সারা গায়ে চুলকানি ঔষধ

আয়রন ট্যাবলেট খেলে কি মোটা হয়সারা গায়ে চুলকানি ঔষধ কি সে সম্পর্কে এই আর্টিকেলে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। এবং তাছাড়াও চুলকানির ঔষধের নাম স্কয়ার কোম্পানির কি কি তাও বলা হয়েছে এই আর্টিকেলে। এবং চুলকানির যাবতীয় সম্পর্কে জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য কাজে দিবে।

কারণ চুলকানি কি, কি কি কারণে একজন মানুষের চুলকানি হয়ে থাকে। এবং চুলকানি দূর করার ঔষধ গুলো কি তার যাবতীয় নিম্নে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। এবং চুলকানির এসব যাবতীয় বিষয় জানতে শেষ পর্যন্ত পড়ুন-

পেজ সূচিঃ সারা গায়ে চুলকানি ঔষধ

সারা গায়ে চুলকানি ঔষধ

সারা গায়ে চুলকানি ঔষধ গুলো কি সে সম্পর্কে এই অংশে আপনারা বিস্তারিত ভাবে জানতে পারবেন। চুলকানিকে কিন্তু প্রুরিটাস বলা হয়ে থাকে এবং অস্বস্তিকর একটি অনুভূতি যা খুব ইচ্ছে করে জায়গাটিতে আঁচড়াতে। কিন্তু আপনাকে আগে বুঝতে হবে চুলকানি কি, এর উপসর্গ কি, কি কি কারণে হয়ে থাকে।

এবং চুলকানি থেকে মুক্তির উপায় কি, কিভাবে কি কি উপায়ে চুলকানি দূর করতে পারবেন তার যাবতীয় সমাধান নিয়ে এবং তার ঔষধ নিয়ে নিম্নে বিস্তারিত বলা হয়েছে।

কিন্তু আপনাকে প্রথমে জানতে হবে চুলকানি কেনো হয়, এর কারণ কি? এখন নিম্নে চুলকানির কারণ বলা হল-

স্ক্যাবিসঃ আপনার একটি ত্বকের পরজীবীর সংক্রামণ হচ্ছে কিন্তু এই স্ক্যাবিস যা আপনার লালচে ফুসকুড়ি ও চুলকানির কারণ হয়ে থাকে। এবং আপনারা হয়তো কেউ জানেন আবার হয়তো কেউ জানেন না, মানুষের ত্বকের বাহিরের স্তরে বসবাস করে কিন্তু এই স্ক্যাবিস পরজীবীটি।
এবং এই পরজীবীটি একজন মানুষের ত্বকের ভেতরের দিকে গিয়ে একটি সুড়ঙ্গ তৈরী করে থাকে। এবং সুড়ঙ্গ ভেতরে গিয়ে সেখানে ডিম দেয়। এবং একজন মানুষ থেকে অন্য মানুষের মধ্যে ছড়াতে পারে এই স্ক্যাবিস পরজীবীটি।

এলার্জিঃ এলার্জি আপনার বিভিন্ন কারণে হতে পারে, খাবারের কারণে আপনার এলার্জি হতে পারে, ধুলাবালির কারণে হতে পারে, পশুর লোম ও পোকামাকড় ইত্যাদির কারণে আপনার এলার্জি হতে পারে।

এবং বিরক্তিকর রাসায়নিক, প্রসাধনী কারণে চুলকানি এবং আপনি যদি অন্যান্য পদার্থের সংস্পর্শে যান তাহলে আপনার ত্বকের জ্বালা ও চুলকানি হতে পারে।

তছাড়াও আপনার সেল ফোন, বেল্টের ব্যাকেল ও গহনা মতো ব্যবহিত জিনিসগুলতে নিকেলের মতো সাধারণ অ্যালার্জেন থাকে। এর ফলে ত্বকের এলার্জির প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।

একজিমাঃ আপনার একজিমার মতো সমস্যা থাকলে চুলকানি হতে পারে। কারণ একজিমা দীর্ঘস্থায়ী একটি ত্বকের অবস্থা যা আপনার চুলকানি, ফোলাভাব, লালভাব ও ফুসকুড়ির কারণ হয়ে থাকে।

সোরিয়াসিসঃ আপনার সোরিয়াসিস এর মতো সমস্যা থাকলে সে কারণেও আপনার চুলকানি হতে পারে। কারণ আপনার ত্বকের একটি অবস্থা কিন্তু সোরিয়াসিস, এবং আপনার ত্বকের কোষ গুলির যদি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পায় সে কারণে চুলকানি, ফুসকুড়ি, লালভাব কারণ হয়ে থাকে।

অভ্যন্তরীণ কারণঃ অভ্যন্তরীণ কারণ হচ্ছে যদি আপনার কিডনির সমস্যা, লিভারের সমস্যা, ডায়াবেটিস এবং আপনার রক্তে যদি লোহিত কণিকার ঘাটতি থাকে এসব রোগের কারণে আপনার শরীরের বিভিন্ন পদার্থের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে যা আপনার চুলকানির কারণ হতে পারে।

কিছু ঔষধঃ এমন কিছু কিছু ঔষধ আছে যার পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে আপনার চুলকানি হতে পারে। প্রেসক্রিপশন, অ্যাসপিরিন, অপিওডস এবং সাথে কিছু রক্তচাপের ঔষধ আপনার ত্বকের চুলকানির কারণ হতে পারে।

পরিবেশ গত কারণঃ আপনার পরিবেশগত কারণেও চুলকানি হতে পারে, কারণ বিষ আইভির মতো কিছু গাছ আছে যার সংস্পর্শে আপনার তীব্র ফুসকুড়ি ও চুলকানি হতে পারে।

বয়সঃ আপনার ত্বকের গঠনে বয়স সম্পর্কিত যে পরিবর্তন হয় যা চুলকানির সংবেদনশীলতার প্রবণতা বাড়াতে পারে। এবং ৬৫ বছরের বয়সি লোকের ত্বক শুষ্ক হয়ে থাকে এবং শুষ্ক ত্বকে কিন্তু চুলকানি হয়।
আপনারা ইতিমধ্যে চুলকানির কারণ কি সে সম্পর্কে আশা করি কিছুটা হলেও ধারণা পেয়েছেন। এবং কিছু কিছু চুলকানির উপসর্গ রয়েছে তা হচ্ছে-

আপনার চুলকানি দীর্ঘস্থায়ী হতে পারে আবার আঁচড়ানোর পরে তা দূর হতে পারে। তবে আপনার যদি চুলকানির কারণ অন্য কোন ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জন্য হয় তাহলে চুলকানোর সাথে এসব হতে পারে যেমন-
  • জায়গাটি লালচে হওয়া
  • ফুলে যাওয়া
  • শুষ্ক ত্বক
  • জ্বালা হওয়া
  • প্রদাহ
  • ফোস্কা হওয়া
  • ত্বক আঁশের মতন হয়ে যাওয়া
  • খসখসে হওয়া
আপনারা ইতিমধ্যে একটু হলেও চুলকানির কারণ কি এবং এর উপসর্গ সম্পর্কে জানতে পারছেন আশা করি এখন আপনারা নিম্নে জানতে পারবেন সারা গায়ে চুলকানি যে ঔষধ তা কি কি সে সম্পর্কে-

স্ক্যাবিস চিকিৎসাঃ পারমেথ্রিন লোশন বা ক্রিম স্ক্যাবিস চিকিৎসায় ব্যবহার করে থাকে। কারণ স্ক্যাবিস পরজীবীকে এই পারমেথ্রিন ক্রিম দূর করে বা মেরে ফেলে। এবং এই পারমেথ্রিন ক্রিম আপনার ঘাড় থেকে পায়ের তালু পর্যন্ত ভালো করে লাগাবেন কোন জায়গা বাদ দিবেন না।

ক্রোটামিটন লোশনঃ এই ক্রোটামিটন লোশন চুলকানি এবং ত্বকের জ্বালায় ব্যবহার হয়ে থাকে। এলার্জির ফুসকুড়ি, আমবাদ, শুষ্ক একজিমা, রোদে পোড়া, চুলকানি ডার্মাটাইটিস, চিকেনপক্স, পোকার কামড়, হিট র‍্যাসেস, তাছাড়াও ব্যক্তিগত চুলকানিতে কিন্তু ক্রোটামিন লোশন ব্যবহার হয়। এবং এটি স্ক্যাবিসের পর ঘটিত প্রুরিটাস চিকিৎসাতে নির্দেশিত।

ইলিমেট প্লাস লোশনঃ আপনার যদি পুরো শরীরে চুলকানির মতো সমস্যা হয়ে থাকে তাহলে ইলিমেট প্লাশ লোশন ব্যবহার করতে পারেন। ইলিমেট প্লাস লোশন চুলকানি দূর করতে খুব কার্যকারী।

সালফার মলমঃ এই মলম চুলকানির জন্য কিন্তু পুরোনো চিকিৎসা বলা হয়ে থাকে। কারণ যারা উন্নত আধুনিক থেরাপি ব্যবহার করতে পারেনা তাদের জন্য যেমন- শিশু বা গর্ভবতী মহিলা।

এলার্জিজনিত চুলকানির চিকিৎসায়ঃ অ্যান্টিহিস্টামিন কিংবা কর্টিকোস্টেরয়েড ক্রিম এলার্জি জনিত চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। চুলকানি এবং অন্যান্য এলার্জির লক্ষণ কমাতে সাহায্য করে কিন্তু এই অ্যান্টিহিস্টামিন।
এবং হিস্টামিকে ব্লক করতে ও সাহায্য করে এই অ্যান্টিহিস্টামিন। আর কর্টিকোস্টেরয়েড ক্রিম আপনার প্রদাহ দূর করতে সাহায্য করে থাকে।

একজিমা চিকিৎসায়ঃ আপনার একজিমার সমস্যায় যে চুলকানি হয়ে থাকে তার চিকিৎসায় আপনি অ্যান্টিহিস্টামিন, ময়েশ্চারাইজার, কর্টিকোস্টেরয়েড ক্রিম কিংবা বাইপোলার ঔষধ ব্যবহার করতে পারেন।

এবং পিঠের চুলকানিতেও আপনি অ্যান্টিহিস্টামিন, ময়েশ্চারাইজার, কর্টিকোস্টেরয়েড ব্যবহার করতে পারেন।

সোরিয়াসিস চিকিৎসায়ঃ সোরিয়াসিস সমস্যায় আপনার যদি চুলকানি হয়ে থাকে তাহলে আপনি যে চিকিৎসা নিতে পারেন তা হচ্ছে কর্টিকোস্টেরয়েড ক্রিম, ময়েশ্চারাইজার, রেটিনয়েড কিংবা ফোটোথেরাপি এসবের মাধ্যমে চিকিৎসা নিতে পারেন।

অভ্যন্তরীণ চিকিৎসায়ঃ আপনার অভ্যন্তরীণ সমস্যার কারণে যদি চুলকানি হয়ে থাকে তাহলে আগে রোগের মূল কারণ বের করে তার পর চিকিৎসা করে থাকে।

সতর্কতাঃ আপনারা এসব ঔষধ খাবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর সেবন করবেন।

চুলকানির ঔষধের নাম স্কয়ার

চুলকানির ঔষধের নাম স্কয়ার সম্পর্কে এই অংশে বলা হয়েছে। চুলকানির সমস্যা এখন বেশি দেখা যায় এবং এই চুলকানি থেকে রক্ষা পেতে মানুষ বিভিন্ন ধরণের ঔষধ খেয়ে থাকে। তার মধ্যে অনেক মানুষের কাছে স্কয়ার কোম্পানির ঔষধ অনেক জনপ্রিয়।

এবং অনেক মানুষ আছে যারা স্কয়ার কোম্পানির ঔষধ কিনতে চাই কিন্তু চিনেনা বা নাম জানেনা তাই ওই সব মানুষের জন্য এই অংশে কিছু স্কয়ার কোম্পানির ঔষধের নাম বলা হয়েছে-
স্কয়ার কোম্পানির ট্যাবলেট-
  • Tebast 10 mg
  • Fexo 120 mg
  • Flugal 50 mg
  • Bilista 20 mg
  • Rupatrol 10 mg
এবং স্কয়ার কোম্পানির মলম হচ্ছে-
  • Ezex Cream
  • Togent Cream
  • Fungidal HC Cream
সতর্কতাঃ আপনি অবশ্যই এই গুলো ঔষধ খাবার পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে সে অনুযায়ী সেবন করবেন।

চুলকানি দূর করার ঔষধের নাম

চুলকানি দূর করার ঔষধের নাম কি সে সম্পর্কে এই অংশে বিস্তারিত বলা হয়েছে। বর্তমানে চুলকানি জনিত রোগ এই সমস্যায় অনেক মানুষ ভুগছে। এবং চুলকানি কিন্তু আপনার গরমের সময় বেশি হয়ে থাকে এবং এই চুলকানি দূর করতে আপনারা অনেক ক্রিম ব্যবহার করে থাকেন।

তাছাড়াও কিছু কিছু মানুষ সারা গায়ে চুলকানি ঔষধ খুজে থাকেন। এসব মানুষদের জন্য কিছু চুলকানির ঔষধ এর নাম বলা হয়েছে। এ জন্য আপনার যদি এলার্জি চুলকানির ঔষধের নাম জানতে ইচ্ছে হয় তাহলে নিম্নে চুলকানির অ্যান্টিবায়োটিক ঔষধের নাম দেওয়া হল দেখে নিন-
  • Atarax
  • Alatrol
  • Ordain
  • Darma-50
  • fexofenadine
  • Sendo
  • Diphenhyramine
  • Cetrizine
  • Desloratadine
  • Roxyzin-25
  • Roxyzin-10
  • Biltin-20
  • Telfin
  • Flugal-50
  • Artica-25
সতর্কতাঃ এসব ঔষধ খাবারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন এবং তারপর সেবন করবেন।

শেষ কথাঃ সারা গায়ে চুলকানি ঔষধ

সারা গায়ে চুলকানি ঔষধ সম্পর্কে আপনারা ইতিমধ্যে উপরে বিস্তারিত ভাবে জেনে এসেছেন। তছাড়াও আপনার চুলকানির যাবতীয় সম্পর্কে এই আর্টিকেলে জেনেছেন। এবং চুলকানির যেসব ঔষধের কথা বলা হয়েছে সে গুলো অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন।

এবং আজকের এই আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম আরো বেশি বেশি তথ্য পেতে আমার ওয়েবসাইট ভিজিট করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ট্রিক্সপ্রমোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url