নতুন মিটারের আবেদন অনুসন্ধান ২০২৫ সম্পর্কে বিস্তারিত জানুন
বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন ২০২৫নতুন মিটারের আবেদন অনুসন্ধান কিভাবে করবেন, এবং তার সাথে নতুন মিটারের জন্য
আবেদন পত্র কিভাবে লিখতে হয়, তার যাবতীয় সম্পর্কে এই আর্টিকেলে বিস্তারিত ভাবে
আলোচনা করা হয়েছে। তাই আপনি যদি এই গুলো সম্পর্কে জানতে চান তাহলে এই আর্টিকেলটি
আপনার জন্য।
তাছাড়াও এই আর্টিকেলে নতুন মিটারের সম্পর্কে যাবতীয় বিষয় খুব সহজ করে আলোচনা করা
হয়েছে। নতুন মিটারের জন্য কি কি তথ্য লাগবে, কি কি প্রয়োজনীয় কাগজপত্র দরকার হয়
তার যাবতীয় সম্পর্কে জানতে শেষ পর্যন্ত পড়ুন।
পেজ সূচিঃ নতুন মিটারের আবেদন অনুসন্ধান
- নতুন মিটারের আবেদন অনুসন্ধান
- নতুন মিটার আবেদন অনুসন্ধানের প্রয়োজনীয় বিষয়বস্তু
- নতুন মিটারের জন্য আবেদন পত্র
- মিটার পেতে দেরি হওয়ার কারণ
- মিটার পেতে দেরি হলে করণীয় কি
- পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য আবেদন খরচ কত
- নতুন মিটারের জন্য আবেদন করতে কি কি লাগে
- মিটার নিতে কত টাকা লাগে
- শেষ কথাঃ নতুন মিটারের আবেদন অনুসন্ধান
নতুন মিটারের আবেদন অনুসন্ধান
নতুন মিটারের আবেদন অনুসন্ধান কিভাবে করতে হয়, তা অনেকেই জানেনা। সেজন্য তারা
অনেক জায়গায় খোঁজাখুঁজি করে থাকে। তাই আপনারা যারা নতুন মিটার আবেদন করছেন সেটা
কিভাবে অনুসন্ধান করতে হবে সে সম্পর্কে এই অংশের বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নতুন মিটারের জন্য আপনি চাইলে অনলাইনে আবেদন করতে পারবেন, এবং অফলাইনও আবেদন করতে
পারবেন। কিন্তু আপনি যখন লাইনে আবেদন করতে যাবেন, তখন কিছু নিয়ম ও শর্ত অনুযায়ী
আবেদন করতে হয়, এবং তখন আপনাকে আইডি অথবা ট্রাকিং নাম্বার এবং পিন নাম্বার প্রদান
করা হবে।
এবং সেই ট্রাকিং নাম্বার বা পিন নাম্বার দিয়ে আপনি নতুন মিটারের জন্য যে আবেদন
করেছেন, তা অনুসন্ধান করতে পারবেন। তাই আর দেরি না করে, চলুন নিম্ন জেনে নেওয়া
যাক, কিভাবে আপনি খুব সহজেই নতুন মিটারের জন্য যে আবেদন করেছিলেন তা অনুসন্ধান
করা যায়।
প্রথমে আপনাকে নতুন মিটারের অবস্থা জানার জন্য www.rebpbs.com এই ঠিকানায় ভিজিট
করতে হবে। তারপর পল্লী বিদ্যুতের তাদের নিজস্ব ওয়েবসাইট চলে আসবে, তারপর মেনুবার
অপশন থেকে যখন আপনি আবেদন অপশনে কম্পিউটারের মাউস রাখবেন, তখন সাতটি অপশন চলে
আসবে।
এবং ওই সাতটি অপশনের মধ্য থেকে ষষ্ঠ নম্বর অপশনে, দেখবেন লেখা আছে "আবেদনের
সর্বশেষ অবস্থা জানুন" এটিতে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে আবেদনের
অনুসন্ধান পেজটি চলে আসছে।
তারপরে যে কাজটি করবেন তা হচ্ছে, আপনি আবেদন করার সময় যে ট্রাকিং নাম্বার এবং
পিন নাম্বার দিয়েছিলেন তা দিতে হবে। প্রথমে আপনাকে ট্র্যাকিং নাম্বার দিতে হবে,
তারপরের ঘরে পিন নাম্বার দিতে হবে। এবং এগুলো দেওয়া হয়ে গেলে নিচের সাবমিট
অপশনে ক্লিক করবেন।
তারপর দেখবেন আপনার সামনে একটি পেজ চলে আসবে, এবং সেখানে আপনার অনুসন্ধানের
অগ্রগতি জানানোর জন্য দশটি পর্যায় দেখাবে। এবং ওই ধাপ গুলোর মধ্যে যেগুলোতে সব
চিহ্ন রয়েছে সেগুলো সম্পূর্ণ হয়েছে, আর যেগুলো লাল চিহ্ন থাকবে সেগুলো কার
সম্পন্ন হয়নি।
এভাবে আপনি আপনার নতুন মিটারের জন্য যে অনুসন্ধান করতে চাচ্ছেন, তা খুব সহজে করতে
পারবেন।
নতুন মিটার আবেদন অনুসন্ধানের প্রয়োজনীয় বিষয়বস্তু
নতুন মিটার আবেদন অনুসন্ধানের প্রয়োজনীয় বিষয়বস্তু হচ্ছে, আপনার ট্রাকিং
নাম্বার এবং পিন নাম্বার। কিন্তু আপনার এখন হয়তো মনে হচ্ছে, ট্রাকিং নাম্বার এবং
পিন নাম্বার এইটা আবার কি বা এটা কোথায় পাবো।
ট্র্যাকিং নাম্বার এবং পিন নাম্বার হচ্ছে, আপনি মনে করে দেখেন যখন আপনি নতুন
মিটারের জন্য অনলাইনে আবেদন করেছিলেন। তখন আপনাকে আবেদন করার সময় ট্র্যাকিং
নাম্বার এবং পিন নাম্বার প্রদান করা হয়েছিল, এবং সেই ট্রাকিং নাম্বার এবং পিন
নাম্বার দিয়ে আপনি অনুসন্ধান করতে পারবেন।
সেটাই হচ্ছে আপনার নতুন মিটার অনুসন্ধানের প্রয়োজনীয় বিষয়বস্তু। তাই আপনি যখন
নতুন মিটার আবেদন করতে যাবেন, তখন এইসব বিষয়বস্তুগুলি ভালো করে জেনে রাখবেন।
তাহলে যখন নতুন মিটারের জন্য অনুসন্ধান করা প্রয়োজন হবে, তখন আর এ ধরনের কোন
সমস্যা হবে না।
নতুন মিটারের জন্য আবেদন পত্র
নতুন মিটারের জন্য আবেদন পত্র, আপনি নিজে লিখে তা প্রদান করতে পারবেন। যখন আপনি
অন্য সাহায্য নিয়ে নতুন মিটারের আবেদন করবেন তখন আপনি ঠকবেন। কারণ আপনার কাছ
থেকে অনেক কিছু বলে তারা অনেক টাকা বেশি নিবে।
তাই আপনি নিজেই নতুন মিটারের জন্য খুব সহজেই আবেদন পত্র লিখতে পারবেন এবং তা
কিভাবে লিখবেন নিম্নে খুব সহজে উল্লেখ করা হলো-
বরাবরঃ
বাণিজ্যিক ব্যবস্থাপক,
বিদ্যুৎ বিতরণ কোম্পানির নামঃ
বিদ্যুৎ অফিসের শাখা ও ঠিকানাঃ
আবেদন লেখার তারিখঃ
বিষয়ঃ নতুন বিদ্যুৎ সংযোগ এবং মিটার স্থাপনের জন্য আবেদন পত্র
মহাশয়,
বিনীত নিবেদন এই যে, আমি ( আপনার নাম), এবং আমার ( পিতা বা স্বামীর নাম), ঠিকানা
( পুরো ঠিকানা দিবেন)। আমি আমার নতুন বাড়ির জন্য অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠানের
জন্য, নতুন বিদ্যুৎ সংযোগের প্রয়োজন অনুভব করছি। মহাশয় আমার পরিবার এখনো আমরা
বিদ্যুৎ সেবা পায়নি, এজন্য আমার পরিবার অনেক সমস্যাই পড়ছেন। মহাশয়, তাই এজন্য
আপনার কাছে বিনীত ভাবে অনুরোধ করতেছি যে, আমাদের পরিবারকে বিদ্যুতের নতুন সংযোগ
দিয়ে সাহায্য করার অনুরোধ রইলো।
অতএব
অতএব, মহাশয়ের নিকট আমার আবেদন এই যে, আমার বাড়িতে অথবা ব্যবসায়ী প্রতিষ্ঠানে
দ্রুত নতুন মিটার স্থাপনের জন্য, আপনার কাছে অনুরোধ রইলো। আশা করি আপনি দ্রুত
নতুন মিটার সংযোগ স্থাপনের জন্য ব্যবস্থা করিবেন।
নিবেদক,
(আপনার নাম)
ঠিকানাঃ (আপনার ঠিকানা)
মোবাইলঃ (আপনার মোবাইল নাম্বার)
ইমেইলঃ (আপনার যদি ইমেইল থাকা সেইটা)
এবং আপনি এভাবে উপরের নিয়ম অনুযায়ী, নতুন মিটার আবেদন করতে পারবেন। তাই আপনার
যদি নতুন মিটারে প্রয়োজন হয়, তাহলে আপনি অন্য কারো সাহায্য না নিয়ে। নিজে নিজে
আপনার নতুন মিটারের জন্য, উপরের নিয়ম অনুযায়ী আবেদন করবেন।
মিটার পেতে দেরি হওয়ার কারণ
মিটার পেতে দেরি হওয়ার কারণ বিভিন্ন রকমের হয়ে থাকতে পারে। অনেক সময় দেখা যায়
যে, আপনি আবেদন করেছেন, কিন্তু সে আবেদনের কোন সাড়া নেই অনেকদিন হয়ে যাচ্ছে,
আপনি নতুন মিটার পাচ্ছেন না। এরকম সমস্যা বিভিন্ন কারণে হতে পারে, চলুন নিম্নে
কিছু সমস্যার সম্পর্কে জেনে নেওয়া যাক যেগুলো কারণে আপনার মিটার পেতে দেরি হয়ে
থাকে-
- আপনি যখন নতুন মিটারের জন্য আবেদন করেছিলেন, তখন সেই আবেদন সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে কিনা সেইটা চেক করে দেখে নিবেন।
- এবং আবেদন ফি ১১৫ টাকা জমা দিয়েছেন কিনা, সেটা দেখে নেবেন। তাছাড়া আপনি যে আবেদন করেছেন, তা কিন্তু গ্রহণযোগ্য হবে না। এবং তার জন্য আপনি মিটার পাবেন না।
- এবং অনেক সময় দেখা যায়, মিটার অফিসে অনেক ভিড় লেগেই থাকে। এতে করে আপনার মিটার পেতে দেরি হতে পারে।
- এবং আবার কখনো কখনো দেখা যায় যে, অফিসে মিটারের সরবরাহ সীমিত থাকে। সে ক্ষেত্রে হয়তো আপনার মিটার পেতে দেরি হতে পারে।
- মিটার সংযোগ দেয়ার জন্য যে প্রশিক্ষিত লোক প্রয়োজন পড়ে, তা যদি কম হয় সে ক্ষেত্রে আপনার মিটার পেতে দেরি হতে পারে। কারণ প্রশিক্ষিত লোক ছাড়া মিটার সংযোগ দেওয়া যাবে না।
- এবং সরকারি নীতিমালা অনুযায়ী মিটার সংযোগ দেওয়ার নীতিমালা পরিবর্তন হতে পারে, যদি নীতিমালা পরিবর্তন হয়ে থাকে, সে ক্ষেত্রে আপনার মিটার পেতে দেরি হতে পারে।
- তাছাড়া ও প্রাকৃতিক দুর্যোগের জন্য আপনার মিটার পেতে দেরি হতে পারে। কারণ প্রাকৃতিক দুর্যোগের জন্য বিভিন্ন জায়গায় লাইনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে।
মিটার পেতে দেরি হলে করণীয় কি
মিটার পেতে দেরি হলে করণীয় কি? বা কিভাবে এর সমধান করা যায় সে সম্পর্কে এই অংশে
আপনারা জানতে পারবেন। আপনার যদি মিটার পেতে দেরি হয়, সেক্ষেত্রে আপনি বিভিন্ন
উপায়ে আপনার সমস্যা সমধান করতে পারেন। যেসব করণীয় আপনার জন্য তা নিম্নে দেওয়া হল-
- আপনি যখন আবেদন করেছেন, তখন কার তারিখ, আবেদন নাম্বার, এবং সাথে করে প্রয়োজনীয় কাগজপত্র নিবেন।
- অফিসের ঠিকানা এবং ফোন নাম্বার নিয়ে রাখবেন, যেনো কোন সমস্যা হলে প্রয়োজন ফোন করে তাড়াতাড়ি আপডেট নিতে পারেন।
- এবং আপনি তাদের ওয়েবসাইটে যেয়ে চেক করে দেখতে পারেন, আপনি যদি অনলাইনে আবেদন করে থাকেন, তাহলে ট্রাকিং নাম্বার এবং পিন নাম্বার দিয়ে তাদের ওয়েবসাইট থেকে চেক করতে পারেন।
- এবং স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করবেন। এবং তাতে যদি কাজ না হয়, তাহলে পল্লী বিদ্যুৎ সমিতি উচ্চপর্যায়ের সাথে যোগাযোগ করবেন।
- তাদের কাছে ফোন বা ইমেইল এর মাধ্যমে আপনি অভিযোগ করতে পারেন। এবং তাছাড়াও আপনি হটলাইন নাম্বারে ফোন করে আপনার মিটারের বিষয়টি জানাতে পারেন।
- এই ভাবে আপনি মিটার পেতে দেরি হলে, বিভিন্ন মাধ্যমে বা উপায়ে নিম্ন পর্যায় থেকে শুরু করে উচ্চপর্যায়ে যোগাযোগ করে তা সমাধান করতে পারেন।
পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য আবেদন খরচ কত
পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য আবেদন খরচ কত? এরকম প্রশ্ন অনেকেই করে থাকে।
কারণ তারা জানেনা যে নতুন মিটারের জন্য আবেদন করতে হলে কি পরিমান ফি প্রদান করতে
হয়। এবং না জানার কারণে কিন্তু দেখা যায় অনেক সময়, যারা আবেদন করবে তাদের কাছ
থেকে কিছু অসৎ কম্পিউটার দোকানদার বেশি টাকা নেয়।
আরো পড়ুনঃ এন্ড্রয়েড টিভি কার্ডের দাম ২০২৫
এই জন্য এগুলো অসৎ কম্পিউটার দোকানদার কাছ থেকে মুক্তি পেতে, আপনাদেরকে এই অংশে
একটি সঠিক ফি সম্পর্কে ধারনা দিবো। এবং পল্লী বিদ্যুৎ ফি কিছু ক্যাটাগরির ভিওিক
হয়ে থাকে। তাই আপনি যদি পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য আবেদন করতে চান, তাহলে
আপনার আবেদন ফি ১১৫ টাকা লাগবে।
নতুন মিটারের জন্য আবেদন করতে কি কি লাগে
নতুন মিটারের জন্য আবেদন করতে কি কি লাগে সে সম্পর্কে অনেকেই জানতে চাই। কারণ
অনেক সময় দেখা যায় যে, লাইট, ফ্যান এবং বিদ্যুতের সাহায্যে ব্যবহৃত জিনিস অনেক
কিছু বন্ধ থাকা সত্ত্বেও অনেক বিদ্যুৎ বিল চলে আসে। এতে করে বিদ্যুৎ ব্যবহারকারী
তখন চিন্তায় পড়ে যায়, সবকিছু বন্ধ থাকা সত্ত্বেও কিভাবে বিদ্যুৎ বিল বেশি
হচ্ছে।
এবং এরকম সমস্যার জন্য অন্য কোন সমাধান খুঁজে না পেয়ে, তখন বিদ্যুৎ গ্রাহকরা
নতুন মিটারের জন্য বা সেই মিটার পরিবর্তনের জন্য আবেদন করতে চাই। তখনই আরেকটি মূল
সমস্যা বেধে যায় যে, এই নতুন মিটারের জন্য আবেদন করতে কি কি প্রয়োজন হয়? বা
প্রয়োজনে কাগজপত্র গুলো কি?
এবং এসব বিষয় সম্পর্কে না জানার জন্য, তারা আরেকটি সমস্যায় পড়ে যায়। যে
কিভাবে তারা নতুন মিটারের জন্য বা মিটার পরিবর্তন করার জন্য আবেদন করবে। আর এরকম
সমস্যার জন্যই এই কিভাবে আপনি নতুন মিটার বা মিটার পরিবর্তন করার জন্য আবেদন
করবেন তা বলা হয়েছে-
- আপনা নতুন মিটারের জন্য যা যা প্রয়োজন হবে তা নিম্নে দেওয়া হলো-
- আপনার নাম ও সক্রিয় মোবাইল ফোন নাম্বার লাগবে।
- আপনার NID কার্ড বা জাতীয় পরিচয় পত্রের নাম্বার লাগবে।
- আপনার স্থায়ী ঠিকানা ও সংযোগস্থলের ঠিকানা লাগবে।
- এবং আপনার জমির মালিকানা তথ্য, দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার লাগবে। তাছাড়াও আপনার প্রমাণ হিসেবে খারিদের অথবা দলিলের স্ক্যান কপি সংগ্রহ করে রাখতে হবে সেইটা লাগবে।
- আপনার হাউজ ওয়ারিং নিশ্চিত প্রমাণ করার জন্য, গ্রাউন্ড রোডের ক্যাশ মেমো ছবি বা স্ক্যান কপি লাগবে।
তাছাড়াও হয়তো আরো প্রয়োজনের তথ্য লাগতে পারে, সেজন্য আপনি অবশ্যই নতুন মিটার
আবেদন করার জন্য। পরিচিত ব্যক্তির কাছে গিয়ে বা এসব যারা বুঝে তাদের কাছে গিয়ে
বা আপনার বিদ্যুৎ অফিস কেন্দ্রে গিয়ে তথ্য নিয়ে আসবেন।
মিটার নিতে কত টাকা লাগে
মিটার নিতে কত টাকা লাগে সে সম্পর্কে অনেকেরি ধারণা নায়। বিতরণ কোম্পানির মাধ্যমে
ফ্রি পেইড মিটার বাস্তবায়ন করা হলেও, কিন্তু মিটারের মূল্য গ্রহকেই দিতে হয়। এবং
সিঙ্গেল ফেজের মিটার মাসে ৪০ টাকা, এবং থ্রি ফেজের মিটার মাসে ২৫০ টাকা দিতে হবে।
এবং তাছাড়াও আপনার নিরাপওা জামানো হিসেবে, প্রতি কিলোওয়াট অনুযায়ী যেমন- ২
কিলোওয়াট ৪০০ টাকা, এবং ২ কিলোওয়াট এর উপরে হলে আপনাকে ৬০০ টাকা জমানো দিতে হবে।
শেষ কথাঃ নতুন মিটারের আবেদন অনুসন্ধান
নতুন মিটারের আবেদন অনুসন্ধান সম্পর্কে আপনারা ইতিমধ্যে এই আর্টিকেলে বিস্তারিত
ভাবে জেনেছেন। তাই আপনি যদি নতুন মিটারের জন্য যে আবেদন করেছিলেন, তার অনুসন্ধান
করতে চান তাহলে উপরের নিয়ম অনুযায়ী করতে পারেন।
এবং এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনাদেরকে ভালো লেগে থাকে, এরকম তথ্য আরো বেশি
বেশি পেতে হলে আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমার এই ওয়েবসাইটে বিভিন্ন ধরণের
তথ্য প্রদান করা হয়ে থাকে।
ট্রিক্সপ্রমোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url