নিউট্রোজেনা ময়েশ্চারাইজার এর উপকারিতা, ব্যবহারের নিয়ম
মেয়েদের ঠোঁট গোলাপি করার উপায়মেয়েদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী ময়শ্চারাইজার হলো নিউট্রোজেনা
ময়েশ্চারাইজার। নিউট্রোজেনা ময়েশ্চারাইজার এর উপকারিতা অনেক। এটি যে কোন ত্বকে
সহজে ব্যবহার করা যায়। নিউট্রোজেনা ময়েশ্চারাইজার ব্যবহারের নিয়ম, দাম, এর কাজ
কি প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আজকের আর্টিকেলটিতে।
নিউট্রোজেনা ময়েশ্চারাইজার ত্বকের আদ্রতা ধরে রাখতে সাহায্য করে। বিশেষ করে
সূর্যের ক্ষতিকর রশ্নি থেকে ত্বককে সুরক্ষিত রাখে। নিউট্রোজেনা ময়েশ্চারাইজার এর
উপকারিতা, নিউট্রোজেনা ময়েশ্চারাইজার ব্যবহারের নিয়ম, নিউট্রোজেনা
ময়েশ্চারাইজার সম্পর্কে আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর জানতে পুরো আর্টিকেলটি
মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচীপত্রঃ নিউট্রোজেনা ময়েশ্চারাইজার এর উপকারিতা - নিউট্রোজেনা ময়েশ্চারাইজার ব্যবহারের নিয়ম
- নিউট্রোজেনা ময়েশ্চারাইজার এর উপকারিতা
- নিউট্রোজেনা ময়েশ্চারাইজার ব্যবহারের নিয়ম
- নিউট্রোজেনা ময়েশ্চারাইজার দাম কত
- নিউট্রোজেনা ময়শ্চারাইজার এর কাজ কি
- নিউট্রোজেনা মশ্চারাইজার কোথায় পাওয়া যায়
- নিউট্রোজেনা মশ্চারাইজার কি সব ধরনের ত্বকের জন্য ভালো
- তৈলাক্ত ত্বকের জন্য নিউট্রোজেনা ময়শ্চারাইজার
- নিউট্রোজেনা মশ্চারাইজার এর পার্শ্ব প্রতিক্রিয়া
- লেখক এর মন্তব্য
নিউট্রোজেনা ময়েশ্চারাইজার এর উপকারিতা
বাজারে বেশ কিছু কোম্পানির মশ্চারাইজার পাওয়া যায়। তারমধ্যে সবচেয়ে সেরা
কোম্পানিগুলোর তালিকায় রয়েছে নিউট্রোজেনা ময়েশ্চারাইজার। নিউট্রোজেনা
ময়েশ্চারাইজার এর উপকারিতা মেয়েদের ত্বকের জন্য প্রচুর। বিশেষ করে শুষ্ক ত্বকের
জন্য নিউট্রোজেনা মশ্চারাইজার অত্যন্ত কার্যকরী। নিউট্রোজেনা মশ্চারাইজার শুষ্ক
ত্বককে দীর্ঘক্ষণ ধরে আদ্র রাখে।
আরো পড়ুনঃ চুলের যত্নে নিম পাতার ব্যবহার
মুখের তৈলাক্ত ভাব দূর করতে নিউট্রোজেনা মশ্চারাইজার অত্যন্ত উপকারী। অনেকে এই
নিউট্রোজেনা ময়েশ্চারাইজার ব্যবহার করতে চান তাই নিয়মিত সার্চ ইঞ্জিন গুলোতে
নিউট্রোজেনা ময়েশ্চারাইজার এর উপকারিতা সম্পর্কে খোঁজ করেন। সে সকল বন্ধুদের
উদ্দেশ্যে নিচে নিউট্রোজেনা ময়েশ্চারাইজারের উপকারিতা গুলো পয়েন্ট আকারে দেওয়া
হলোঃ
- ত্বকের আদ্রতা দীর্ঘক্ষণ ধরে রাখে
- ত্বকের জন্য হালকা ও দ্রুত শোষণ যোগ্য
- ত্বকের তৈলাক্ত ভাব দূর করে
- ত্বকের শুষ্কতা দূর করে
- ত্বক নরম ও মসৃণ রাখে
- সেনসিটিভ ত্বকের জন্য নিরাপদ
- ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
- ব্রণের প্রবণতা কমায়
ত্বকের আদ্রতা দীর্ঘক্ষণ ধরে রাখেঃ নিউট্রোজেনা মশ্চারাইজারের প্রধান
উপাদান হলো হায়ালুরোনিক অ্যাসিড। এই উপাদান ত্বকে দীর্ঘক্ষণ পানি ধরে রাখে ফলে
ত্বক আদ্র থাকে। বিশেষ করে শুষ্ক ত্বকের জন্য নিউট্রোজেনা মশ্চারাইজার অত্যন্ত
উপকারী।
ত্বকের জন্য হালকা ও দ্রুত শোষণ যোগ্যঃ নিউট্রোজেনা ময়েশ্চারাইজার
হালকা জেল ও ক্রিম এর ফর্মুলায় তৈরি। এটি ত্বকে ব্যবহারে সহজেই শোষণ করতে পারে।
ফলে এটি ত্বকে দীর্ঘক্ষণ কার্যকারিতা ধরে রাখতে পারে।
ত্বকের তৈলাক্ত ভাব দূর করেঃ নিউট্রোজেনা ময়েশ্চারাইজার তৈলাক্ত
ত্বকের জন্য অত্যন্ত উপকারী। যাদের ত্বক অত্যন্ত তৈলাক্ত সব সময় তেলতেলে ভাব
দেখা যায়, তারা নিয়মিত এই নিউট্রোজেনা ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকের
তৈলাক্ত ভাব দূর হবে।
ত্বকের শুষ্কতা দূর করেঃ নিউট্রোজেনা ময়েশ্চারাইজার ত্বকের শুষ্কতা
দূর করে, এই ময়শ্চারাইজারের প্রধান উপাদান ত্বকে দীর্ঘক্ষণ পানি ধরে রাখতে
সাহায্য করে। বিশেষ করে এটি শীতকালে ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এই উপাদানটি
ত্বকের দীর্ঘক্ষন আদ্রতা ধরে রাখে।
ত্বক নরম ও মসৃণ রাখেঃ নিউট্রোজেনা ময়েশ্চারাইজার ত্বক নরম ও মসৃণ
রাখে। যাদের ত্বক অত্যন্ত শুষ্ক তারা নিয়মিত এই ময়েশ্চারাইজার ব্যবহার করলে
ত্বকের স্বাস্থ্যজ্জল হয়। নিয়মিত ব্যবহারে ত্বক নরম মসৃণ ও কোমল হয়।
সেনসিটিভ ত্বকের জন্য নিরাপদঃ নিউট্রোজেনা ময়েশ্চারাইজার সেনসিটিভ
ত্বকের জন্য নিরাপদ। বিশেষ করে নিউট্রোজেনা ময়েশ্চারাইজার যেকোনো ত্বকে,
সংবেদনশীল ত্বকে, এবং সেনসিটিভ ত্বকের জন্য অত্যন্ত নিরাপদ। তাই নিউট্রোজেনা
ময়েশ্চারাইজার নিশ্চিন্তে ব্যবহার করা যায়।
ত্বকের উজ্জ্বলতা বাড়ায়ঃ নিয়মিত নিউট্রোজেনা ময়শ্চারাইজার ত্বকে
ব্যবহার করলে ত্বকের মৃত কোষ দূর হয়। নিউট্রোজেনা মশ্চারাইজার এ থাকা উপাদান
ত্বকের নতুন কোষ তৈরিতে সাহায্য করে। পাশাপাশি নিউট্রোজেনা ময়েশ্চারাইজার ত্বক
আদ্র রাখে। এভাবে আদ্র ত্বক ও নতুন কোষ তৈরি হওয়া ত্বক ধীরে ধীরে উজ্জ্বল বর্ণ
ধারণ করে। এভাবে নিউট্রোজেনা মশ্চারাইজার ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
ব্রণের প্রবণতা কমায়ঃ নিউট্রোজেনা ময়েশ্চারাইজার তেলমুক্ত ফর্মুলা
দ্বারা তৈরি। এই ময়েশ্চারাইজারে থাকা উপাদান ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ করে ফলে
ত্বকে ব্রণের প্রবণতা দূর হয়।
প্রিয় পাঠক উপরে নিউট্রোজেনা ময়েশ্চারাইজার এর উপকারিতা আপনাদের সাথে শেয়ার
করেছি। নিউট্রোজেনা ময়েশ্চারাইজার পরীক্ষিত। এটি ত্বকে ব্যবহারে কোন প্রকার
ক্ষতির সম্ভাবনা নেই। তাই আপনি চাইলে আপনার ত্বকের যত্নে নিউট্রোজেনা মশ্চারাইজার
ব্যবহার করতে পারেন।
নিউট্রোজেনা ময়েশ্চারাইজার ব্যবহারের নিয়ম
অনেকে নিউট্রোজেনা ময়েশ্চারাইজার ব্যবহার করতে চান বলে বাজার থেকে ক্রয় করেন।
কিন্তু নিউট্রোজেনা ময়েশ্চারাইজার কিভাবে ব্যবহার করবেন ব্যবহারের নিয়ম জানেন
না। নিউট্রোজেনা ময়েশ্চারাইজার ব্যবহারের সঠিক নিয়ম না জানলে আপনি এর উপকারিতা
গুলো পাবেন না। কেননা সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক মাত্রায় নিউট্রোজেনা
ময়েশ্চারাইজার ব্যবহার না করলে সঠিক ফলাফল পাওয়া যায় না।
আরো পড়ুনঃ অতিরিক্ত ঠোঁট ফাটার কারণ কি
তাছাড়া নিউট্রোজেনা ময়েশ্চারাইজার মাত্রাতিরিক্ত ব্যবহার করলে বিভিন্ন প্রকার
সমস্যার সম্মুখীন হতে পারেন। নিউট্রোজেনা ময়েশ্চারাইজার দিনে সর্বোচ্চ ২ বার
ব্যবহার করুন। সকালে এবং সন্ধ্যায়, নিউট্রোজেনা ময়েশ্চারাইজার ব্যবহারের জন্য
প্রথমে পুরো মুখ ভালোভাবে আপনার ব্যবহারিত ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিন। এরপর পুরো
মুখ পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিন।
এরপর সামান্য পরিমাণ ময়শ্চারাইজার আঙ্গুলে নিয়ে পুরো মুখ ও ঘাড়ে লাগান। এবার
চার আঙ্গুল দিয়ে আলতো করে পুরো মুখ ভালোভাবে ম্যাসাজ করুন। ভালোভাবে পুরো মুখ ও
ঘাড় মাসাজ করে ময়েশ্চারাইজার টি ত্বকের সাথে মিশিয়ে নিন। সূর্যের আলোতে বের
হওয়ার পূর্বেও এ ময়শ্চারাইজার ব্যবহার করতে পারবেন। এভাবে আপনি নিউট্রোজেনা
ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। আশাকরি নিউট্রোজেনা ময়েশ্চারাইজার ব্যবহারের
নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন।
নিউট্রোজেনা ময়েশ্চারাইজার দাম কত
আপনি কি নিউট্রোজেনা ময়েশ্চারাইজার কিনতে চাচ্ছেন? বেশ কয়েক ধরনের নিউট্রোজেনা
ময়েশ্চারাইজার রয়েছে। নিউট্রোজেনা ভিন্ন ভিন্ন রকম ময়েশ্চারাইজারের দাম ভিন্ন।
তাছাড়া অফার চলাকালীন সময়ে নিউট্রোজেনা ময়েশ্চারাইজার এর দাম অনেক কম থাকে।
সাধারণ দোকানের চাইতে নিউট্রোজেনা ময়েশ্চারাইজার এর দাম অনলাইন প্লাটফর্ম গুলোতে
অনেক কম। নিচে নিউট্রোজেনা ময়েশ্চারাইজার এর দাম দেওয়া হলোঃ
- নিউট্রোজেনা হাইড্রোবুষ্ট ওয়াটার জেল ময়েশ্চারাইজার ৫০ মিলি দাম ১৩৫০ টাকা
- নিউট্রোজেনা অয়েল ফ্রি ফেসিয়াল ময়েশ্চারাইজার ১১৫ মিলি দাম ১৩৫০ টাকা
নিউট্রোজেনা ময়শ্চারাইজার এর কাজ কি
নিউট্রোজেনা ময়েশ্চারাইজার এর কাজ কি তা অনেকে জানেন না। নিউট্রোজেনা
মশ্চারাইজার ত্বকের জন্য অত্যন্ত উপকারী। নিউট্রোজেনা ময়েশ্চারাইজার ত্বকে
ব্যবহার করলে বিভিন্ন ধরনের সমস্যা দূর করে। বিশেষ করে শুষ্ক ত্বকের জন্য
নিউট্রোজেনা ময়েশ্চারাইজার অত্যন্ত উপকারী। শুষ্ক ত্বকে নিউট্রোজেনা
ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকের শুষ্কতা দূর হয়, শুষ্ক ত্বকে দীর্ঘক্ষণ
আর্দ্রতা ধরে রাখে।
নিউট্রোজেনা ময়েশ্চারাইজার ত্বকের জন্য হালকা ও দ্রুত শোষণ যোগ্য। ত্বকে
নিউট্রোজেনা ময়েশ্চারাইজার ব্যবহার করলে সহজেই ত্বকে এই ময়েশ্চারাইজার মিশতে
পারে। নিউট্রোজেনা ময়েশ্চারাইজার ত্বকের তৈলাক্ত ভাব দূর করে। ত্বকের ছিদ্রগুলো
বন্ধ হওয়া প্রতিরোধ করে ফলে ত্বকের ব্রণের প্রবণতা দূর হয়।
আরো পড়ুনঃ মুখের তৈলাক্ত ভাব দূর করার ঘরোয়া উপায়
যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক, শীত এবং গ্রীষ্মকালে উভয় সময় ত্বক শুষ্ক হয়ে যায়
তারা এই নিউট্রোজেনা ময়শ্চারাইজার ব্যবহার করলে ত্বকে শুষ্কতা দূর হবে। বিশেষ
করে নিউট্রোজেনা ময়েশ্চারাইজার সেনসিটিভ ত্বকের জন্য অত্যন্ত নিরাপদ। কেননা
নিউট্রোজেনা ময়েশ্চারাইজার পরীক্ষিত। নিউট্রোজেনা ময়েশ্চারাইজার এ কোন ক্ষতিকর
উপাদান নেই।
নিউট্রোজেনা ময়েশ্চারাইজার নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য
করে। যাদের ত্বক শ্যামলা উজ্জ্বল বর্ণ পেতে চাচ্ছেন তারা এই নিউট্রোজেনা
মশ্চারাইজার ব্যবহার করতে পারেন। নিউট্রোজেনা ময়েশ্চারাইজার ব্রনের প্রবণতা দূর
করতে সাহায্য করে। যাদের মুখে অতিরিক্ত ব্রণ হয় তারা চাইলে এই নিউট্রোজেনা
ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। কেননা এই ময়েশ্চারাইজার ব্যবহারে ভ্রণের
সমস্যা দূর হয়।
নিউট্রোজেনা মশ্চারাইজার কোথায় পাওয়া যায়
অনেকে নিউট্রোজেনা ময়েশ্চারাইজারের উপকারিতা গুলো জেনে নিউট্রোজেনা
ময়েশ্চারাইজার কিনে ব্যবহার করতে চান। কিন্তু নিউট্রোজেনা মশ্চারাইজার কোথায়
কিনবেন, কিভাবে পাবেন সে সম্পর্কে জানেন না। তাই নিয়মিত খোঁজ করেন নিউট্রোজেনা
ময়েশ্চারাইজার কোথায় পাওয়া যায় সে সম্পর্কে। নিউট্রোজেনা ময়েশ্চারাইজার আপনি
বাজারের স্থানীয় দোকান গুলোতে সহজে পেয়ে যাবেন।
তবে গ্রামাঞ্চলের দোকান গুলোতে এই ময়শ্চারাইজার নাও পেতে পারেন। শহরাঞ্চলের
বিভিন্ন দোকান গুলোতে, ফার্মেসিতে এই ময়েশ্চারাইজার পাওয়া যায়। তবে সবচেয়ে
সহজ উপায় হলো অনলাইনের বিভিন্ন শপ থেকে কেনা। আপনি গ্রাম অথবা শহরে যেখানে
অবস্থান করেন না কেন শুধুমাত্র অনলাইনের ওয়েবসাইট গুলো থেকে সহজে অর্ডার করে
নিউট্রোজেনা ময়েশ্চারাইজার কিনতে পারবেন।
বাজারের স্থানীয় দোকান গুলোর থেকে অনলাইন প্লাটফর্মের দোকান গুলোতে কম দামে
কিনতে পারবেন। কেননা তারা বেশ কিছু সময় ভিন্ন ভিন্ন দামে ছাড়ে ময়েশ্চারাইজার
অথবা অন্যান্য প্রডাক্ট বিক্রয় করেন।
নিউট্রোজেনা মশ্চারাইজার কি সব ধরনের ত্বকের জন্য ভালো
অনেকে নিউট্রোজেনা ময়েশ্চারাইজার ব্যবহারের পূর্বে নিউট্রোজেনা ময়েশ্চারাইজার
কি সব ধরনের ত্বকের জন্য ভালো সে সম্পর্কে জানতে চান। আপনার প্রশ্নের উত্তর হলো
হ্যাঁ। নিউট্রোজেনা ময়েশ্চারাইজার সব ধরনের ত্বকের জন্য ভালো। কেননা এটি
পরীক্ষিত, সংবেদনশীল ত্বক, সেনসিটিভ ত্বক, তৈলাক্ত ত্বকের জন্য অত্যন্ত
উপকারী।
তবে আপনার ত্বকের যদি পূর্ব থেকে কোন সমস্যা থাকে সেক্ষেত্রে নিউট্রোজেনা
মশ্চারাইজার ব্যবহারের পূর্বে স্কিন বিশেষজ্ঞ ওর সাথে পরামর্শ করা প্রয়োজন।
তৈলাক্ত ত্বকের জন্য নিউট্রোজেনা ময়শ্চারাইজার
তৈলাক্ত ত্বকে অনেকে নিউট্রোজেনা ময়েশ্চারাইজার ব্যবহার করতে চান। তাই নিয়মিত
তৈলাক্ত ত্বকের জন্য নিউট্রোজেনা ময়েশ্চারাইজার সম্পর্কে জানতে চান। তৈলাক্ত
ত্বকের নিউট্রোজেনা ময়েশ্চারাইজার ব্যবহার অত্যন্ত উপকারী। বিশেষ করে
নিউট্রোজেনা ব্র্যান্ড তাদের তেল মুক্ত এবং হালকা ফর্মুলার জন্য পরিচিত ব্যান্ড।
আরো পড়ুনঃ ঘরোয়া পদ্ধতিতে ফর্সা হওয়ার উপায়
নিউট্রোজেনা ময়েশ্চারাইজার তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণে সাহায্য করে।
যাদের ত্বক অতিরিক্ত তেল তেলে তারা এই ময়েশ্চারাইজার ব্যবহার করলে ভালো ফলাফল
পাবেন। নিউট্রোজেনা মশ্চারাইজারের প্রধান উপাদান হলো হায়ালুরোনিক অ্যাসিড এটি
ত্বকের আদ্রতা দীর্ঘক্ষণ ধরে রাখে এবং ত্বকের চিঠিতে ভাবধোর করে।
এই উপাদান ত্বকের ছিদ্র বন্ধ হতে দেয় না ফলে ত্বকের ব্রণের সম্ভাবনা কমে যায়।
বিশেষ করে যাদের ত্বক অতিরিক্ত তেল তেলে তাদের ত্বকে ব্রণের প্রবণতা বেশি হয়। এ
ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকের তেলতেলে ভাব দূর হবে এবং ত্বকের ব্রণের
সমস্যা দূর হবে। অনেকে মনে করেন তৈলাক্ত ত্বকে মশ্চারাইজার ব্যবহার করা উচিত নয়,
কিন্তু এটি ভুল ধারণা।
তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকের তেলতেলে ভাব দূর করে। আর এই
তেলতেলে ভাব দূর হলে ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দূর হয় ত্বক ফ্রেশ ও মসৃণ
থাকে।
নিউট্রোজেনা মশ্চারাইজার এর পার্শ্ব প্রতিক্রিয়া
নিউট্রোজেনা ময়েশ্চারাইজার এর উপকারিতা যেমন রয়েছে তেমনি অতিরিক্ত ব্যবহারে
নিউট্রোজেনা ময়েশ্চারাইজার এর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে
নিউট্রোজেনা ময়েশ্চারাইজার পরীক্ষিত এর তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
নিউট্রোজেনা মশ্চারাইজার এর পার্শ্ব প্রতিক্রিয়া গুলো খুবই বিরল। তবে কিছু কিছু
ব্যক্তির ক্ষেত্রে অতিরিক্ত ব্যবহারে অথবা পূর্বে থেকেই ত্বকের সমস্যা থাকলে এর
পার্শ্ব প্রতিক্রিয়া গুলো দেখা দিতে পারে।
বিশেষ করে ত্বকে জ্বালাপোড়া ভাব, ত্বকে লালচে ভাব, ব্রণের প্রবণতা বৃদ্ধি,
চুলকানি, চোখে জ্বালাপোড়া ভাব, অথবা বিভিন্ন ধরনের এলার্জির মত সমস্যা দেখা দিতে
পারে। আপনি যদি নিউট্রোজেনা ময়শ্চারাইজার ব্যবহারের পর এই সমস্যা গুলো অনুভব
করেন তাহলে এই ময়েশ্চারাইজার ব্যবহার বন্ধ রাখুন। এরপর চিকিৎসকের পরামর্শ নিন।
লেখক এর মন্তব্য
আমি ট্রিক্সপ্রমো ওয়েবসাইটের লেখক তারেক। আমি আপনাদের সহজ ভাষায় সঠিক তথ্য
দিয়ে সাহায্য করতে চাই। আমার লিখা আর্টিকেল যদি আপনাদের ভালো লাগে সে ক্ষেত্রে
অবশ্যই নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন। আজকের আর্টিকেলটিতে আপনাদেরকে
নিউট্রোজেনা ময়েশ্চারাইজার এর উপকারিতা, নিউট্রোজেনা মশ্চারাইজার ব্যবহারের
নিয়ম,
এছাড়া নিউট্রোজেনা মশ্চারাইজার এর প্রত্যেকটি বিষয় সম্পর্কে জানিয়েছি।
নিউট্রোজেনা মশ্চারাইজার সম্পর্কে যদি আপনাদের আরো কোন প্রশ্ন থাকে সে ক্ষেত্রে
কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
অন্যান্য আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি গুলো ঘুরে দেখতে পারেন।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ট্রিক্সপ্রমোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url