নতুন জিমেইল একাউন্ট খুলব তার সম্পর্কে বিস্তারিত জানুন

বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোননতুন জিমেইল একাউন্ট খুলব, এরকম যারা প্রশ্ন করে থাকেন, এবং জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করার উপায়, এবং কিভাবে করতে হয় এরকম সম্পর্কে যারা জানতে চান, তাহলে এই আর্টিকেলটি পড়তে পারেন। এই আর্টিকেলে জিমেইল সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।


তাছাড়াও আপনি জিমেইল সম্পর্কে যদি কোন সমস্যায় পড়েন, বা জিমেইল কেন খুলবো, এর কাজ কি, জিমেইল কিভাবে ব্যবহার করতে হয়। এরকম যাবতীয় সম্পর্কে এই আর্টিকেলে বিস্তারিত বলা হয়েছে, তাই জিমেইল সম্পর্কে জানতে শেষ পর্যন্ত পড়ুন।

পেজ সূচিঃ নতুন জিমেইল একাউন্ট খুলব

নতুন জিমেইল একাউন্ট খুলব

নতুন জিমেইল একাউন্ট খুলব, এবং কেন জিমেইল একাউন্ড খুলতে হয়, এরকম সম্পর্কে অনেকেই জানতে চাই। কারণ বর্তমানে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, এবং তার সাথে সাথে Gmail ব্যবহার ও দিন দিন বেড়েই চলেছে।

কারণ বিভিন্ন অনলাইন কাজ বলেন, অফিশিয়ালি কাজ বলেন এরকম অনেক কাজ রয়েছে যার জন্য অনেক জিমেইল আইডি প্রয়োজন হয়ে থাকে। আর এতে করে নতুন নতুন অনেক জিমেইল আইডি খুলতে হয়। কিন্তু অনেকেই আছে যারা আবার জিমেইল একাউন্ড কিভাবে খুলতে হয় সেইটা জানেনা।
এবং তাই নতুন জিমেইল একাউন্ড খোলার জন্য বিভিন্ন জায়গায় খুজে থাকেন। কিন্তু আপনি এখন যেই জায়গায় আসছেন, যেখানে খুব সুন্দর করে এবং সহজ ভাবে নতুন জিমেইল একাউন্ড খোলার পদ্ধতি উপস্থাপন করা হয়েছে। চলুন নিম্নে তা জেনে নেওয়া যাক-
  • প্রথমে আপনার মোবাইল ফোনের ব্রাউজার অপশন থেকে Gmail ওয়েব সাইটে প্রবেশ করবেন।
  • তারপর আপনি "Create Account" বাটন রয়েছে যেখানে ক্লিক করবেন।
  • তারপর আপনি প্রয়োজন অনুযায়ী For myself বা For my Business যেকোন একটি নির্বাচন করবেন।
  • এবং তারপর আপনার সামনে নতুন একটি পেজ আসবে, সেখানে আপনি First Name এবং তারপর Last Name লিখে Next বাটনে ক্লিক করবেন।
  • তারপর আপনার সামনে আসবে Month, কোন মাসে আপনার জন্ম সিলেক্ট করবেন, এবং Day সিলেক্ট করবেন, তারপর আবার Year কতো সালে আপনি জন্ম গ্রহন করেছেন তা সিলেক্ট করবেন। নিচে Gender অপশন আছে, মেয়ে হলে Female এবং ছেলে হলে Male সিলেক্ট করে ক্লিক করবেন।
  • তারপর আপনার সামনে ইউজারনেম আসবে, সেখানে আপনার ইউজারনেম দিবেন, যেই নাম দিবেন সেইটা যদি না নেয়, তাহলে আরো কিছু অ্যাড করবেন বা অন্য ইউজারনেম দিবেন।
  • তারপর আপনার সামনে পাসওয়ার্ড আসবে সেখানে একটি শক্তিশালি পাসওয়ার্ড দিবেন। যেমন কিছু বড় হাতের লিখা দিবেন, কিছু ছোট হাতের লিখা দিবেন, এবং সাথে স্টার বা হ্যাজ, বা অন্য কোন চিহ্ন দিবেন। এরকম করে আপনি অন্তত ৮ ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন।
  • তারপর আপনার ফোন চাইলে দিতে পারেন, না হলে আপনি পরেও দিতে পারেন সমস্যা হবেনা। যদি পরে নাম্বার দেন, তাহলে স্কিপ করবেন।
  • স্কিপ করলে আপনি যেই নতুন একাউন্ড খুললেন সেইটা সামনে চলে আসবে বা ওই একাউন্ড হয়ে গিয়েছে। এবং নিচে দেখবেন Next লিখা আছে সেখানে ক্লিক করবেন।
  • তারপর Terms And Conditions অনেক লিখা আসবে চাইলে সেইটা পড়ে আপনি নিচের দিকে গিয়ে i agree তে ক্লিক করবেন। এই ভাবে আপনি নতুন করে জিমেইল একাউন্ড খুলতে পারবেন।

সব জিমেইল একাউন্ট কিভাবে দেখব

সব জিমেইল একাউন্ট কিভাবে দেখব সে সম্পর্কে অনেকেই জানতে চাই। অনেকেই রয়েছে তার কয়টি জিমেইল একাউন্ড রয়েছে তা জানেনা, এক্ষেত্রে আপনার কয়টি জিমেইল একাউন্ড রয়েছে তা কিভাবে দেখবেন, এর সম্পর্কে এই অংশে বিস্তারিত বলে হয়েছে।


আপনার কয়টি জিমেইল একাউন্ড রয়েছে, তা জানতে আপনাকে কিছু ধাপ অনুসরণ করে দেখতে হবে, নিম্নে সে ধাপ গুলো বলা হল-

ধাপ-১ঃ আপনার মোবাইল ফোনে বা ল্যাপটপে যেকোন একটি জিমেইল একাউন্ড লগইন করুন।

ধাপ-২ঃ আপনার জিমেইল এর প্রোফাইল ছবির উপরে ক্লিক করবেন।

ধাপ-৩ঃ তারপর আপনার গুগল একাউন্ড ম্যানেজ করুনে ক্লিক করতে হবে।

ধাপ-৪ঃ তারপর দেখবেন যে আপনার একাউন্ড ট্যাবে, আপনার যত জিমেইল একাউন্ড রয়েছে তা দেখতে পারবেন।

এবং আপনি যদি আপনার সমস্ত জিমেইল একাউন্ড ডাউনলোড করতে চান, তাহলে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিবেন।

জিমেইল এর কাজ কি

জিমেইল এর কাজ কি? সে সম্পর্কে অনেকেই জানতে চাই। জিমেইলের হচ্ছে, একটি জনপ্রিয় ইমেল পরিসেবা যা গুগল দ্বারা সরবরাহ করা হয়ে থাকে। এই জিমেইল এর মাধ্যমে আপনারা বিনামূল্যে বিভিন্ন ধরনের তথ্য আদান-প্রদান করতে পারবেন এবং ছবি আদান-প্রদান করতে পারবেন। তাছাড়াও বিনামূ্ল্যে ইমেল পাঠাতে এবং গ্রহন করতে পারবেন।
এই জিমেইল এর মাধ্যমে আপনারা গুগলের বিভিন্ন অ্যাপ যেমন- গুগল ড্রাইভ, গুগল ডক্স, গুগল স্প্রেডশিট ইত্যাদি ব্যবহার করতে পারবেন।

জিমেইল পাসওয়ার্ড কিভাবে বের করব

জিমেইল পাসওয়ার্ড কিভাবে বের করব? তার সম্পর্কে এই অংশে বলা হয়েছে। অনেকেই আছে যারা তাদের জিমেইল পাসওয়ার্ড ভুলে জান, এবং অনেক জিমেইল একাউন্ড থাকার কারণে সব একাউন্ডের পাসওয়ার্ড মনে রাখতে পারেন না।

এ জন্য কিভাবে জিমেইল পাসওয়ার্ড দেখবে সেইটা বিভিন্ন জায়গায় খুজে থাকে। এবং আপনি এখন এমন জায়গায় আসছেন, যেখানে খুব সহজেই কিভাবে দেখতে পারবেন তা উপস্থাপন করা হয়েছে। এ জন্য আপনাকে জিমেইল একাউন্ড ফিরে পেতে https//accounts.google.com/signin/recovery তে যেতে হবে।

জিমেইল অ্যাকাউন্ট লগ ইন

জিমেইল অ্যাকাউন্ট লগ ইন কিভাবে করবো এই প্রশ্ন অনেকেই করে থাকে। এবং আপনার যদি অ্যান্ডয়েড ফোন হয়ে থাকে, তাহলে আপনি Gmail অ্যাপ খুলবেন।

তারপর আপনি দেখবেন উপরের ডানদিকে আপনার প্রোফাইল ছবি দেখা যায়, এবং সেখানে আলতু চাপ দিবেন। তারপর আপনি যে একাউন্ড দিবেন তা নির্বাচন করে চাপ দিবেন।

এবং আপনি যদি কম্পিউটারে সাইন ইন করতে চান তাহলে আপনার কম্পিউটারে Gmail যাবেন। তারপর আপনার google একাউন্ডে ফোন নাম্বার বা ইমেল এবং পাসওয়ার্ড লিখবেন।

আপনার তথ্য যদি পূরন করা থাকে, এবং আপনি যদি ভিন্ন একাউন্ড সাইন ইন করতে চান, তাহলে সেইটি নির্বাচন করুন।

সর্তকতাঃ আপনি যদি কম্পিউটারে সাইন ইন করেন, সেই কম্পিউটার যদি আপনার না হয়, তাহলে সেই কম্পিউটার থেকে সাইন আউট করতে ভুলবেন না, মানে সাইন আউট করে যাবেন।

অ্যান্ড্রয়েড থেকে জিমেইল লগ আউট

অ্যান্ড্রয়েড থেকে জিমেইল লগ আউট কিভাবে করতে হয় তা আপনাদেরকে এই অংশে জানাবো। মেনুটি ড্রপ ডাউন করবেন এবনহ দেখবেন আপনার ইমেল একাউন্ডের পাশে একটি সাইন আউট অপশন থাকবে। এবং সেই অপশনে চাপ দিলে আপনাকে সাইন আউট করে দিবে, এবং আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন হয়ে থাকে।

তাহলে জিমেইল থেকে সাইন আউট করতে আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে, জিমেইল একাউন্ডে উপরের ডান দিকে আপনার যেই প্রোফাইল ছবি আছে সেখানে আলতু চাপ দিবেন। তারপর দেখবেন এই ডিভাইসে একাউন্ড গুলি পরিচালনা করুন এবং লিংকে চাপুন। সেখান থেকে আপনি যেইটা আউট করবেন সেইটা রিমুভ করে দিবেন।

শেষ কথাঃ নতুন জিমেইল একাউন্ট খুলব

নতুন জিমেইল একাউন্ট খুলব এবং জিমেইল সম্পর্কে এরকম যতো যাবতীয় প্রশ্ন আছে তার সব কিছু প্রায় এই আর্টিকেলে বিস্তারিত ভাবে জানতে পারছেন। তাই আপনার যদি নতুন করে জিমেইল একাউন্ড খুলতে হয় বা জিমেইল নিয়ে কোন সমস্যা হয়। তাহলে উপরের তথ্য অনুযায়ী তা সমাধান করার চেষ্টা করবেন।

এবং সর্তকতার সাথে সব কিছু করবেন, আশা করি ভালো হবে। এরকম তথ্য পেতে বা যেকোন ধরনের তথ্য পেতে হলে আমার এই ওয়েবসাইট ভিজিট করুন। এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করা হয়ে থাকে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ট্রিক্সপ্রমোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url