দোয়া কুনুত মুখস্ত করার সহজ ৫টি পদ্ধতি, এর ফজিলত
আতরের নাম ও দাম সম্পর্কে বিস্তারিত জানুনআমরা প্রত্যেকে বিতরের নামাজ পড়ি কিন্তু প্রত্যেকে বিতরের নামাজে দোয়া কুনুত
পড়িনা। অনেকের এ দোয়া কুনুত মুখস্ত আছে, আবার অনেকের মুখস্ত নেই। তাই সে সকল
বন্ধুরা দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি জানতে চান। দোয়া কুনুত বাংলা অর্থসহ
জেনে আপনি খুব সহজে মুখস্ত করতে পারবেন।
দোয়া কুনুতের বেশ কিছু ফজিলত রয়েছে। দোয়া কুনুত বিতর নামাজে পড়তে হয়। যারা
আরবি জানেন না তাদের কাছে দোয়া কুনুত অত্যন্ত কঠিন মনে হয়। কিন্তু বাংলা অর্থসহ
দোয়া কুনুত দেখে বাংলায় পড়ে সহজে মুখস্ত করা যায়। আপনি দোয়া কুনুত মুখস্ত
করার সহজ পদ্ধতি গুলো জেনে অল্প কিছুদিনের মধ্যেই দোয়া কুনুত মুখস্ত করতে
পারবেন। দোয়া কুনুত বাংলা অর্থসহ জানলে সহজে দোয়া কুনুত মুখস্ত করা সম্ভব।
দোয়া কুনুতের ফজিলত, দোয়া কুনুত সহজ পদ্ধতিতে যেভাবে মুখস্ত করবেন, দোয়া কুনুত
সম্পর্কে প্রত্যেকটি বিষয়ে জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচিপত্রঃ দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি - দোয়া কুনুত বাংলা অর্থসহ
দোয়া কুনুত কখন পড়তে হয়
অনেকেই বিতরের নামাজ পড়েন, কিন্তু বিতরের নামাজ পড়ার সঠিক নিয়ম জানেন না, আবার
সঠিক নিয়ম জানলেও দোয়া কুনুত জানেন না অথবা পড়েন না। বিতরের নামাজে শেষ রাকাতে
দোয়া কুনুত পড়তে হয়। অন্যান্য নামাজের মতই নিয়ত করে বিতর নামাজ পড়তে হয়।
তিন রাকাত বিতরের নামাজ পড়লে শেষের রাকাতে দোয়া কুনুত পড়তে হয়।
দুই রাকাত নামাজ শেষ করার পর তৃতীয় রাকাতের পূর্বে সূরা ফাতিহা পড়ার পর, এর
সাথে একটি যেকোনো সূরা মিলিয়ে পড়তে হবে, এরপর আল্লাহু আকবার বলে দুই হাত কান
পর্যন্ত উঠিয়ে, আবার হাত বেঁধে নেবেন এরপর অন্যান্য সূরার মতই মনে মনে শব্দের
দোয়া কুনুত পড়বেন। এরপর রুকু ও সিজদা করে নামাজ শেষ করবেন।
দোয়া কুনুত এর ফজিলত
যারা দোয়া কুনুত জানেন না তারা দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি, দোয়া কুনুত
এর ফজিলত সম্পর্কে জানতে চান। দোয়া কুনুত অন্যান্য মূল্যবান দোয়া গুলোর মতই
অত্যন্ত মূল্যবান দোয়া। দোয়া কুনুত পাঠ করলে আল্লাহ তার বান্দার অন্যান্য
দোয়াগুলোকে কবুল করে নেন। দোয়া কুনুত পাঠ করার মাধ্যমে আল্লাহর কাছে নিজের
গুরুত্বপূর্ণ বিষয়গুলো আবেদনের মাধ্যমে তুলে ধরা হয়।
আরো পড়ুনঃ সরিষা ফুলের মধুর উপকারিতা
আমাদের প্রিয় নবী (সা) মাঝে মাঝে দোয়া কুনুত পাঠ করতেন। মুসলমানদের উপর বিপদ
আপদ আসলে আমাদের প্রিয় নবী (সা) দোয়া কুনুত পাঠ করতেন। নামাজের মধ্যে দোয়া
কুনুত পাঠ করলে আল্লাহ সেই বান্দার দোয়া কবুল করেন। নামাজের মধ্যে দোয়া কুনুত
পড়লে আল্লাহ সে বান্দাকে ক্ষমা করেন।
দোয়া কুনুত আল্লাহর রহমত এবং সাহায্য লাভের মাধ্যম। বিপদ থেকে পরিত্রাণের জন্য
দোয়া কুনুত অত্যন্ত কার্যকর। আত্মশুদ্ধি এবং ইবাদতের পূর্ণতার জন্য প্রত্যেকটি
মুসলিমকে দোয়া কুনুত পাঠ করা জরুরী।
দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি
অনেকে দোয়া কুনুত জানেন না, মুখস্ত করতে চান কিন্তু আরবী না জানাই মুখস্ত করতেও
পারেন না। অনেকে বাংলা জানেন তাই বাংলা পড়ে মুখস্ত করেন। কিন্তু যারা বাংলা
জানেন না বাংলা পড়তে পারেন না তারা কিভাবে মুখস্ত করবেন। যারা দোয়া কুনুত জানেন
না তারা দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি জানতে চান।
আজকে আপনাদের দোয়া কুনুত মুখস্ত করার ৫টি সহজ পদ্ধতি জানিয়ে দেবো। এই পদ্ধতি
গুলো অনুসরণ করে আপনি লিখতে অথবা পড়তে না পারলেও দোয়া কুনুত মুখস্ত করতে
পারবেন। দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি গুলো নিচে দেওয়া হলোঃ
একাধিক বার পড়ুনঃ দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি হলো একাধিকবার
পড়া। আপনি বাংলা অথবা আরবি যে ভাষায় পড়তে জানেন সে ভাষাতে বারবার পড়তে থাকুন।
প্রতিদিন নিয়মিত পড়ুন, এতে আপনার উচ্চারণ করতে সহজ এবং মুখস্ত করতে সহজ হবে।
ছোট ছোট অংশ করে পড়ুনঃ মুখস্ত করার পূর্বে ছোট ছোট অংশ করে নিয়মিত
পড়ুন। প্রতিদিন দোয়া কুনুতের এক লাইন করে পড়তে থাকুন। নিয়মিত এক লাইন এক লাইন
করে মুখস্ত করা বৃদ্ধি করুন। এভাবে ধীরে ধীরে এক লাইন এক লাইন করে সহজে ছোট ছোট
অংশে মুখস্ত করতে পারবেন।
অর্থ বোঝার চেষ্টা করুনঃ নিয়মিত দোয়া কুনুত পড়ুন পাশাপাশি দোয়া
কুনুতের অর্থ বোঝার চেষ্টা করুন। কেননা অর্থ বুঝে পড়লে সহজে মুখস্ত হয়। আপনি যত
অর্থ বুঝে পড়বেন, তত বেশি আপনার সে বিষয়টি মুখস্ত করতে সহজ হবে। তাই আপনি যতবার
পড়বেন অর্থ বুঝে পড়ুন।
পড়ুন ও লিখুনঃ আপনার কাছে যদি বাংলা ভাষার সহজ হয় সে ক্ষেত্রে
বাংলা ভাষায় পড়ুন। কয়েক লাইন করে পড়বেন পড়ার পর লিখবেন। যদি আরবি ভাষা সহজ
হয় সে ক্ষেত্রে আরবি ভাষায় পড়ুন, এবং আরবি ভাষায় লিখুন। বারবার পড়ুন এবং
যতটুকু মুখস্ত হবে ততটুকু লিখার চেষ্টা করুন। এভাবে বারবার পড়া ও লেখার মাধ্যমে
মুখস্ত করতে সহজ হবে।
আরো পড়ুনঃ ডার্ক চকলেট কোনটা ভালো
অডিও রেকর্ডিং শুনুনঃ যারা লিখতে ও পড়তে পারেন না তাদের জন্য
সবচেয়ে সহজ উপায় হল অডিও রেকর্ডিং শোনা। আরবি ও বাংলা উচ্চারণে প্রথমে দোয়া
কুনুতের অডিও রেকর্ডিং সংগ্রহ করুন। আপনি যদি পড়তে পারেন সে ক্ষেত্রে আপনি বাংলা
অথবা আরবি ভাষায় পড়ে অডিও রেকর্ডিং করুন, এরপর নিজের রেকর্ডিং বারবার শুনতে
থাকুন। এভাবে আপনি অডিও রেকর্ডিং শুনে সহজে মুখস্ত করতে পারবেন।
প্রিয় পাঠক উপরে দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি গুলো আপনাদের সাথে শেয়ার
করেছি। এই পদ্ধতি গুলো সবচাইতে সেরা। আপনি এই পদ্ধতি গুলো অনুসরণ করে খুব সহজে
দোয়া কুনুত মুখস্ত করতে পারবেন। আশা করি দোয়া কুনুত মুখস্ত করার সবচেয়ে সেরা
৫টি সহজ পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন।
দোয়া কুনুত বাংলা অর্থসহ
অনেকে দোয়া কুনুত বাংলা অর্থসহ খোঁজ করেন। দোয়া কুনুত বাংলায় পড়ে সহজে মুখস্ত
করা যায়। কেননা অর্থ বুঝে পড়লে সেটি মনে রাখা সহজ হয়। যারা আরবি পড়তে পারেন
না, বাংলা পড়তে পারেন তাদের ক্ষেত্রে দোয়া কুনুত বাংলা অর্থ সহ বুঝে পড়া
অত্যন্ত সহজ। মনে রাখার ক্ষেত্রে বাংলায় দোয়া কুনুত পড়ে মনে রাখা অত্যন্ত সহজ।
তাই যারা দোয়া কুনুত বাংলা অর্থসহ খোঁজ করেন তাদের উদ্দেশ্যে নিচে দোয়া কুনুত
বাংলা অর্থসহ দেওয়া হলোঃ
আল্লাহুম্মা ইন্না নাসতা-য়িনুকা ওয়া নাসতাগ-ফিরুকা, ওয়ানু মিনু বিকা, ওয়া নাতা
ওয়াক্কালু আলাইকা ওয়া নুছনি আলাইকাল খাইর। ওয়া নাসকুরুকা ওয়ালা নাক ফুরুকা, ওয়া
নাখলাউ উয়ানাত রুকু মাইয়্যাফ যুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকানা বুদু ওয়ালাকা
নুছল্লি, ওয়ানাস জুদু, ওয়া ইলাইকা নাসয়া, ওয়া নাহফিদু, ওয়া নারজু রাহ-মাতাকা, ওয়া
নাখশা আজাবাকা ইন্না আজাবাকা বিলকুফ-ফারি মুলহিক।
বাংলা অনুবাদঃ হে আল্লাহ আমরা আপনার সাহায্য চাই, আপনার নিকট ক্ষমা
চাই, আপনার প্রতি ঈমান রাখি, আপনার ওপর ভরসা করি, সকল মঙ্গল আপনার দিকে ন্যস্ত
করি। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ হয়ে থাকি, অকৃতজ্ঞ হই না। হে আল্লাহ আমরা আপনার
দাসত্ব করি, আপনার জন্য নামাজ পড়ি এবং আপনাকে সেজদা করি। আমরা আপনার দিকে এগিয়ে
চলি। আমরা আপনার রহমত আশা করি এবং আপনার আজাবকে ভয় করি। আর আপনার আজাব তো
কাফেরদের জন্যই নির্ধারিত
দোয়া কুনুত ছবি
অনেকে চান দোয়া কুনুত ছবি দেখে মুখস্ত করতে। দোয়া কুনুত ছবি দেখে মুখস্ত করার
সহজ হয়। তাই অনেকে দোয়া কুনুত ছবি খোঁজ করেন। দোয়া কুনুত এর ছবি মোবাইলে রেখে
যখন-তখন সহজেই মোবাইল ফোন বের করে এই ছবি থেকে দোয়া কুনুত পাঠ করা যায়। যাদের
মুখস্ত নেই তারা চাইলে এই ছবি থেকে দোয়া কুনুত সহজে মুখস্ত করতে পারেন। তাই
অনেকে ঝামেলা ছাড়াই মুখস্ত করার জন্য দোয়া কুনুত ছবি খোঁজ করেন। সে সকল
বন্ধুদের উদ্দেশ্যে নিচে দোয়া কুনুত এর ছবি দেওয়া হলোঃ
দোয়া কুনুত এর বিকল্প
দোয়া কুনুত এর বিকল্প সম্পর্কে অনেকে খোঁজ করেন। বিশেষ করে যারা দোয়া জানেন না
তারা দোয়া কুনুত এর বিকল্প খোঁজ করেন। আমাদের প্রিয় নবী বিতরের সালাত আদায়
করার সময় দোয়া কুনুত পাঠ করতেন। তাই আমাদের প্রিয় নবীর সুন্নত অনুসরণ করতে হলে
দোয়া কুনুত পাঠ করতে হবে। তবে যারা দোয়া কুনুত জানেন না তারা অন্য কিছু দোয়া
পড়তে পারেন।
দোয়া কুনুত এর অর্থ হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। তাই আপনি আল্লাহর কাছে
অন্যান্যভাবে ও ক্ষমা প্রার্থনা করতে পারেন। অন্যভাবে ক্ষমা প্রার্থনা করলেও
আপনার দোয়া ও নামাজের শুদ্ধভাবে তবে প্রিয় নবীর সুন্নত আদায় করার জন্য আপনাকে
আপনাকে দোয়া কুনুত পড়তে হবে। দোয়া কুনুত যদি না মুখস্ত থাকে সে ক্ষেত্রে দ্রুত
মুখস্ত করে নেওয়া প্রয়োজন।
আরো পড়ুনঃ কাঁচা রসুন খাওয়ার উপকারিতা ও অপকারিতা
দোয়া কুনুত মুখস্ত না থাকলে আপনি সুরা ফাতেহা পাঠ করার পর, যেকোনো একটি সূরা
মিলিয়ে নিন, এরপর দোয়া কোনদিন পরিবর্তে সূরা ইখলাস ৩ বার পড়ুন। এছাড়া দোয়া
কুনুত মুখস্ত না থাকলে আপনি দোয়া কুনুতের পরিবর্তে "রব্বানা আতিনা ফিদ-দুনিয়া
হাসানাতঁও ওয়াফিল আখিরাতে হাসানাতঁও ওয়া কিনা আজাবান নার" এই দোয়া পাঠ করতে
পারেন।
অথবা দোয়া কুনুতের পরিবর্তে আল্লাহুম্মাগ ফির লানা কয়েকবার পড়তে পারেন, এছাড়া
কয়েকবার "আস্তাগফিরুল্লাহ" পড়তে পারেন। এভাবে আপনি দোয়া কুনুতের পরিবর্তে এ
দোয়াগুলো পাঠ করে নামাজে সম্পূর্ণ করতে পারেন। তবে প্রিয় নবীর সুন্নত আদায়ের
জন্য অবশ্যই দোয়া কুনুত মুখস্ত করে নিন।
বিতর নামাজে দোয়া কুনুত না পারলে কি পড়তে হবে
অনেকে মনে করেন দোয়ায়ে কুনুত না পড়লে নামাজ হয়না। আসলে এটি ভুল ধারণা দোয়া
কুনুত না পড়লেও নামাজ হয়। তবে সূরা ফাতিহা পড়ার পর অন্য একটি সূরা মিলানোর পর
দোয়া কুনুত না জানা থাকলে আপনি অন্যান্য কিছু দোয়া পড়তে পারেন। তবে দোয়া
কুনুত না পড়লে আপনার নামাজ বাতিল হবে না। তবে দোয়া কুনুত শিখে নেওয়া উত্তম কারণ
দোয়া কুনুত সুন্নত।
আমাদের প্রিয় নবী বিতরের নামাজ পড়ার সময় দোয়া কুনুত পড়তেন। তাই আমাদের
প্রত্যেকের উচিত দোয়া কুনুত মুখস্ত করে নেওয়া। যদি দোয়া কুনুত না জানেন
সেক্ষেত্রে সূরা ফাতিহার পর একটি সূরা পাঠ করে মিলিয়ে নিন, এরপর সূরা ইখলাস
তিনবার পাঠ করুন, তাছাড়া দোয়া কুনুত জানা না থাকলে,
আপনি এই দোয়া পড়তে পারেন "রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতঁও ওয়াফিল আখিরাতে
হাসানাতঁও ওয়া কিনা আজাবান নার" অথবা কয়েকবার "আস্তাগফিরুল্লাহ" পাঠ করতে
পারেন। তবে দীর্ঘদিন এভাবে নামাজ পড়ে নিয়ম বানিয়ে নেবেন না। অবশ্যই দোয়া
কুনুত মুখস্ত করে নেবেন কেননা এটি সুন্নত।
লেখকের মন্তব্য
আমি তারেক ট্রিক্সসপ্রমো ওয়েবসাইটের এডমিন। আমি চাই আপনাদের বাংলা ভাষায় সঠিক
তথ্য দিয়ে সহযোগিতা করতে। আজকের আর্টিকেলটিতে দোয়া কুনুত মুখস্ত করার সহজ
পদ্ধতি, দোয়া কুনুত এর ফজিলত, দোয়া কুনুত সম্পর্কে প্রত্যেকটি বিষয়ে সঠিক তথ্য
শেয়ার করেছি প্রত্যেকটি বিষয়ে সঠিক তথ্য শেয়ার করেছি। আশা করি বিষয় গুলো জেনে
উপকৃত হবেন।
আর্টিকেলটি ভালো লাগলে অন্যদের সুবিধার্থে শেয়ার করুন। নিয়মিত এরকম
গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। পুরো আর্টিকেলটি
মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ট্রিক্সপ্রমোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url