এলোভেরা দিয়ে মেছতা দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত

এলোভেরা দিয়ে মেছতা দূর করার উপায় সম্পর্কে আপনারা আজকের এই আর্টিকেলে জানতে পারবেন। তাছাড়াও মেছতা কি কি কারনে হয় তার যাবতীয় সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।

এবং আপনি মেছতা নিয়ে কি চিন্তিত বা ভয় পাচ্ছেন, চিন্তা বা ভয়ের কোন কারন নেই আজকের এই আর্টিকেলে মেছতা দূর করার যাবতীয় সম্পর্কে নিচে আলোচনা করা হয়েছে। 

পেজ সূচিঃ এলোভেরা দিয়ে মেছতা দূর করার উপায়

এলোভেরা দিয়ে মেছতা দূর করার উপায়

এলোভেরা দিয়ে মেছতা দূর করার উপায় সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথমে আপনাকে এলোভেরা সংগ্রহ করে নিতে হবে তারপর এলোভেরা পরিষ্কার করে নিতে হবে। এবং এলোভেরার মধ্যে থাকা জেল বের করে নিতে হবে তারপর সে এলোভেরা জেল এর সাথে সামান্য পরিমাণ মধু মিশিয়ে জেল তৈরি করে নিতে হবে।
এবং তারপর এলোভেরা ও মধুর মিশ্রণে তৈরি জেলটি আপনার ত্বকে যে স্থানে মেছতা রয়েছে সেই স্থানে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এবং ১০ থেকে ১৫ মিনিট রেখে দিয়ে তারপর ধুয়ে ফেলুন। এভাবে এলোভেরা ও মধুর মিশ্রনে আপনার মুখের মেছতা দূর করতে পারেন।

মেছতা কি কি কারনে হয়

  • মেছতা কি কি কারনে হয় এবং একজন মানুষের ত্বকের মেছতা বা মেলাজমা এক ধরনের অসুখ বলা হয়ে থাকে। এবং একজন মানুষের যদি শরীরের ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের মাত্রা বেড়ে যায় তাহলে তার গালে মেছতা হয়।
  • এছাড়াও হাইপারপিগমেন্টেশন ও এর কারন হতে পারে। কোন মানুষ আবার যদি দীর্ঘ সময় রোদে থাকে এবং দীর্ঘ সময় রোদে থাকার কারনে তার আলট্রাভায়োলেট রশ্মি থেকে মুখে ছোপ ছোপ দাগ হয়ে থাকে।
  • এবং জিনগত সমস্যা, ঘুমের অভাব, পরিমান মতো পানি না খাওয়া, অস্বাভাবিক হরমোন ক্ষরন, অস্বাস্থ্যে কর খাবার, দুশ্চিন্তা, অতি বেগুনি রশ্মি, ঘাম হয়ার পরেও পরিষ্কার পরিচ্ছন্ন না হওয়া এগুলো কারনে কিন্তু মেছতা হয়ে থাকে।

মুখে মেছতার দাগ কেন হয়

মুখে মেছতার দাগ কেন হয় এর কারন হচ্ছে অতিবেগুনি রশ্মির কারনে একজন মানুষের মুখে মেছতা পড়ে যা একটি অন্যতম কারন। সূর্যের আলোয় কিন্তু ইউভি-এ এবং ইউভি-বি থাকে যা একজন মানুষের ত্বকে মেলানিন উৎপাদনের পরিমান বাড়িয়ে তুলতে সাহায্য করে।
এবং এর ফলে একজন মানুষের মুখে মেছতার দাগ পড়তে পারে। এবং ঠিক মতো ত্বকের যত্ন না নিলে মেছতা বা দাগ হয়। এবং আমরা নিচে জানবো মেছতা দূর করার ঘরোয়া পদ্ধতি সম্পর্কে

মেছতা দূর করার ঘরোয়া পদ্ধতি

  • মেছতা দূর করার ঘরোয়া পদ্ধতি তে আপনি টক দই দিয়ে মেছতার দাগ দূর করতে পারেন এটি অন্যতম একটি কার্যকারি উপায়। সামান্য একটু টক দই নিয়ে একটু হালকা ফুটিয়ে নিয়ে মুখে ভালোভাবে মালিশ করুন। তারপর ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এভাবে আপনি ঘরোয়া পদ্ধতিতে টক দই দিয়ে মুখের মেছতা দূর করতে পারবেন এবং সাথে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
  • এবং ত্বকে ব্যবহার করা যাবে এরকম তেল নিয়ে একটু হালকা গরম করে মুখে ম্যাসাজ করুন। এবং ত্বকে তেল শুষে না নিওয়া পর্যন্ত মুখে ম্যাসাজ করতে থাকুন তারপর অন্তত ১ ঘন্টা এই ভাবে রেখে দিন। তারপর সময় হলে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এই ভাবে আপনি যদি পরামর্শ অনুযায়ী নিয়মিত করেন তাহলে আপনার মেছতা দাগ দূর করতে সাহায্য করবে।
  • লেবুর রস দিয়েও আপনি মেছতার দাগ দূর করতে পারবেন। কিন্তু মনে রাখবেন শুধু লেবুর রস দিয়ে সরাসরি আপনি ত্বকে লাগাবেন না। কোন কিছুর সাথে মিশিয়ে বা একটু পানির সাথে মিশিয়ে নিবেন তারপর ত্বকে ১৫ মিনিট রেখে দিন এরপর ধুয়ে ফেলুন।
  • আমন্ড অয়েল ত্বকের মেছতা দূর করতে খুব কার্যকারি। দুই থেকে তিন ফোঁটা আমন্ড অয়েল নিয়ে মেছতার স্থানে নিয়মিত ম্যাসাজ করুন।
  • এলোভেরা দিয়ে মেছতা দূর করার উপায় ও রয়েছে। তাই আমরা ঘরোয়া পদ্ধতির মাধ্যেমে এলোভেরা জেল এর সাথে মধু মিশিয়ে ত্বকে ১০ থেকে ১৫ মিনিট লাগিয়ে মেছতা দূর করতে পারি।
  • এবং টমেটোর রস আপনি ১৫ মিনিট মুখে ম্যাসাজ করে রেখে দিন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়াও পেঁয়াজ চিপে রস করে নিয়ে তার সাথে অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে তারপর ত্বকে লাগিয়ে ৩ থেকে ৪ মিনিট রেখে দিবেন তারপর ধুয়ে ফেলুন।

তৈলাক্ত ত্বকের মেছতা দূর করার উপায়

তৈলাক্ত ত্বকের মেছতা দূর করার উপায় হচ্ছে, প্রথমে আপনাকে ত্বকে ব্যবহার করা যায় এরকম তেল নিবেন। তারপর সেই তেল হালকা গরম করে নেওয়ার পর মুখে ম্যাসাজ করুন যতো সময় তেল ত্বকে শুষে না নেয় ততক্ষন পর্যন্ত ম্যাসাজ করুন।
এভাবে অন্তত এক ঘন্টা রেখে দিন তারপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন দেখবেন তৈলাক্ত ত্বকের মেছতা দূর করতে সাহায্য করছে। 

মেছতা দূর করার ফেসওয়াশ ও তার ব্যবহার

মেছতা দূর করার ফেসওয়াশ ও তার ব্যবহার এবং মেছতা বা মেলাজমা দূর করার একটি কার্যকারী ফেসওয়াশ হচ্ছে গার্নিস এন্টি মেলাজমা ফেইসওয়াশ। এবং এমন কিছু উপাদান রয়েছে এই ফেইসওয়াশে যা নিয়মিত ব্যবহারের ফলে একজন মানুষের মেলাজমা বা মেছতা প্রতিরোধ করতে খুব কার্যকারী।
মেছতা দূর করার ফেশওয়াশের পাশাপাশি এলোভেরা দিয়ে মেছতা দূর করার উপায় ও রয়েছে চাইলে আপনারা সেই পদ্ধতি ব্যবহার করতে পারেন কাজে দিবে।

মেছতার জন্য কোন ক্রিম ভালো হবে

মেছতার জন্য কোন ক্রিম ভালো হবে সে সম্পর্কে ডাক্তারেরা প্রথমে হাইড্রোকুইনোন ব্যবহার করতে বলেন। ত্বকের মেছতা হালকা করতে হাইড্রোকুইন কার্যকারী। হাইড্রোকুইনোন ক্রিম একটি ব্লিচিং এজেন্ট যা মেলানিন উৎপাদন কে হ্রাস করতে সাহায্য করে থাকে এবং এটি কালো দাগ দূর করতে কার্যকারী ভূমিকা রাখে।
এছাড়া ও একজন চর্ম বিশেষজ্ঞ সংমিশ্রণ ক্রিম লিখতে পছন্দ করেন যেমন হাইড্রোকুনোন, ট্রেটিনইন এবং কর্টিকোস্টেরয়েড যা এগুলিকে ট্রিপল ক্রিম বলা হয়ে থাকে। ক্রিম এর পাশাপাশি যদি আপনারা এলোভেরা দিয়ে মেছতা দূর করার উপায় সম্পর্কে জেনে থাকেন তাহলে সেইটাও ব্যবহার করে দেখতে পারেন মেছতা দূর করতে খুব কার্যকারী ভূমিকা রাখে।

কি ব্যবহার করলে মুখের কালো দাগ দূর হয়

  • কি ব্যবহার করলে মুখের কালো দাগ দূর হয় তার জন্য প্রথমত আপনাকে পর্যাপ্ত পরিমান পানি পান করতে হবে, আপনার ত্বক সুস্থ্য রাখতে হলে উজ্জ্বল রাখতে হলে পর্যাপ্ত পরিমান পানি পান করবেন।
  • এবং কেউ যদি গোসলের আগে ত্বক পরিষ্কার করে নিয়ে লেবুর রস, মধু, আলুর রস এই তিনটি এক সাথে মিশিয়ে ফেসপ্যাক তৈরী করে নিবেন তারপর ত্বকে ম্যাসাজ করে ৫মিনিট রেখে দিন শুকিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের দাগ দূর করতে ভালো ফল পাবেন।
  • ত্বকের দাগ দূর করতে মুলতানি মাটি এবং গোলাপজল খুব কার্যকারী। এ জন্য আপনি মুলতানি মাটি এবং গোলাপজল দুইটি এক সাথে নিয়ে ভালোকরে মিশিয়ে নিয়ে একটি প্যাক তৈরী করে নিবেন। এবং সন্ধার পর আপনি মুলতানি ও গোলাপজল দিয়ে তৈরী করা প্যাকটি সুন্দর করে ত্বকে ম্যাসাজ করুন এরপর আপনি ৩০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • এবং আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে অলিভ অয়েল বা বাদাম তেল ৩মিনিটের মতো ত্বকে ম্যাসাজ করুন তারপর ঘুমিয়ে যাবেন দেখবেন আপনার কালো দাগ দূর হতে শুরু করেছে।
  • এবং উপরের নিয়ম মেনে সবকিছু করবেন দেখবেন আপনার ত্বকের কালো দাগ আস্তে আস্তে দূর হতে শুরু করেছে। এবং এলোভেরা দিয়ে মেছতা দূর করার উপায় মনে রাখবেন এইটা আপনার ত্বকের জন্য কার্যকারী।

মুখে মেছতার চিকিৎসা কি তার বিস্তারিত

মুখে মেছতার চিকিৎসা কি তার বিস্তারিত এখানে বলা হয়েছে। মুখে মেছতার বর্তমান চিকিৎসা হচ্ছে ক্যামিক্যাল পিলিং, মাইক্রোডার্মাব্রেশন ও পি আর পি থেরাপির মাধ্যেমে করা হয়ে থাকে। এবং চিকিৎসক আধুনিক কিছু মলম ও খাবার জন্য ট্যাবলেট দিয়ে থাকে যা মেছতার জন্য কার্যকারী।
এবং মেছতা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, ডারমাল মেলাজমা এবং এপিডারমাল মেলাজমা যার মধ্যে কোন মানুষের ত্বকের উপরের অংশে যে মেছতা হয়ে থাকে তাকে বলা হয় এপিডারমাল মেলাজমা।

শেষ কথাঃ এলোভেরা দিয়ে মেছতা দূর করার উপায়

এলোভেরা দিয়ে মেছতা দূর করার উপায় সম্পর্কে ইতিমধ্যে জেনেছেন। তাই আপনি যদি একজন স্বাস্থ্যে সচেতন মানুষ হয়ে থাকেন তাহলে উপরের বর্ণিত লিখা অনুযায়ী এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করবেন।
এবং আজকের এই আর্টিকেলের মাধ্যেমে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আশা করি আপনার পরিচিতদের শেয়ার করবেন। এবং এরকম তথ্য পেতে নিয়মিত আমার ওয়েব সাইট ভিজিট করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ট্রিক্সপ্রমোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url