি পেশাদার ফটো এডিটর না হলেও, আপনি এই অ্যাপে খুব সহজে ছবি সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন।

ছবি এডিট করার জন্য সবচেয়ে ভালো অ্যাপ কোনটি

ছবি এডিট করার জন্য সবচেয়ে ভালো অ্যাপ কোনটি? এই প্রশ্ন অনেকেই করে থাকে। এবং উপরে আপনারা জেনেছেন ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড apps সম্পর্কে। এখন এই অংশে আপনারা জানতে পারবেন, ছবি এডিট করার ভালো অ্যাপ সম্পর্কে।


আপনার ছবি এডিট করার জন্য Adobe Photoshop Lightroom এটি একটি জনপ্রিয় অ্যাপ, এটি ব্যবহার করতে পারেন। তাছাড়াও এই অ্যাপ এর মাধ্যমে ভিডিও এডিট করতে পারবেন। এবং এতোটায় জনপ্রিয় যে গুগল প্লে স্টোর থেকে প্রায় ১০০ মিলিয়নের ও বেশি ডাউনলোড করা হয়েছে।
কারণ এই অ্যাপএ খুব সহজেই কম সময়ে ফটো এডিট করার জন্য প্রিসেট ফিল্টার রয়েছে। এবং তাই এই অ্যাপ সবার কাছে এতো জনপ্রিয়, এই অ্যাপ এর মাধ্যমে খুব সুন্দর করে ফটো এডিট করে, তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন।

ছবি এডিট করার সফটওয়্যার কি

ছবি এডিট করার সফটওয়্যার কি? অনেকেই সেই প্রশ্ন করে থাকে, কারণ ডিজিটাল যুগে সবাই চাই তার ছবিকে আকর্ষনীয় করতে। আর তার জন্য বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপ রয়েছে, যার মাধ্যমে আপনি খুব সহজেই ছবি এডিট করতে পারবেন। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য অ্যাপ হচ্ছে-
  • PicsArt
  • Snapsheed
  • Adobe Lightroom
  • AfterFocus
  • Canva
উপরের এই গুলো অ্যাপ এর মাধ্যমে আপনি খুব সহজেই ছবি এডিট করে, এবং ছবির টেক্স যুক্ত করতে পারবেন, আপনার মতো করে ডিজাইন করতে পারবেন। কারণ এই অ্যাপ এ বিভিন্ন ধরনের ফিল্টার ও ইফেক্ট থাকে, যার মাধ্যমে আপনি এই সব এডিটিং করতে পারবেন।

মোবাইলের ছবি কিভাবে পরিষ্কার করব

মোবাইলের ছবি কিভাবে পরিষ্কার করব? এই কথা অনেকেই বলে থাকে। মোবাইলের ছবি পরিষ্কার করতে কয়েকটি ধাপ আপনাকে অবলম্বন করতে হবে।
  • প্রথমে আপনাকে একটি ফটো অ্যাপ খুলতে হবে।
  • তারপর আপনার অ্যালবামগুলির মাধ্যমে ব্রাউজ করবেন, তারপর আপনি আপনার প্রয়োজন হবেনা, এরকম ছবি নির্বাচন করবেন।
  • তারপর ফটোতে আলতো চাপ দিবেন, এবং এটি মুছার জন্য ট্র্যাশ আইকনে হালকা করে চাপ দিবেন।
  • এবং শেষে আপনি ছবি গুলোকে স্থায়ীভাবে মুছে ফেলতে ট্র্যাশ বা বিন ফোল্ডারে যাবেন, তারপর দেখবেন আপনার মোবাইলের ছবি পরিষ্কার হয়েছে।

কিভাবে অনলাইনে ছবি পরিষ্কার করা যায়

কিভাবে অনলাইনে ছবি পরিষ্কার করা যায়? সে সম্পর্কে এই অংশে কিছু কথা বলার চেষ্টা করবো। আশা করি আপনার কিছুটা হলেও উপকার হবে, আপনি যদি অনলাইনে দ্রুত ও খুব সহজেই ছবি পরিষ্কার করতে চান, তাহলে আপনি Fotor's AI অনলাইনে ছবি শার্পনার ব্যবহার করতে পারেন। এই টার মাধ্যমে আপনি খুব সহজেই ছবি পরিষ্কার করতে পারবেন।


ছবির ঝাপসা দূর করার উপায়

ছবির ঝাপসা দূর করার উপায় হচ্ছে, আপনি আপনার মোবাইলে বা ডেস্কটপে বিনামূলে Adobe Express অ্যাপটি খুলুন। তারপর আপনার কোন ছবি আপলোড করে, তারপর কয়েক সেকেন্ডের মধ্যে শার্প করতে শুরু করবেন। দেখবেন আপনি এইটার মাধ্যমে খুব সহজেই আপনার ছবির ঝাপসা দূর হবে।

শেষ কথাঃ ছবি এডিট করার ওয়েবসাইট - ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড apps

ছবি এডিট করার ওয়েবসাইট এবং ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড apps সম্পর্কে এই আর্টিকেলে আপনারা বিস্তারিত ভাবে জেনেছেন। তাছাড়াও এই আর্টিকেলে আপনাদেরকে ছবি এডিট করা বিভিন্ন মাধ্যমের কথা উপস্থাপন করা হয়েছিল সেইটা জেনেছেন।

তাই আপনার যদি ছবি এডিটিং এর প্রয়োজন হয়, তাহলে আপনি এই গুলো অ্যাপ মাধ্যমে ছবি এডিট করতে পারেন। এবং আপনাদেরকে যদি এই আর্টিকেলটি ভালো লাগে, তাহলে এরকম আরো ভালো তথ্য পেতে আমার ওয়েবসাইট ভিজিট করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ট্রিক্সপ্রমোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url