ডালিয়া ফুলের চারা তৈরি ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

সরিষা ফুলের মধুর উপকারিতাডালিয়া ফুলের চারা তৈরি কিভাবে করতে হয়? এবং ডালিয়া ফুলের চাষ পদ্ধতি টা আসলে কি? সে সম্পর্কে এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি ডালিয়া ফুল সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।


তাছাড়াও এই আর্টিকেলে ডালিয়া ফুলের যাবতীয় সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। কিভাবে চারা রোপন করতে হয়, চাষ পদ্ধতি, সার প্রয়োগ এবং টবে কিভাবে রোপন করবেন বা আপনার নির্ধারিত স্থানে কিভাবে রোপন করবেন তার বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন।

পেজ সূচিঃ ডালিয়া ফুলের চারা তৈরি

ডালিয়া ফুলের চারা তৈরি

ডালিয়া ফুলের চারা তৈরি এবং তার পদ্ধতি ও নিয়ম সম্পর্কে অনেকেই জানতে চাই। কারন এই ডালিয়া ফুল দেখতে অনেক সুন্দর হয়, এবং এর চাহিদা ও রয়েছে অনেক। আর বিশেষ করে এই ডালিয়া ফুল চাষ করা খুব সহজ, আপনি চাইলে আপনার বাসার ছাদে এর চারা তৈরী করতে পারবেন।

তবে এই ডালিয়া ফুলের চারা প্রধানত, মূলজ কন্দ থেকে চারা তৈরী, শাখা কলম থেকে চারা তৈরী এবং ক্ষেত্রেবিশেষ এর জোড় কলমের সাহায্য বংশবিস্তার করে থাকে। চলুন নিম্নে জেনে নেওয়া যাক ডালিয়া ফুলের কিভাবে চারা তৈরী করা হয় সে পদ্ধতি-
ডালিয়া ফুলের চারা যেভাবে তৈরী করবেন-
  • মূলজ কন্দ থেকে চারা তৈরী বলতে, আপনারা দেখবেন ডালিয়া গাছের গোড়ায় কিন্তু মূলজ কন্দ জন্মায়। এবং এই গোড়ায় জন্মানো মূলজ কন্দই কিন্তু পরবর্তী বছরের জন্য চারা তৈরী উপযোগী হয়ে থাকে।
  • এবং এটি সাধারণত ফাল্গুন্ব ও চৈত্র মাসের দিকে যখন ফুল শেষের দিকে পাতা ও ডাটা শুকিয়ে আসলে, তখন কিন্তু এইটা চারা তৈরীর উপযোগী হয়ে থাকে।
  • এবং মাটির নিচ থেকে অক্ষত অবস্থায় কন্দ তুলতে হয়, এবং এটি তুলার পর ১ থেকে ২ দিন বাতাসে শুকাতে হয়। তারপর আলুর মতো শুষ্ক বালিতে তা সংরক্ষণ করা হয়ে থাকে।
  • এবং এটিকে ভাদ্র ও আশ্বিন মাসে কন্দগুলোকে আপনি অর্ধেক মাটি ও অর্ধেক বালি মিশ্রিত টবে বা যেখানেই হোক আপনি বীজ রোপন করে, তার সাথে সামান্য পানি সঞ্চালন করে দিবেন।
  • এরপর কয়েক দিনের ভিতরে কন্দের চোখ থেকে নতুন চারা বের হয়। এবং যখন দেখবেন চারা ২ থেকে ৫ সে.মি. লম্বা হয়েছে, তখন আপনি মূলজ কন্দকে চারা সহ কেটে টুকরো করে নির্ধারিত স্থানে রোপন করবেন।
  • এবং এটিকে আশ্বিন ও অগ্রহায়ন মাসে ডালিয়ার যে ডাল রয়েছে তা কলম করা যায়, এবং মূলজ কন্দ থেকে কচি চারা বা ডাল গিটসহ কেটে নিতে হয়।
  • এবং সেই কাটা অংশ বালি ভর্তি টবে, তার সাথে হালকা টবে পানি দিয়ে কাটা অংশ পুঁতে দিতে হয়। এবং ১০ থেকে ১৫ দিনের দেখবেন ডালে শিকড় গজাবে।
  • এবং তারপর যা করবেন তা হচ্ছে, শিকড় গজানো কলম গুলো সাবধানে তুলবেন। তারপর পলিথিন ব্যাগ বা ছোট টব নিবেন, তার সাথে মাটি ও ৫০ শতাংশ গবর মিশিয়ে হালকা পানি দিয়ে লাগাবেন।
  • এবং ৮ থেকে ১০ দিনের ভিতরে চারা সতেজ হয়ে উঠলে, তখন আপনি নির্ধারিত স্থানে বা টবে রোপন করতে পারবেন।
  • ডালিয়া চাষের জন্য জমিতে কিন্তু জাদভেদে চারা রোপন করতে হয়, তাই জাদভেদে আপই ৬০ থেকে ৯০ সে.মি. দূরত্বে চারা রোপন করতে হয়। এবং প্রতি টবে ১ টি করে চারা রোপন করবেন, এবং টবের আকার ২৫ সে.মি. উপযুক্ত বলে মনে করা হয়।

ডালিয়া ফুলের চাষ পদ্ধতি

ডালিয়া ফুলের চাষ পদ্ধতি কি? সে সম্পর্কে এই অংশে জানতে পারবেন। এবং উপরে জেনেছেন ডালিয়া ফুলের চারা তৈরি কিভাবে করতে হয়। কিন্তু চাষ পদ্ধতি কি সেইটা জানেন নাই, এখন আপনাদেরকে এই অংশে ডালিয়া ফুল কিভাবে চাষ করতে হয়, কিছু বিষয় রয়েছে সে সম্পর্কে জানাবো-

জলবায়ুঃ আপনাকে ডালিয়া ফুল চাষ করতে হলে প্রথমে জলবায়ু দেখতে হবে। কারণ ডালিয়া ফুল প্রধানত শীতকালে চাষ করা হয়ে থাকে, এবং সূর্যলোক প্রয়োজন হয়ে থাকে। এবং আলো যদি কম হয় তাহলে ডালিয়া ফুল গাছ লম্বা ও দুর্বল হয়ে থাকে।
এতে করে ফুল কম হয়ে থাকে, ফুলের রঙ উজ্জ্বল হয়না। এবং এর তাপমাত্রা ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস এ জন্য ডালিয়া ফুল চাষ করতে জলবায়ু খেয়াল রাখা উচিত।

মাটি বা জমি নির্বাচনঃ ডালিয়া ফুল চাষ করতে হলে আপনাকে সঠিক ভাবে মাটি নির্বাচন করতে হবে, তাছাড়া ডালিয়া ফুল চাষ করতে বাধাগ্রস্থ হতে পারে।

এমন মাটি নির্বাচন করবেন যেনো সূর্য আলো থাকে, এবং সুনিষ্কাশিত উর্বর দো-আঁশ এবং সামান্য কারীয় পি এইচ ৭ থেকে ৭.৫ মাটি ডালিয়া ফুল চাষের জন্য উপযুক্ত বলে মনে করা হয়ে থাকে।

ডালিয়া ফুলের জাতঃ অনেক অনেক ডালিয়া ফুলের জাত ও রঙের রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ডালিয়া ফুলের জাতের নাম হচ্ছে- স্টার ডালিয়া হোয়াইট ষ্টার, সিংগল ডালিয়া কমেন্ট, বেঁটে ডালিয়া হানি, অ্যানেমনি ডালিয়া, ডবল শো ফ্যান্সি মার্লিন ইত্যাদি।
জমি তৈরী ও সার প্রয়োগ-
ডালিয়া ফুলের জন্য আপনার জমির মাটি তৈরি করতে হবে নরম ও ঝুর ঝুরে তাহলে আপনার ডালিয়া ফুলের জন্য উপযুক্ত মাটি হবে। কি পরিমান জমিতে, কি পরিমান সার বা অন্য উপাদান দিতে হবে তা নিম্নে বলা হল-
  • এবং আপনার ১০০ বর্গ মিটার জমি ক্ষেত্রে-
  • ২০০ কেজি গোবার উপযুক্ত হয়ে থাকে।
  • ৩ কেজি কাঠের ছাই নিবেন।
  • এবং সাথে ২ কেজি টিএসপি সার নিবেন
  • তারপর সব গুলো মিশিয়ে ভালো করে তৈরী করে নিবেন।
এবং ভারি জমিতে গোবরের পরিমান বাড়ানো ডালিয়া ফুলের জন্য উপযুক্ত বলে মনে করা হয়।
টবে ডালিয়া ফুলের চাষের ক্ষেত্রে-
  • ২ ভাগ দো-আঁশ মাটি নিবেন।
  • ২ ভাগ বালি নিবেন।
  • ২ ভাগ কাঠের ছাই নিবেন।
  • পাতা পচা সার নিবেন ১ ভাগ।
  • খৈল নিবেন ১ ভাগ।
  • গোবর নিবেন ১ ভাগ।
  • ১ ভাগ টিএসপি সার নিবেন।
এবং শেষে সব কিছু ভালো করে মিশিয়ে টবের জন্য প্রস্তুত করে নিবেন। এবং তাছাড়াও ডালিয়া চাষ করতে হলে আবহাওয়া অনুযায়ী ব্যবস্থা নিতে হয়।
  • যদি বৃষ্টিতে মাটি সাঁতসঁতে অবস্থায় থাকে তাহলে পানি দেওয়ার প্রয়োজন পড়বেনা।
  • তবে যদি আপনার মাটি শুষ্ক হয়ে থাকে, তাহলে জমির আদ্রতা বাড়াতে হবে পানি দিয়ে। কারন ডালিয়া গাছের জন্য আদ্র মাটি প্রয়োজন।
  • এবং আপনার যদি টবের গাছ হয় সেই ব্যবস্থা নিবেন। বৃষ্টির জন্য উপরে ছাউনির ব্যবস্থা করবেন।
  • টবের ক্ষেত্রে নিয়ম করে পানি দিয়ে মাটি আদ্র করে রাখা উচিত।
  • এবং ফুলের আকার বড় করা জন্য প্রতি শাখায় ১ টি করে কড়ি রেখে বাকি গুলো ভেঙে দিলে ভাল হয়।
  • এবং গাছের পাতায় পানি সঞ্চালন করা ভালো এবং গাছ যখন বড় হবে তখন গাছে সাথে লাঠি ঠেস দেওয়া ভালো।

ডালিয়া ফুল কোন ঋতুতে ফোটে

ডালিয়া ফুল কোন ঋতুতে ফোটে? এটি সাধারনত রোপনের উপযুক্ত সময় বসন্তের শেষের দিকে। এবং এটির ৪০ টির ও বেশি প্রজাতি রয়েছে। এবং এটি জুলাই থেকে শরতের শেষের দিকে ফোটে।

ডালিয়া চারা কখন কাটতে হয়

ডালিয়া চারা কখন কাটতে হয়? তা অনেকেই এই প্রশ্ন করে থাকে। ডালিয়া চিমটি করার আসলে সময় হল ১২" থেকে ১৬" পর্যন্ত লম্বা হয় এবং কমপক্ষে ৪ সেট পাতা কেন্দ্রের বৃন্দে থাকবে তখন।

ডালিয়া ফুল

ডালিয়া ফুল আসলে সবার কাছে পছন্দনীয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে, এই ফুলের সুন্দর্য। এই ফুল অনেক অনেক সুন্দর হয়ে থাকে, তাই এই ফুলের জনপ্রিয়তাও অনেক রয়েছে। এই ফুলে বিভিন্ন রঙের হয়ে থাকে, যেমন- লাল, সাদা, হলুদ, বেগুনি, চকলেট, গোলাপি ইত্যাদি রঙের হয়ে থাকে।


তাছাড়াও এই ফুল চাষ করা খুব সহজ, আপনি টবে বা যেকোন স্থানে চাষ করতে পারবেন। তবে মাটি সঠিক ভাবে নির্বাচন করতে হবে, মাটি যেনো দো-আঁশ হয় এবং সূর্যের আলো লাগে এরকম জায়গা হতে হবে। এবং এটি বাংলাদেশের বিভিন্ন স্থানে চাষ করে থাকে, দাম একটি ষ্টিকের ১০ থেকে ১৫ টাকা হয়।

ডালিয়া ফুল আসছে না কেন

ডালিয়া ফুল আসছে না কেন? তার কারণ হচ্ছে আপনি পর্যাপ্ত পরিমান নিয়ম করে পানি না দেওয়ায়। এবং পর্যাপ্ত সূর্যের আলো না পাওয়ায়, ডালিয়া গাছের অন্তত ৬ থেকে ৮ ঘন্টা সূর্যের আলো লাগা উচিত।

শেষ কথাঃ ডালিয়া ফুলের চারা তৈরি

ডালিয়া ফুলের চারা তৈরি এবং তার পদ্ধতি কি? তার যাবতীয় সম্পর্কে এই আর্টিকেলে বিস্তারিত ভাবে জেনেছেন। তাই আপনি যদি ডালিয়া ফুল চাষ করতে চান, তাহলে উপরের নিয়ম অনুযায়ী চাষ করতে পারেন এবং চারা রোপন করতে পারেন।

এবং আজকের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে এরকম আরো বেশি বেশি তথ্য পেতে এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন। কারণ এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের জ্ঞান মূলক তথ্য প্রকাশ করা হয়ে থাকে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ট্রিক্সপ্রমোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url