মেয়েদের ঠোঁট গোলাপি করার উপায় ও পদ্ধতির বিস্তারিত জানুন
চিয়াসিড দিয়ে রূপচর্চামেয়েদের ঠোঁট গোলাপি করার উপায় সম্পর্কে আজকের এই আর্টিকেলে বিস্তারিত
আলোচনা করা হয়েছে। এবং ঠোঁট গোলাপি করার লিপবাম সে সম্পর্কে ও ভালো করে এবং
বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এই আর্টিকেলে।
আপনি যদি ঠোঁটের কালো দাগ দূর করতে চান এবং কিভাবে ঘরোয়া পদ্ধতিতে করবেন তার
যাবতীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি জানতে আগ্রহি হন তাহলে
শেষ পর্যন্ত পড়ুন।
পেজ সূচিঃ মেয়েদের ঠোঁট গোলাপি করার উপায়
- মেয়েদের ঠোঁট গোলাপি করার উপায়
- মেয়েদের ঠোঁটের কালো দাগ দূর করার উপায়
- ঠোঁটের চারপাশের কালো দাগ দূর করার উপায়
- ঠোঁট গোলাপি করার লিপবাম
- লিপবামের উপকারিতা
- প্রাকৃতিক উপকরণ দিয়ে লিপবাম তৈরির উপায়
- লেবু আর চিনি ঠোঁটে দিলে কি হয়
- মেয়েদের ঠোঁটের কালো দাগ দূর করার ক্রিম
- শেষ কথাঃ মেয়েদের ঠোঁট গোলাপি করার উপায়
মেয়েদের ঠোঁট গোলাপি করার উপায়
মেয়েদের ঠোঁট গোলাপি করার উপায় এই অংশে আমরা বিস্তারিত ভাবে জানবো। বাহ্যিক
সুন্দরর্য ভিতরে ঠোঁট কিন্ত গুরুত্বপূর্ণ। মানুষের সামনে হেসে কথা বলা সবার
সামনে নিজেকে সুন্দর করে উপস্থাপন করা এবং নিজের সুন্দরর্য টিকেয়ে রাখা
গুরুত্বপূর্ণ।
তাই আপনার ঠোঁট যদি কালো থাকে তাহলে নিজেকে সবার সামনে কেমন মনে হয় এ জন্য
আপনার ঠোঁটের কালো দাগ দূর করা এবং ঠোঁটের উজ্জ্বলতা ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ।
সবাই তো চাই তার ঠোঁট গোলাপি এবং নরম ও কোমল হক।
- ১ চামচ চিনি ও ১ চামচ মধু তার ১ চামচ নারিকেলের তেল, এবং ১ চামচ লেবুর রস সাথে নিয়ে ভালো করে মিশিয়ে আপনার ঠোঁটে ৫ মিনিট ঘুষে লাগাবেন এর পর ধুয়ে ফেলবেন দেখবেন আপনার ঠোঁট নরম ও গোলাপি করতে সাহায্য করছে।
- এবং আপনি ১ চামচ মধু তার সাথে ১ চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে প্যাক তৈরী করে নিবেন এবং প্রতিদিন নিয়ম করে ঠোঁটে লাগাবেন দেখবেন আপনার ঠোঁটের কালো দাগ দূর করে আপনার ঠোঁট গোলাপি ও নরম কোমল করতে সাহায্য করেছে।
- আপনি নারিকেলের তেল হাতের আঙ্গুলে নিয়ে ভালো করে ঠোঁটে লাগিয়ে তারপর তুলো দিয়ে ভালো করে ক্লিন করে নিবেন। এরপর আপনি অল্প করে মধু এবং চিনি নিয়ে মিশিয়ে ঠোঁটে লাগাবেন তার পর ধুয়ে ফেলুন।
- এবং শেষে ভ্যাজলিন লাগবেন দেখবেন আপনার ঠোঁট নরম ও গোলাপি করতে সাহায্য করেছে। সপ্তাহে ২ বা ৩ দিন। এই ভাবে ১ মাস ব্যবহার করবেন ভালো ফল পাবেন।
মেয়েদের ঠোঁটের কালো দাগ দূর করার উপায়
মেয়েদের ঠোঁটের কালো দাগ দূর করার উপায় এই অংশে জানবো এবং উপরে আপনারা ইতিমধ্যে
জেনেছেন মেয়েদের ঠোঁট গোলাপি করার উপায় সে সম্পর্কে। এবং আপনাকে জানতে হবে ঠোঁট
আসলে কেনো কালো হয়। প্রতিদিনের ধুলো ময়লা এবং যানবাহনের ধুয়া ধীরে ধীরে জমে থাকে
তারপর ঠোঁট কালচে হতে থাকে।
সাধারণত মেয়েদের ঠোঁট কালো হওয়ার কারন হচ্ছে বিভিন্ন ধরনের লিপস্ট্রিক ব্যবহার
করা। মেয়েদের dark lip এবং mat lip কালার ব্যবহার করার কারণে হতে পারে এবং
জেনেটিক কারণে ও হতে পারে। এই গুলো লিপস্ট্রিকে কিন্তু ক্ষতিকার কিছু হেবি মেটাল
থাকে।
আর এই মেটাল গুলোই কিন্তু অ্যার্লাজিক রিয়াকশানের মাধ্যেমে ঠোঁট কালো করে থাকে।
পানি কম খাওয়ার ফলেও কিন্তু ঠোঁট কালো হয়ে এবং বিভিন্ন কারণে হতে পারে এ জন্য
কিছু ঘরোয়া উপায়ে দাগ দূর করা যায় তা হচ্ছে।
আপেল সিটার ভিনেগারঃ প্রথমে আপনি একটি কটন নিয়ে আপেল সিটারে ভিজিয়ে ঠোঁটে
ভালো ভাবে লাগাবেন এবং কিছু সময় রেখে তারপর ধুয়ে ফেলন দিনে ২ বা ৩ বার ব্যবহার
করতে পারেন দেখবেন ঠোঁটের কালো দাগ দূর করতে সাহায্য করেছে।
মধু ও লেবুঃ প্রথমে আপনি ১ থেকে ২ ফটা মধু এবং ১ থেকে ২ ফটা লেবুর রস নিয়ে
ভালো ভাবে মিশিয়ে ঠোঁটে লাগিয়ে ১০ মিনিট পরে ধুয়ে ফেলুন এবং এটি দিনে ২ বার
ব্যবহার করতে পারেন দাগ দূর করবে।
বিটরুটঃ একটি বিটরুটের টুকরো কেটে নিবেন তারপর টুকরোটি ফ্রিজে কয়েক মিনিট
রেখে দিবেন। এরপর ফ্রিজ থেকে বের করে টুকরোটি ঠোঁটে ২ থেকে ৩ মিনিট ঘষোন এবং
বিটের রস ৫ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন দাগ দূর করতে সাহায্য করবে।
চিনির থেরাপিঃ ৩ চা চামচ চিনি এবং ২ চা চামচ বাটার নিয়ে ভালো করে মিশিয়ে
একটি পেস্ট তৈরী করে নিবেন। তারপর পেস্টটি দিয়ে ঠোঁট ভালো করে স্ক্রাব করে নিবেন
দেখবেন আপনার ঠোঁটের মরা চমড়া বা কালচে ভাব দূর করেছে এবং সপ্তাহে ২ বার ব্যবহার
করবেন।
বরফ থেরাপিঃ বরফ দিয়েও কিন্তু ঠোঁটের কালচে দাগ দূর করা যায় এই বিষয় হয়তো
অনেকেই ভালো করে জানেনা। আপনি যদি বরফের একটি টুকরো নিয়ে ঠোঁটে প্রতিদিন ঘষুন
তাহলে দাগ দূর করতে সাহায্য করবে। বরফ অর্দ্রতা ঠিক এবং রক্ষতা দূর করে থাকে।
আরো পড়ুনঃ এলোভেরা দিয়ে মেছতা দূর করার উপায়
ঠোঁটের চারপাশের কালো দাগ দূর করার উপায়
- ঠোঁটের চারপাশের কালো দাগ দূর করার উপায় হলো আপনি একটি বাটিতে লেবু ও মধু অল্প করে নিয়ে এবং তার সাথে দই মিশিয়ে নিবেন ভালো করে। এরপর আপনার ঠোঁটের চারপাশে ভালো করে লাগবেন এবং যখন শুকিয়ে যাবে তখন ধুয়ে ফেলবেন। নিয়মিত যদি আপনি করেন তাহলে দেখবেন আপনার ঠোঁটের চারপাশের কালচে দাগ দূর হচ্ছে।
- আলুর রস ও কিন্তু খুব কার্যকারী কারন আলুর রসে প্রচুর পরিমানে ভিটামিন এবং মিনারেল থাকে যা আপনার ত্বকের উজ্জ্বলতা ফেরায়। আল রস আপনার ঠোঁটের চারপাশে ভালো করে লাগাবেন এবং শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন দেখবেন আপনার চারপাশের কালচে দাগ দূর করতে সাহায্য করেছে।
- পেঁয়াজের রস ও কিন্তু খুব কার্যকারী কারন এটিতে প্রচুর পরিমান অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। আপনি যদি পেঁয়াজের রস আপনার ঠোঁটের চারপাশে লাগান দেখবেন কালচে ভাব দূর করতে সাহায্য করেছে। এবং ঘরোয়া উপায়ে না হলে ডাক্তারের পরামর্শ নিবেন।
ঠোঁট গোলাপি করার লিপবাম
- ঠোঁট গোলাপি করার লিপবাম হচ্ছে আপনি অ্যালোভেরা দিয়ে লিপবাম করতে পারেন। প্রথমে আপনি অ্যালোভেরার খুসা ফেলে দিয়ে ভিতরের আংশ নিয়ে ব্লেন্ড করে নিবেন তার সাথে ৩ চা চামচ নারিকেলের তেল মিশিয়ে তারপর ফ্রিজে রেখে দিবেন। এবং এই লিপবামটি আপনার ঠোঁট নরম কালচে দাগ দূর করতে সাহায্য করবে।
- রঙিন লিপবামের জন্য আপনাকে প্রথমে গোলাপ ফুলের পাপড়ির মিহি বাটা, জলপাই বা বাদামের তেল, পেট্রোলিয়াম জেলি এবং শেষে গোলাপজল নিবেন। গোলাপের পাপড়ি বাটার সাথে প্রয়োজন মতো পেট্রোলিয়াম জেলি ভালো করে মিশিয়ে নিবেন।
- এরপর এর সাথে জলপাই বা বাদামের তেল কয়েক ফুটা ভালো করে মিশিয়ে নিবেন এবং তার সাথে গোলাপজল নিবেন। এবং সব উপাদান মিশিয়ে হালকা তাপে গলিয়ে নিবেন তারপর একটি পাত্রে নিয়ে ঠান্ডা করবেন। এবং জমাতে চাইলে ফ্রিজে রেখে দিন।
লিপবামের উপকারিতা
লিপবামের উপকারিতা হচ্ছে, আপনার ঠোঁটের শুষ্কতা দূর করতে সাহায্য করে থাকে। তীব্র
গরমের সময় কিন্তু শুষ্ক থাকে ফলে ঠোঁটের ক্ষতি হতে পারে। এ জন্য আপনি এই লিপবাম
ব্যবহার করতে পারেন ঠোঁট সুরক্ষিত রাখবে।
সূর্যের অতিবেগুনি রশ্মি কিন্তু ক্ষতি করে থাকে ঠোঁটের তাই আপনি যদি লিপবাম শুধু
শীত নয় গরমেও ব্যবহার করা যায় এমন লিপবাম ব্যবহার করেন দেখবেন ঠোঁট সুরক্ষিত
রয়েছে।
এবং ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে ও ঠোঁটের সৌন্দর্য ধরে রাখতে লিপবাম ব্যবহার করতে
পারেন দেখবেন আপনার ঠোঁট নরম ও কমল রয়েছে।
প্রাকৃতিক উপকরণ দিয়ে লিপবাম তৈরির উপায়
প্রাকৃতিক উপকরণ দিয়ে লিপবাম তৈরির উপায় হচ্ছে, আপনি প্রথমে ২ চা চামচ নারিকেল
তেল, ১ চা চামচ শিয়া বাটার, আধা চামচ বিট পাউডার, এসেনশিয়াল অয়েল এবং ক্যাস্টর
অয়েল ১ চা চামচ, ১ চা চামচ মধু নিবেন।
এবং একটি পাত্রে নারিকেল তেল, ক্যাস্টর অয়েল, শিয়া বাটার গরম করে ভালো করে মিশিয়ে
নিবেন। তারপর এই মিশ্রণটিতে এসেনশিয়াল অয়েল, বিট পাউডার, মধু নিয়ে তারপর একটি
কোটায় নিয়ে ফ্রিজে রাখুন।
এই লিপবাম টি ব্যবহারের মাধ্যেমে আপনার ঠোঁটের কালচে দাগ দূর করতে সাহায্য করবে
এবং আপনার ঠোঁট নরম ও কলম করতে সাহায্য করবে।
আরো পড়ুনঃ চুলের যত্নে নিম পাতার ব্যবহার
লেবু আর চিনি ঠোঁটে দিলে কি হয়
লেবু আর চিনি ঠোঁটে দিলে কি হয় তা হচ্ছে আপনি যদি চিনি ঠোঁটে ঘষে দেন তাহলে
আপনার ঠোঁটের মরা চামড়া পরিষ্কার করতে সাহায্য করে থাকে। এবং লেবু ঠোঁটের কালো
হওয়া চামড়া উজ্জ্বল করতে সাহায্য করে থাকে।
এবং আপনি যদি লেবুর রসের সাথে গ্লিসারিন মিশিয়ে দিনে অন্তত ২ বার ঠোঁটে ব্যবহার
করতে পারেন এবং এইভাবে ১০ দিন ব্যবহার করে দেখবেন ঠোঁট উজ্জ্বল করতে সাহায্য
করেছে।
মেয়েদের ঠোঁটের কালো দাগ দূর করার ক্রিম
মেয়েদের ঠোঁটের কালো দাগ দূর করার ক্রিম এর মধ্যে কিছু জনপ্রিয় ক্রিম হচ্ছে
যেমনঃ রোজানা লিপ ক্রিম, সোবিশ লিপ ক্রিম, নাভা লিপ ক্রিম, হিমালয়া লিপ কেয়ার যা
আপনার ঠোঁটের কালো দাগ দূর করতে সাহায্য করে থাকে।
এবং তাছাড়াও কিছু হের্বালস ব্র্যান্ডের বিভিন্ন প্রাকৃতিক উপাদান দ্বারা
প্রস্তুতকৃত ক্রিম পাওয়া যায়। এবং এই গুলো ক্রিম দাগ দূর করতে সাহয্য করে থাকে
এবং আপনার ঠোঁট উজ্জ্বল করে থাকে।
শেষ কথাঃ মেয়েদের ঠোঁট গোলাপি করার উপায়
মেয়েদের ঠোঁট গোলাপি করার উপায় সম্পর্কে এবং ঘরোয়া পদ্ধতিতে ও কিভাবে ঠোঁটের
কালো দাগ দূর করা যায় তার বিস্তারিত ভাবে ইতিমধ্যে জেনে গিয়েছেন। তাই আপনার
ঠোঁটের কালো দাগ দূর করে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে এবং গোলাপি ও নরম কোমল ঠোঁট করতে
উপরের পদ্ধতি ব্যবহার করে দেখতে পারেন ভালো ফল পাবেন।
এবং এই আর্টিকেল পড়ার মাধ্যেমে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন এবং এরকম আরো বেশি
করে রুপচর্চা বিষয়ক তথ্য পেতে আমার ওয়েবসাইট ভিজিট করুন।
ট্রিক্সপ্রমোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url