অতিরিক্ত ঠোঁট ফাটার কারণ কি তার সম্পর্কে বিস্তারিত
মেয়েদের ঠোঁটের কালো দাগ দূর করার উপায়অতিরিক্ত ঠোঁট ফাটার কারণ কি তার সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং কিভাবে ঠোঁট
ফাটা কমানোর ঘরোয়া উপায় রয়েছে তার সম্পর্কে ও বিস্তারিত ভাবে এই আর্টিকেলে
আলোচনা করা হয়েছে।
এবং তাছাড়াও কিভাবে শীতে আপনার ঠোঁট ফাটা প্রতিরোধ করবেন ত্বক নরম ও কোমল রাখবেন
তার সম্পর্কে বিস্তারিত ভাবে বলা হয়ে জানতে চাইলে শেষ পর্যন্ত পড়ুন।
পেজ সূচিঃ অতিরিক্ত ঠোঁট ফাটার কারণ কি
অতিরিক্ত ঠোঁট ফাটার কারণ কি
অতিরিক্ত ঠোঁট ফাটার কারণ কি তা হচ্ছে শুষ্ক বাতাস এবং ঠান্ডা আবহাওয়া ও পরিবেশ
গত কারনে কম বেশি প্রায় সবারই ঠোঁট ফাটার মতো সমস্যা পড়ে থাকে।
ঠোঁট ফাটার লক্ষনঃ ঠোঁট ফাটার কারনের আগে আপনাকে লক্ষন টা বুঝতে হবে আপনি
যদি ঠোঁট ফাটার উপসর্গ বুঝতে পারেন তাহলে আগে থেকে সতর্ক হবেন। লক্ষন গুলোর মধ্যে
যেমন, ক্র্যাকিং, পিলিং, ব্যথা, ঠোঁট নাড়াতে অসুবিধা হতে পারে লালভাব ও জ্বালা ও
হতে পারে।
এরকম আরো কিছু লক্ষন রয়েছে যদি আপনি লক্ষন বুঝতে পারেন তাহলে আগে থেকে সতর্ক হবেন
তাহলে রোধ করতে পারবেন।
ঠোঁট ফাটার কারনঃ শীতে কম বেশি সবারই ঠোঁট ফাটে এবং গরমেও এর কারন হচ্ছে
শীতে শুষ্ক আবহাওয়া এবং কিছু ডিজিজ ওয়াইজ কারন আছে অ্যালার্জিক জেলাইটিক্স এর মতো
সমস্যা থাকলে প্রচুর পরিমানে ঠোঁট ফেটে থাকে।
এটোপিক ডামাটাইছেজ থাকলে ঠোঁট ফেটে যায়, এবং আপনার যদি এরকম ডিজিজ ওয়াইজ কারনে
যদি ঠোঁট ফেটে থাকে তাহলে নিদৃষ্ট ডিজিজ অনুযায় চিকিৎসা করবেন।
এবং পরিবেশ গত কারনে ঠোঁট ফেটে থাকে যেমন, শুষ্ক আবহাওয়া ও কম আর্দ্রতা, বায়ু
এক্সপোজার, ঠান্ডা আবহাওয়া, রোদে চলাফেরা করলে ঠোঁট ফাটার মতো সমস্যা হয়ে থাকে।
ঠোঁট ফাটলে করণীয়
ঠোঁট ফাটলে করণীয় হচ্ছে আপনার যদি ঠোঁট ফেটে থাকে তাহলে ৩ টি কাজ করবেন না। তাহলে
ভালো ফল পাবেন।
১. আপনার যদি ঠোঁট ফেটে থাকে তাহলে মুখের থুথু দিয়ে ঠোঁট ভিজাবেন না কারন মুখের
থুথু বাতাসে বাষ্প হয়ে চলে যায় ফলে আপনার ঠোঁট আরো বেশি শুকিয়ে যাবে।
২. আপনার ঠোঁট ফাটার মতো সমস্যা থাকলে আপনি কখনো ঠোঁট কামড়াবেন না এবং খুটিয়ে
খুটিয়ে ঠোঁট থেকে চামড়া কখনো তুলবেন না তাহলে আরো বেশি সমস্যা হবে।
৩. আপনার যদি ঠোঁট ফাটার মতো সমস্যা থেকে থাকে তাহলে ঠোঁট দিয়ে কখনো আপনি চাবি বা
ছেপটেপিন ধরবেন না তাহলে আরো বেশি সমস্যা হতে পারে।
ঠোঁট ফাটা কমানোর ঘরোয়া উপায়
ঠোঁট ফাটা কমানোর ঘরোয়া উপায় বেশকিছু রয়েছে যা ব্যবহারের মাধ্যেমে আপনি ঠোঁট
ফাটার মধ্যে সমস্যা ঘরোয়া ভাবে দূর করতে পারবেন। কারন শীতে কম বেশি ছোট বড় সবারই
শুষ্ক আবহাওয়া, আর্দ্রতার এসব পরিবেশের কারনে ঠোঁট ফেটে থাকে এ জন্য কিছু ঘরোয়া
উপায় হল-
অলিভ অয়েল ও চিনি এবং বেসনঃ আপনার যদি ঠোঁট ফাটার মতো সমস্যা থেকে থাকে
তাহলে আপনি যদি অলিভ অয়েল, চিনি, বেসন ভালো করে মিশিয়ে প্যাক তৈরী করে আপনার
ঠোঁটে ভালো করে লাগাবেন।
এবং সময় মতো ধুয়ে ফেলবেন দেখবেন আপনার ঠোঁটের মরা কোষ উঠে যাবে এবং আপনার ঠোঁট
ফাটা দূর করে ঠোঁটের কমলতা বজায় রাখতে সাহায্য করবে।
নারিকেল তেলঃ আপনার ঠোঁট ফাটার মতো সমস্যা দূর করতে নারিকেল তেল খুব
কার্যকারী। কারন নারিকেল তেলে ফ্যাটি অ্যাসিড থাকে যা শুষ্কতা দূর করে আপনার ঠোঁট
ফাটা দূর করতে সাহায্য করে থাকে।
অলিভ অয়েলঃ প্রাকৃতিক মশ্চারাইজার হিসেবে কিন্তু অলিভ অয়েল খুব কার্যকারী
কারন এতে ফ্যাটি অ্যাসিড রয়েছে যা ত্বকের শুষ্কতা ও ঠোঁটের ফাটা দূর করে থাকে।
তাই আপনি যদি দিনে ১ বা ২ বার ব্যবহার করেন আপনার ঠোঁট নরম ও কোমল রাখবে ঠোঁটের
ফাটা দূর করে।
লিপজেল বা ভ্যাজলিনঃ আপনি যদি নিয়মিত লিপজেল বা ভ্যাজলিন ব্যবহার করতে
পারেন তাহলে আপনার ঠোঁট ফাটা দূর করবে। এবং আপনি যদি ঠোঁট নরম ও কোমল রাখতে চান
তাহলে নিয়মিত লিপজেল বা ভ্যাজলিন ব্যবহার করুন।
আরো পড়ুনঃ শীতে ত্বকের যত্নে ঘরোয়া উপায়
ঠোঁট শুকিয়ে যাওয়ার কারণ কি
ঠোঁট শুকিয়ে যাওয়ার কারণ কি তা হচ্ছে শীতকালে আর্দ্রতা কম থাকে যার কারনে ঠোঁট
শুকিয়ে যায় বা ফেটে যায়। এই ভাবে শুকিয়ে যাওয়ার অন্যতম লক্ষন কিন্তু ডায়াবেটিস।
শীতে অনেক ক্রমিক জাতীয় কিছু ব্যবহার করার পরে ও আবার কিছু সময় পর ঠোঁট শুকিয়ে
যায়।
তবে ডায়াবেটিস সমস্যার কারণে সকালে আরো বেশি ঠোঁট শুকিয়ে যায় এবং অনেক তেষ্টা
পেয়ে থাকে। তবে যদি এরকম বেশি হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ
নিবেন।
গরমে ঠোঁট শুকিয়ে যাওয়ার কারণ কি
গরমে ঠোঁট শুকিয়ে যাওয়ার কারণ কি তা হচ্ছে বিভিন্ন পরিবেশ এর কারনে শীত ও গরম
বা বছরের যে কোনো সময় ঠোঁট শুকিয়ে যায় বা ফেটে যায় এ জন্য আপনার পর্যাপ্ত পরিমান
পানি পান করতে হবে। এবং ঠোঁটের আর্দ্রতা বজায় রাখবে এরকম লিপবাম ব্যবহার করবেন।
এবং তাছাড়াও পেট্রোলিয়াম জেলি ব্যবহার করবেন। আপনি যদি কাঠবাদামের গুঁড়া, দুধের
শর মিশিয়ে একটি প্যাক তৈরী করে নিয়ে ঠোঁটে লাগাবেন ১০ মিনিট পর ধুয়ে ফেলবেন এবং
সপ্তাহে ১ বা ২ বার ব্যবহার করবেন এই প্যাকটি।
ঠোঁট ফাটে কোন ভিটামিনের অভাবে
ঠোঁট ফাটে কোন ভিটামিনের অভাবে তা হচ্ছে ভিটামিন বি। আপনার শরীরে যখন ভিটামিন বি
এর অভাব দেখা দেয় তখন আপনার ঠোঁট হয়ে যায় রক্ষ ফলে ফেটে যায়। এ জন্য আপনি ভিটামিন
বি জাতীয় খাবার ও শীতকালীন শাকসবজি আপনার খাদ্য তালিকায় রাখুন ঠোঁট ফাটা দূর করতে
সাহায্য করবে।
ঠোঁটের চামড়া ওঠার কারণ
ঠোঁটের চামড়া ওঠার কারণ আপনি যদি আপনার ঠোঁট জিহ্বা দিয়ে বারবার ভেজান তাহলে
আপনার ঠোঁট আরো বেশি শুকিয়ে যাবে। এবং তাছাড়াও পুষ্টিহীনতা, থাইরয়েড সমস্যা,
পানিশূনতা, ইত্যাদি কারনে ঠোঁটের চামড়া ওঠে যায় বা ফেটে যায়।
এ জন্য আপনি ডাক্তারের পরামর্শ নিবেন।
আরো পড়ুনঃ ঘরোয়া পদ্ধতিতে ফর্সা হওয়ার উপায়
শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায় কেন
শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায় কেন তার কারন হচ্ছে শীতে আর্দ্রতা কম
থাকে যার কারনে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায়। এটি মূলত চামড়ার উপরের খুব পাতলা
স্তর যা শীতে আর্দ্রতার পরিমান কম থাকে ফলে পাতলা স্তর ক্ষতিগ্রস্থ হয় ঠোঁট ও
গায়ের চামড়া ফেটে যায়।
শেষ কথাঃ অতিরিক্ত ঠোঁট ফাটার কারণ কি
অতিরিক্ত ঠোঁট ফাটার কারণ কি এবং তার প্রতিকার সহ আপনারা ইতিমধ্যে আজকের এই
আর্টিকেলে বিস্তারিত ভাবে জেনে গিয়েছে। তাই শীতে আপনার ত্বক ও ঠোঁট ভালো রাখতে
উপরের বর্ণিত তথ্য অনুযায়ী চলবেন ইনশা-আল্লাহ ভালো ফল পাবেন।
এবং আপনারা যদি আজকের এই আর্টিকেলটি পড়ার মাধ্যেমে উপকৃত হয়ে থাকেন এবং ভালো লেগে
থাকে তাহলে এরকম আরো বেশি তথ্য পেতে আমার ওয়েবসাইট ভিজিট করুন।
ট্রিক্সপ্রমোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url