1500 টাকার মোবাইল ঘড়ি - ওয়াটারপ্রুফ মোবাইল ঘড়ি দাম

বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন1500 টাকার মোবাইল ঘড়ি সহ, বিভিন্ন দামের মোবাইল ঘড়ির সম্পর্কে এই আর্টিকেলে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। তাছাড়াও ওয়াটারপ্রুফ মোবাইল ঘড়ি দাম কেমন হতে পারে, সে সম্পর্কে ও বলা হয়েছে। আপনি যদি মোবাইল ঘড়ির সম্পর্কে জানতে চান তাহলে, এই আর্টিকেলটি আপনার জন্য।


এবং আপনার যদি মোবাইল ঘড়ির সম্পর্কে বা তার দাম সম্পর্কে সঠিক ধারনা না থাকে, তাহলে আপনি এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন, আশা করি একটা ভালো ধারনা পাবেন।

পেজ সূচিঃ 1500 টাকার মোবাইল ঘড়ি - ওয়াটারপ্রুফ মোবাইল ঘড়ি দাম

1500 টাকার মোবাইল ঘড়ি

1500 টাকার মোবাইল ঘড়ি বা স্মার্ট ওয়াচ পাওয়া যায় নাকি, এটা নিয়ে অনেকেই অনলাইনে সার্চ দিয়ে খুঁজে থাকেন। ১৫০০ টাকায় অনেক ভালো ভালো স্মার্টওয়াচ আছে, আপনি চাইলে সেগুলো স্মার্ট ওয়াচ নিতে পারেন। এবং আপনি হয়তো ভাবছেন স্মার্ট ওয়াচ এর নাম এখন ও কেন বলছিনা।

কারণ হচ্ছে, যে কোন জিনিস কেনার আগে ওইটার সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। তাছাড়া আপনি সঠিক মানের পণ্য ক্রয় করতে পারবেন না, আপনার যদি সঠিক ধারণা না থাকে। তাই এসব ব্যান্ডের পণ্য কেনার আগে, অবশ্যই দেখে শুনে যাচাই-বাছাই করে কিনবেন।
চলুন আর কথা না বাড়ি, নিম্নে জেনে নেওয়া যাক ১৫০০ টাকার মধ্য, বা তার চেয়ে কম দামে, যেগুলো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ পাওয়া যায়, তার সম্পর্কে-

K10 smart watch sim supported: K10 হচ্ছে একটি সিঙ্গেল সিম স্মার্ট ওয়াচ ডিভাইস, এইটায় কলিং ফাংশ, ৩ টি এসিলারেশন, লাউড স্পিকার, ভাইব্রেশন সহ একটি সিম ব্যবহার করা যায়। এবং এই স্মার্ট ওয়াচ আকর্ষনীয় হওয়ার মূল কারণ হচ্ছে, এটি একটি ফুল ক্রিন ট্যাচ ডিসপ্লে।
বৈশিষ্ট্য-
  • এটি তৈরী করা হয়েছে, জিষ্ক অ্যালয় ও স্ট্র্যাপটি সিলিকা জেল দিয়ে।
  • এবং উচ্চ মানে এলসিডি ডিসপ্লে ১.৫৪ ইঞ্চি, খুব সুন্দর ভাবে সব কিছু দেখা যায়, ২৪০ X ২৪০ পিক্সেল এইচডি রেজোলিউশন প্রদান করে থাকে।
  • মিডিয়াটের এমটিকে-২৫০২ সিপিইউ এটা ব্যবহার করা হয়েছে বলে, এটা খুব শক্তিশালি, এবং তার সাথে ব্লুটুথ কানেক্টিভেটি বজায় রাখে।
  • ৩২ এমবি র‍্যাম ও রম রয়েছে, যা নাম্বার সহ অনেক কিছু সেভ করে রাখা যায়।
  • ২০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি, এক সপ্তাহ পর্যন্ত চার্জ যায়, একবার চার্জ করলে।
  • এবং এটির দাম ১৪৯৯ টাকা।
T800 Ultra Smart Watch: এটি একটি অত্যাধুনিক এবং আকর্ষনীয় ভাবে এই ডিভাইস তৈরী করা হয়েছে। আপনার কম বাজেটের জন্য এই স্মার্ট ওয়াচটি খুব ভালো। এটির দাম ১২৯৫ টাকা।
বৈশিষ্ট্য-
  • জিষ্ক এলয় বডি হওয়াই খুব আকর্ষনীয়, এবং সিলিকন ব্যান্ড স্ট্র্যাপ দিয়ে তৈরী যা দীর্ঘস্থায়ীর জন্য খুব কার্যকারী।
  • এবং এই T800 Ultra Smart Watch টির ডিসপ্লে ১.৯৯ ইঞ্চি, ২৪০ X ২৮৫ পিক্সেলের রেজোলিউশন হওয়ায় একটি খুব স্পষ্ট।
  • এটি একটি উন্নত মানের মেমোরি যেখানে প্রায় অনেক কিছু কন্ট্রাক্ট সংগ্রহ করে রাখা যায়, এবং ১ এমবি+ ৬৮ এমবি রোম ও ১৯৬ কেবি র‍্যাম রয়েছে।
  • এবং এই স্মার্ট ওয়াচে খুব সহজেই ইমেইল, মোবাইল কল, হোয়াটসঅ্যাপ, এস এম এস এরকম বিভিন্ন অ্যাপ্লিকেশনের নোটিফেকেশন পাওয়া যায়।
  • এবং যেকোনো স্মার্টফোনের সাথে এটিকে যুক্ত করা যায়, কারণ এটি ৫.০ ভার্সন ব্লুটুথ। এবং এর ব্যাটারি ৩৫০ এমএএইচ একবার চার্জে দিলে অনেক সময় পর্যন্ত থাকে।
Z66 Ultra series 8 Smart Watch: এটি একটি আকর্ষনীয় স্মার্ট ওয়াচ এবং অনেক আরামদায়ক। কারণ এই ডিভাইস ও যেসব উপকরন দিয়ে তৈরী করা হয় তা খুব আধুনিক। আপনি চাইলে এইটাও কিনতে পারেন আপনার বাজেটের মধ্যেই হবে। এই স্মার্ট ওয়াচ এর দাম ১৩৪০ টাকা।
বৈশিষ্ট্য
  • জিষ্ক এলয় ও স্ট্র্যাপ সিলিকন দিয়ে তৈরী বলে খুব আকর্ষনীয়।
  • এটি ১.৯৩ ইঞ্চি এইচডি ডিসপ্লে, এবং এটিতে এন্ড্রয়েড ৫০+ ও আইও এস৯০+ ভার্সন সিস্টেম সাপোর্ট করতে পারে।
  • আপনার কাজ দ্রুত করতে এবং নির্ভল করতে এই স্মার্ট ওয়াচে ৮৯১৮ সি সিপিইউ দিয়ে ডিজাইন করা হয়েছে।
  • এবং এই স্মার্ট ওয়াচের রেজোলিউশন হচ্ছে ৩২০ X ৩২০ পিক্সেলের যা সব কিছু স্পষ্ট করে দিতে সাহায্য করে থাকে।
  • এবং এটি যেকোন ফোনের সাথে সংযোগ করা যায়, বিভিন্ন নোটিফিকেশন পাওয়া যায়, এসএমএস, কল করা সব কিছু খুব সহজেই করা যায়।
  • এবং এর ব্যাটারি ৩৮০ এমএএইচ, আপনি যদি আকবর ফুল চার্জ করেন, তাহলে ২ থেকে ৩ দিন চলে যায়।
  • এবং তাছাড়াও আপনি T20 Pro Max 2.09" IPS touch smart watch, ১১০০ টাকার মধ্যে পাওয়া যায়। আবার KW9 Max Multifunctinal smart watch, যা আপনি ১১১০ টাকার মধ্যে পাবেন।

ওয়াটারপ্রুফ মোবাইল ঘড়ি দাম

ওয়াটারপ্রুফ মোবাইল ঘড়ি দাম কত? সে সম্পর্কে অনেকেই জানতে বিভিন্ন জায়গায় খুজে থাকেন। অনেকে ব্যবসায়ী আছে যারা ক্রয়কারীদের ঠকিয়ে ওয়াটারপ্রুফ মোবাইল ঘড়ি বলে অনেক বেশি দাম নিয়ে থাকে। এ জন্য আপনাকে ভালো করে আগে বুঝতে হবে, আসলে আপনি যেইটা কিনতে চাইছেন, সেইটা ওয়াটারপ্রুফ মোবাইল ঘড়ি কিনা।

তারপর আপনেক সে ঘড়ির সঠিক দাম সম্পর্কে জানতে হবে। তাছাড়া আপনি যদি সঠিক দাম না জেনে ওয়াটারপ্রুফ মোবাইল ঘড়ি কিনতে জান, তাহলে আপনি হয়তো ঠকে যেতে পারেন। তাই ঘড়ি কিনার আগে সঠিক ধারণা নিয়ে যাবেন।

এবং তাই এই সঠিক ধারণা দেওয়ার জন্য চলুন নিম্নে কিছু কিছু মোবাইল ঘড়ির দাম কি বাংলাদেশে, তার সম্পর্কে জেনে নেওয়া যাক-
  • T900 Ultra2, দাম ৭৫০ টাকা।
  • T800 Ultra smart watch, ৬৯০ টাকা।
  • T900 Ultra smart watch, ৬৯৯ টাকা।
  • S8 Ultra 4G smart watch, ৩,৯৯৯ টাকা।
  • S8 Ultra 5G smart watch with sim card, ৪০৫০ টাকা।
  • watch 8 Ultra smart watch, ১৪৪০ টাকা।
  • K10 single sim smart watch with calling functio, ১৩৮০ টাকা।
  • T800 Ultra 2 smart watch, ৬৯৯ টাকা।
  • Keqiwear KW19 Max Multifunctional smart watch, ১০৫০
  • S9 Ultra 5G smart watch, ৪৩৮৬ টাকা।
আপনাদেরকে কিছুটা হলেও ওয়াটারপ্রুফ মোবাইল ঘড়ির যে দাম কি? সে সম্পর্কে ধারণা দিতে পেরেছি। তাই আপনি চাইলে দেখে শুনে এরকম দামে কিনে নিতে পারেন। তাছাড়াও আপনাদেরকে উপরে ১৫০০ টাকার মধ্যে কিছু ভালো ঘড়ির কথাও বলা হয়েছে, সেইটাও পড়ে এসেছেন। এবং এসব ঘড়ির প্রতি কিছু টা ধারণা পেয়েছেন।

1000 টাকার মোবাইল ঘড়ি

1000 টাকার মোবাইল ঘড়ি অনেকেই খুজে থাকেন। এখন স্মার্ট লেভেলের ফিচার এড করা ঘড়ি, এবং বিভিন্ন ডিজাইনের হওয়ায় এর দিন দিন চাহিদা বেড়ে চলেছে। এবং এটিতে নতুন ফিচার এড করার জন্য অনেক আকর্ষনীয় হওয়ায়, এটি খুব জনপ্রিয়। এ জন্য এই স্মার্ট ওয়াচটি অনেকেই কিনতে চাই, সেইটা সাশ্রয়ী দামে।


এবং এই আর্টিকেলে আপনাদের এরকম কিছু সাশ্রয়ী দামের স্মার্ট ওয়াচের নাম বলবো, অনেকেই আছেন যারা স্মার্ট ওয়াচ কিনেছেন কিন্তু সঠিক দাম জানেন না। এবং অনেক ব্যবসায়ী ও আছে কম দামি স্মার্ট ওয়াচ, বেশি দামে বিক্রয় করে থাকে।

  • তাই এরকম ব্যবসায়ীদের থেকে রক্ষা পেতে বেশি কিছু ১০০০ টাকার মধ্যে স্মার্ট ওয়াচ সম্পর্কে বলবো-
  • X-7 bluetooth mobile watch, এইচডি ডিসপ্লে, কলিং সিস্টেম, ফিচার এড, গান সিস্টেম, রক্ত পরিমাপ এরকম অনেক সুবিধা পাবেন। এবং ২৪০ ও ২৪০ পিক্সেল রেজোলিউশন। এবং এর দাম ৯৯৮ টাকা।
  • T800 Ultra 2 smart watch, 1,99" ডিসপ্লে, ব্যাটারি ২০০ এমএ এইচ, ২৪০ ও ২৯৬ পিক্সেল রেজোলিউশন। এবং এটির দাম ৮৯০ টাকা।
  • T900 Ultra smart watch, 1.99" ডিসপ্লে, ২৮০ ও ৩২০ পিক্সেল রেজোলিউশন, ৩৮০ এমএ এইচ ব্যাটারি, র‍্যাম ১৯৬ কেবি, রম ১ এমবি+ ৬৪ এমবি। এবং এর দাম ৮৯০ টাকা
  • Y-68 sport smart watch, 240X240 pixel এবং এটি ওয়াটারপ্রোফ, এর দাম ৫৯৯ টাকা।
  • D-18 smart bracelet watch, 1.3" এবং ট্যাচ ক্রিন ও ওয়াটাপ্রোফ, এবং এর দাম ৬৯৯ টাকা।
  • D-13 smart waterproof mobile watch, এটিতে কলিং সিস্টেম, ট্যাচ ক্রিন, ব্লুটুথ ভার্সন, আটো লাইট ক্রিন এরকম বিভিন্ন সুবিধা রয়েছে। এবং এটির দাম ৭৯০ টাকা।
  • আপনাদেরকে উপরে অনেক গুলো স্মার্ট ওয়াচের নাম ও দাম সম্পর্কে তুলে ধরেছি। আপনি চাইলে পছন্দ অনুযায়ী যেকোন স্মার্ট ওয়াচ কিনতে পারেন। এসব স্মার্ট ওয়াচ খুব ভালো, কারণ এমন কিছু উপকারন দিয়ে তৈরী যা আকর্ষনীয় করে তুলেছে।

5000 টাকার মোবাইল ঘড়ি

5000 টাকার মোবাইল ঘড়ি বা স্মার্ট ওয়াচ নিয়ে এই অংশে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো। মানুষের চাহিদার শেষ নেই, মানুষের বিভিন্ন রকমের চাহিদা থাকে, এই চাহিদার ও পছন্দর উপর ভিওি করেই, বিভিন্ন রকমের স্মার্ট ওয়াচ ডিজাইন করে তৈরী করা হয়ে থাকে।

আপনার বাজেট যেহেতু ৫০০০ টাকার মতো, এই বাজেটে আপনি অনেক আকর্ষণীয় ডিজাইনের স্মার্ট ওয়াচ পাবেন। উন্নত মানের ফিটনেস ট্র্যাকিং, কলিং সিস্টেম এবং এক কথায় ক্লাসিক ডিজাইনের স্মার্ট ওয়াচ এই বাজেটের মধ্যে তৈরী করে থাকে। আপনার চাহিদা ও প্রয়োজনীয়তার ভিওিতে কিছু স্মার্ট ওয়াচ এর নাম বলা হল-

Haylou RS4 plus smart (metal strap): আপনার বাজেট যেহেতু অনেক এবং আপনি উন্নত মানের ও আকর্ষনীয় স্মার্ট ওয়াচ খুজছেন, আপনার জন্য কিন্তু Haylou RS4 plus smart খুব ভালো হবে। এইটায় বিভিন্ন ধরনের ফিটনেস ট্র্যাকিং, স্টেপ ট্র্যাকিং, হার্ট রেট মনিটরিং এবং আপনার ঘুম ট্র্যাকিং, এরকম বিভিন্ন ধরনের সুবিধা পাবেন। এবং ব্যাটারি অনেক ভালো।
Mibro TI Calling Amoled Smart watch: আপনার বাজেট ৫০০০ টাকার মধ্যে Mibro TI Calling Amoled Smart watch এইটা পেয়ে যাবেন। এইটায় এইচডি ডিসপ্লে, ১.৪ ইঞ্চি, এবং হার্ট রেট ট্র্যাকিং, ঘুম ট্র্যাকিং, রিমোট ক্যামেরা এবং বিভিন্ন ফোনের সাথে সংযোগ করা যায়।

joyroom JR-FC2 Classic Series Calling Waterproof Smart watch: আপনি যেহেতু অনেক আকর্ষনীয় ডিজাইনের স্মার্ট ওয়াচ খুজছেন, তাই আপনার জন্য joyroom JR-FC2 Classic Series Calling Waterproof Smart watch এই স্মার্ট ওয়াচটি খুব ভালো হবে। এইটায় ও সব রকমের সুবিধা পাবেন, উপরের স্মার্ট ওয়াচে যা সুবিধা রয়েছে কিছু কম বেশি এইটায় ও পাবেন।

তাছাড়াও আপনার বাজেট ও চাহিদা অনুযায়ী Xiaomi smart Band7 Imilab, W02 Calling Smart watch, S9 Ultra 5G smart watch ও খুব ভালো। এই গুলোতেও আপনি বিভিন্ন সুবিধা পাবেন এবং খুব আকর্ষনীয় ভাবে তৈরী করা হয়েছে, আপনার বাজেট ও চাহিদা, প্রয়োজনীয়তার উপর ভিওি করে।

300 টাকার মোবাইল ঘড়ি

300 টাকার মোবাইল ঘড়ি যারা খুজে থাকেন, তাদের জন্য এই অংশে কয়েকটি স্মার্ট ওয়াচ নাম বলা হল। আপনার বাজেট যেহেতু কম, সেহেতু কম বাজেটে কি স্মার্ট ওয়াচ ভালো হবে আপনার জন্য সেইটা এই অংশে আপনি জানতে পারবেন।


এবং আপনার যেহেতু কম বাজেট, সেহেতু আপনি Y80 Ultra smart watch, K10 Single sim smart watch calling function এরকম আরো অনেক কিছু স্মার্ট ওয়াচ পাবেন। হয়তো ৩০০ টাকার একটু বেশি দাম লাগতে পারে, তবে খুব ভালো হবে আপনার কম বাজেট হিসেবে।

মেয়েদের ঘড়ির দাম কত

মেয়েদের ঘড়ির দাম কত? সে সম্পর্কে এই অংশে কিছু কথা বলা হল। অনেক মেয়েরা আছে তাদের ঘড়ির সম্পর্কে সঠিক দাম জানা নাই। এবং দাম জানা না থাকা আবস্থায়, যদি সে ঘড়ি কিনতে যায়, তাহলে সঠিক দামে কিনতে পারবেনা। এ জন্য আপনাকে সঠিক দাম জেনে কিনতে হবে, আর আপনাদেরকে এই অংশে কয়েকটি ঘড়ির সঠিক দাম সম্পর্কে নিম্নে জানাবো-
  • লুইসউইল ওমেন রেসলেট ঘড়ি খুব কম দামে পাবেন, এই মডেলের ঘড়ির দাম ৩৪৯ টাকা।
  • এবং এসকে এমই আই লেদার ওয়াটারপ্রুফ ইলেকট্রনিক এই মডেলের হাত ঘড়ির দাম ৪৮০ টাকা।
  • কারেন ৯০১৫ ওমেন'স ওয়াচ এই মডেলের ঘড়িও অনেক ভালো, আপনার যদি একটু বাজেট বেশি থাকে, তাহলে এই ঘড়ি কিনতে পারেন। এইটার দাম ১১৬৬ টাকা।
  • তাছাড়াও একটু কম দামের ভিতরে যদি কিনতে চান, তাহলে নেভিফোর্স স্পোর্ট রিস্টওয়াচ নিতে পারেন। আপনার বাজেট এর মধ্যে পড়বে, এই মডেলের ঘড়ির দাম ৬১৭ টাকা।

শেষ কথাঃ 1500 টাকার মোবাইল ঘড়ি - ওয়াটারপ্রুফ মোবাইল ঘড়ি দাম

1500 টাকার মোবাইল ঘড়ি এবং ওয়াটারপ্রুফ মোবাইল ঘড়ি দাম কি? এর বিস্তারিত ভাবে আপনারা জেনেছেন। তাছাড়াও এই আর্টিকেলে মোবাইল ঘড়ির যাবতীয় সম্পর্কে খুব সহজ ভাবে উপস্থাপন করা হয়েছে, আশা করি আপনারা এই আর্টিকেলটি পড়ে মোবাইল ঘড়ির সম্পর্কে একটি ভালো ধারণা পেয়েছেন।

এবং এরকম তথ্য পেতে যদি চান, তাহলে আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন। তাছাড়াও বিভিন্ন ধরনের তথ্য এই ওয়েবসাইটে দেওয়া হয়, ভালো লাগলে বেশি বেশি ভিজিট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ট্রিক্সপ্রমোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url