বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন
হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম এবং তার সাথে বাটন মোবাইলে বিকাশ একাউন্ট
খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত ভাবে এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে। তাই আপনি
বাটন ফোনে কিভাবে বিকাশে টাকা দেখবেন সে সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে
এই আর্টিকেলটি আপনার জন্য।
এবং তাছাড়াও এই আর্টিকেলে বিকাশ একাউন্ট কিভাবে খুলবেন, বিকাশ চার্জ কত কাটে এবং
বিকাশের সর্বোচ্চ কত টাকা তুলতে পারবেন। এরকম বিকাশ সম্পর্কে যাবতীয়
বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তাই এর সম্পর্কে জানতে এই আর্টিকেলটি শেষ
পর্যন্ত পড়ুন।
পেজ সূচিঃ বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম
- বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম
- বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
- বিকাশে টাকা পাঠানোর নিয়ম বাটন ফোনে
- বাটন মোবাইলে বিকাশে টাকা দেখার নিয়ম
- বিকাশে হাজারে কত টাকা চার্জ কাটে
- বিকাশে সর্বোচ্চ কত টাকা সেন্ড মানি করা যায়
- বিকাশ কোড নাম্বার
- বিকাশ একাউন্ট নাম্বার দেখার নিয়ম
- শেষ কথাঃ বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম
বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম
বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম কি? এই প্রশ্ন অনেকেই করে থাকে, বা খুজে থাকে।
অনেক মানুষ যারা বাটন ফোন ব্যবহার করে থাকে, কিন্তু কিভাবে বিকাশে টাকা দেখতে হয়
জানেনা। কারণ বর্তমানে সবাই সব কিছু প্রযুক্তি সম্পর্কে বুঝলেও কিছু কিছু বাটন
ফোন ব্যবহারকারী আছে, যারা ফোন সম্পর্কে তেমন ধারনা থাকেনা।
শুধু নামে ফোন ব্যবহার করে থাকে, তাছাড়াও অনেক মানুষ আছে যারা বিকাশে কিভাবে টাকা
দেখতে হয় জানেনা। তাই এইসব মানুষদের জন্য এই আর্টিকেলটি খুব গুরুত্বপূর্ণ।
আপনাদেরকে বিকাশে টাকা দেখার সম্পর্কে নিম্নে কিছু নিয়ম বলবো, এই নিয়ম অনুযায়ী
আপনার স্মার্টফোন ও বাটন ফোন দুইটাতেই দেখতে পারবেন।
আরো পড়ুনঃ ফেসবুক আইডি ডিএক্টিভ করার নিয়ম
ধাপ-১ঃ বিকাশে টাকা দেখার জন্য আপনার ফোনে ডায়ালে যেয়ে প্রথমে USSD কোড,
মানে *247# তুলবেন।
ধাপ-২ঃ তারপর আপনি যেই সিম এ বিকাশ একাউন্ড খুলে রাখছেন, বা যেই সিম এ
আপনার বিকাশে টাকা আছে, সেই সিমটি সিলেক্ট করে ডায়াল করবেন।
ধাপ-৩ঃ ইউএসডি কোড ডায়ালের পর, দেখেবেন আপনার সামনে একটি বিকাশের সার্ভিস
লিস্ট আসবে। সেখান থেকে My bkash লিখা দেখবেন ৯ নাম্বারে, এবং ৯ লিখে ক্লিক
করবেন।
ধাপ-৪ঃ তারপর আপনার সামনে আরো একটি লিস্ট আসবে, সেখানে ১ নাম্বারে দেখতে
পাবেন Check Balance লিখা, তারপর উওর ঘরে ১ লিখে ক্লিক করবেন।
ধাপ-৫ঃ তারপর আপনার কাছে পিন ভেরিফিকেশন আপশন আসবে Enter PIN, সেখানে
আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে ক্লিক করবেন।
ধাপ-৬ঃ তারপর দেখতে পারবেন আপনার বিকাশে কতো টাকা আছে, এই ভাবে আপনি বাটন
ফোনে বিকাশের টাকা দেখতে পারবেন।
এবং তাই আপনি যদি বিকাশের টাকা দেখতে ভুলে জান, বা জানেনা তাহলে আপনি উপরের নিয়ম
বা তথ্য অনুযায়ী বিকাশে ব্যালেন্স দেখতে পারবেন।
বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম কি? সে সম্পর্কে অনেকেই জানতে চান।
কিন্তু আপনারা হয়তো কেউ জানেন, আবার হয়তো কেউ জানেনা, আসলে বাটন ফোনে বিকাশ
একাউন্ড খোলা যায় না। সত্যি বলতে আপনি বাটন ফোনে বিকাশ একাউন্ড খুলতে পারবেন না।
কারণ বিকাশ একাউন্ড খুলতে গেলে আপনার ফেস ভেরিফিকেশন চাইবে, তখন স্মার্ট ফোন ছাড়া
হবেনা। তাই আপনি কখনও বাটন ফোন দিয়ে বিকাশ একাউন্ড খুলতে পারবেন না। তবে যদি
আপনার খুব প্রয়োজন হয় বিকাশ একাউন্ড খোলার, তাহলে আপনার আশে পাশে যাদের স্মার্ট
ফোন আছে তাদের কাছে যাবেন।
এবং বিকাশ একাউন্ড খোলার জন্য আপনার প্রয়োজন হবে NID কার্ড। আপনার জাতীয় পরিচয়
পত্র নিয়ে স্মার্ট ফোন বা কম্পিউটারের দোকান যাবেন, তাহলে তারা খুলে দিবে।
বিকাশে টাকা পাঠানোর নিয়ম বাটন ফোনে
বিকাশে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে এই অংশে আপনারা জানতে পারবেন। অনেক সময়
জরুরী ভিত্তিতে কোথাও টাকা পাঠানোর প্রয়োজন পড়ে যায়, সে ক্ষেত্রে আশে পাশে
কোনো বিকাশের দোকান নাই, আপনি দিতে পারছেন না।
সে ক্ষেত্রে আপনার বিকাশে টাকা আছে, সেন্ড মানি করবেন। কিন্তু কিভাবে আপনি করবেন
জানেন না। তাই আপনি যদি বিকাশে কিভাবে টাকা পাঠাতে হয় সেটা যদি না জেনে থাকেন,
তাহলে সমস্যায় পড়তে পারেন।
- চলুন কিভাবে বিকাশে টাকা পাঠাবেন সে সম্পর্কে জেনে নেওয়া যাক- প্রথমে আপনি *247# তুলে ওকে বাটলে চাপ দিবেন।
- তারপর দেখবেন আপনার সামনে বিকাশের অনেক অপশন চলে আসবে, তখন সেখান থেকে আপনি ১ নং send Money অপশনে যাবেন।
- তারপর আপনি যেই নাম্বারে টাকা পাঠাবেন বা সেন্ড মানি করবেন, সেই নাম্বার তুলে ওকে বাটনে ক্লিক করবেন।
- এবং তারপর দেখবেন আপনার সামনে amount অপশন আসবে, তখন আপনি যত টাকা পাঠাবেন ততো টাকা তুলে ওকে বাটনে ক্লিক করবেন।
- তারপর আপনার কাছে আপনার একটি অপশন আসবে, সেখানে আপনার নাম বা যেকোনো এক বা দুই ডিজিটের নাম্বার তুলে ওকে করে দিবেন।
- তারপর সামনে একটি চার্ট আসবে সেখানে আপনি কার নাম্বারে টাকা পাঠাচ্ছেন, কত টাকা দিচ্ছেন এইটা দেখাবে। এবং নিচে আপনার বিকাশ PIN চাইবে, সেখানে পিন নাম্বার দিয়ে ওকে করলে টাকা সেন্ড মানি হয়ে যাবে।
বাটন মোবাইলে বিকাশে টাকা দেখার নিয়ম
বাটন মোবাইলে বিকাশে টাকা দেখার নিয়ম সম্পর্কে অনেকেই জানতে চাই। কারণ অনেক
মানুষ রয়েছে, যারা তাদের বিকাশে কত টাকা আছে তা জানেন। সেক্ষেতে বাটন ফোনে
বিকাশের টাকা কিভাবে দেখতে হয় জানেনা।
আরো পড়ুনঃ এন্ড্রয়েড টিভি কার্ডের দাম
এরকম যাদের সমস্যা রয়েছে, তাদের জন্য খুব সহজ ভাবে কিভাবে বাটন ফোনে বিকাশের টাকা
দেখবেন তা এই অংশে উপস্থাপন করা হয়েছে। চলুন নিম্নে তা জেনে নেওয়া যাক-
- প্রথমে আপনি বিকাশে USSD *247# তুলে সেন্ড করবেন।
- তারপর আপনার সামনে বিকাশে একটি চার্ট আসবে সেখানে দেখবেন 9 নাম্বার অপশনে my bkash লিখা আছে। এবং আপনি 9 নাম্বার তুলে সেন্ড করবেন।
- তারপর আপনার সামনে আবার একটি বিকাশে চার্ট চলে আসবে, সেখানে দেখবেন 1 নাম্বার অপশনে Check Balance লিখা আছে।
- এবং 1 তুলে সেন্ড করবেন, এবং আপনার পিন নাম্বার চাইবে সেখানে পিন নাম্বার দিলে আপনার বিকাশে কতো টাকা আছে তা জানতে পারবেন।
বিকাশে হাজারে কত টাকা চার্জ কাটে
বিকাশে হাজারে কত টাকা চার্জ কাটে? এরকম প্রশ্ন অনেকেই করে থাকে। কারণ তাদের আসলে
ধারণা নাই যে, বিকাশে টাকা পাঠালে হাজারে কত টাকা কেটে নিতে পারে। এবং তাই আপনারা
যারা বিকাশে হাজারে কত চার্জ নিতে পারে জানতে চাইছেন, তাদের জন্য এই অংশে বিকাশের
চার্জ সম্পর্কে বলা হয়েছে।
আপনি যদি বিকাশ থেকে টাকা তুলতে চান এবং ক্যাশ আউট করতে চান, তাহলে আপনার ১৮.৫০
টাকা প্রতি হাজারে চার্জ কেটে নিবে। এবং আপনি যদি বিকাশ অ্যাপ এর মাধ্যমে তুলতে
চান তাহলে ১৭.৫০ টাকা চার্জ কেটে নিবে। তারপর আপনি যদি প্রিয় এজেন্টের মাধ্যমে
টাকা তুলেন তাহলে ১৪.৫০ টাকা চার্জ কেটে নিবে।
বিকাশে সর্বোচ্চ কত টাকা সেন্ড মানি করা যায়
বিকাশে সর্বোচ্চ কত টাকা সেন্ড মানি করা যায়? সে সম্পর্কে অনেকেই জানতে চাই।
কারণ অনেক মানুষ চাই বিকাশে একবারে বেশি টাকা সেন্ড মানি করবে, কিন্তু এইটা
জেনেনা যে বিকাশে টাকা সেন্ড মানি করতে একটি লিমিট রয়েছে। যার বেশি সেন্ড মানি
করলে হবেনা, চলুন নিম্নে জেনে নেওয়া যাক সেন্ড মানির এবং ক্যাশ আউট এর লিমিট
সম্পর্কে-
- বর্তমানে আপনি একদিনে সর্বোচ্চ সেন্ড মানি ২৫,০০০ টাকা পর্যন্ত করতে পারবেন এর বেশি না।
- এবং একদিনে আপনি ক্যাশ আউট করতে পারবেন ২৫,০০০ টাকা।
- একদিনে আপনি ক্যাশ ইন করতে পারবেন ৩০,০০০ টাকা।
- এবং আপনি মাসে সেন্ড মানি করতে পারবেন ২০০,০০০ টাকা, ক্যাশ ইন করতে পারবেন ২০০,০০০ টাকা এবং ক্যাশ আউট করতে পারবেন ১৫০,০০০ টাকা পর্যন্ত।
বিকাশ কোড নাম্বার
বিকাশ কোড নাম্বার সম্পর্কে অনেকে জানতে চাই, এ জন্য যত বিকাশ ব্যবহারকারী আছে
তাদের জন্য একটি নির্দিষ্ট USSD *247# কোড নাম্বার প্রদান করেছে। যার মাধ্যমে
বিকাশের যত পরিসেবা রয়েছে তার যাবতীয় এই কোড নাম্বার দিয়ে গ্রহন করে থাকে।
বিকাশ একাউন্ট নাম্বার দেখার নিয়ম
বিকাশ একাউন্ট নাম্বার দেখার নিয়ম কি? তা অনেকে জানতে চাই। বিকাশ একাউন্ট নাম্বার
দেখার তেমন ওরকম কোন নিয়ম নেই। তবে আপনি মনে রাখবেন যখন বিকাশ একাউন্ট খুলবেন সেই
নাম্বার। আপনার বিকাশ একাউন্ট নাম্বারই হবে সেইটা।
এবং তাছাড়াও আপনি বিকাশ অ্যাপ খুলে থাকেন, সেখানে আপনার বিকাশ একাউন্ট নাম্বার
দেখতে পারবেন।
শেষ কথাঃ বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম
বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম সম্পর্কে এই আর্টিকেলে বিস্তারিত ভাবে
ইতিমধ্যে জেনে গিয়েছেন। তারাও জেনেছেন বিকাশ অ্যাকাউন্ট কিভাবে চলতে হয় নাম্বার
কিভাবে দেখতে হয়, চার্জ কত কাটে এবং সর্বোচ্চ কত টাকা সেন্ড মানি করতে পারবেন।
তাই আপনি যদি বাটন ফোনে বিকাশে টাকা দেখতে চান, তাহলে উপরের নিয়ম অনুযায়ী দেখতে
পারেন। এবং এই আর্টিকেল যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম আরো বেশি বেশি তথ্য
পেতে আমার এই ওয়েবসাইট ভিজিট করুন। এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করা
হয়ে থাকে।
ট্রিক্সপ্রমোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url